শালতোড়া, 11 ফেব্রুয়ারি : পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক ইসিএল কর্মীর (Bankura Accident News) ৷ নাম বিশ্বনাথ সূত্রধর (50) ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া-শালতোড়া রাজ্য সড়কের উপর ৷ মৃতের বাড়ি মেজিয়া থানার ছুতোরডাঙা গ্রামে ৷
সকাল ছ'টা নাগাদ মেজিয়ার কালিদাসপুর কোলিয়ারি থেকে কাজ করে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন বিশ্বনাথবাবু ৷ আচমকাই একটি পাথরবোঝাই লরি তাঁকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ৷ এই ঘটনায় ঘাতক পাথরবোঝাই লরিটিকে আটক করা গেলেও চালক পলাতক ৷
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । খবর পেয়ে মেজিয়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । সংসারে বিশ্বনাথবাবুই একমাত্র রোজগেরে সদস্য হওয়া স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে পরিবার ৷
আরও পড়ুন : Malda Road Accident : গায়ে হলুদ পর্ব শেষ, হল না বিয়ে, দুর্ঘটনায় মৃত্যু যুবকের