ETV Bharat / state

জুয়ার আসরে গন্ডগোলের জেরে যুবককে কুপিয়ে খুন দুষ্কৃতীদের - আলিপুরদুয়ার

জয়গাঁর নতুন বস্তি এলাকায় জুয়ার বোর্ড বসিয়ে খেলা চলছিল ৷ সেখানে ছিল রফিকুদ্দিন এবং কামিরুদ্দিন ৷ অভিযোগ, সেখানে টাকা-পয়সা নিয়ে তাদের সঙ্গে কয়েকজনের বচসা বাধে । এরপর ওই এলাকার কয়েকজন মহিলা ও পুরুষ দুই ভাইয়ের উপর চড়াও হয় । তারা রফিক ও কামিরুদ্দিনকে  কোপায় বলে অভিযোগ ।

আহত কামিরুদ্দিন মিঞা
author img

By

Published : Oct 26, 2019, 8:44 PM IST

আলিপুরদুয়ার, 26 অক্টোবর: জুয়ার আসরে গন্ডগোলের জেরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা ৷ তার নাম রফিকউদ্দিন মিঞা (২৬) ৷ গুরুতর জখম রফিকউদ্দিনের ভাই কামিরুদ্দিন মিঞা ৷ ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ-১ পঞ্চায়েতের নতুন বস্তি এলাকার ঘটনা ।

মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, দীপাবলির আগের সন্ধ্যায় জয়গাঁর নতুন বস্তি এলাকায় জুয়ার বোর্ড বসিয়ে খেলা চলছিল ৷ সেখানে ছিল রফিকুদ্দিন এবং কামিরুদ্দিন ৷ অভিযোগ, সেখানে টাকা-পয়সা নিয়ে তাদের সঙ্গে কয়েকজনের বচসা বাধে । এরপর ওই এলাকার কয়েকজন মহিলা ও পুরুষ দুই ভাইয়ের উপর চড়াও হয় । তারা রফিক ও কামিরুদ্দিনকে কোপানো হয় । গুরুতর জখম অবস্থায় তাদের লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসক রফিককে মৃত বলে ঘোষণা করেন । কামিরুদ্দিন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ।

মৃতের বড় ভাই আজিমুল হক অভিযোগ করেন, "আজ জুয়ার আসরে দুই ভাই খেলা দেখতে গিয়েছিল । সেই সময় কয়েক জন অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। আমি ঘটনাস্থানে গেলে আমাকেও ঘিরে ধরেছিল ওরা ৷ " পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানান, "জুয়ার বোর্ডে ঝামেলার জেরে এক যুবকের মৃত্যু হয়েছে ৷ একজন জখম হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷"

আলিপুরদুয়ার, 26 অক্টোবর: জুয়ার আসরে গন্ডগোলের জেরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা ৷ তার নাম রফিকউদ্দিন মিঞা (২৬) ৷ গুরুতর জখম রফিকউদ্দিনের ভাই কামিরুদ্দিন মিঞা ৷ ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ-১ পঞ্চায়েতের নতুন বস্তি এলাকার ঘটনা ।

মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, দীপাবলির আগের সন্ধ্যায় জয়গাঁর নতুন বস্তি এলাকায় জুয়ার বোর্ড বসিয়ে খেলা চলছিল ৷ সেখানে ছিল রফিকুদ্দিন এবং কামিরুদ্দিন ৷ অভিযোগ, সেখানে টাকা-পয়সা নিয়ে তাদের সঙ্গে কয়েকজনের বচসা বাধে । এরপর ওই এলাকার কয়েকজন মহিলা ও পুরুষ দুই ভাইয়ের উপর চড়াও হয় । তারা রফিক ও কামিরুদ্দিনকে কোপানো হয় । গুরুতর জখম অবস্থায় তাদের লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসক রফিককে মৃত বলে ঘোষণা করেন । কামিরুদ্দিন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ।

মৃতের বড় ভাই আজিমুল হক অভিযোগ করেন, "আজ জুয়ার আসরে দুই ভাই খেলা দেখতে গিয়েছিল । সেই সময় কয়েক জন অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। আমি ঘটনাস্থানে গেলে আমাকেও ঘিরে ধরেছিল ওরা ৷ " পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানান, "জুয়ার বোর্ডে ঝামেলার জেরে এক যুবকের মৃত্যু হয়েছে ৷ একজন জখম হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷"

Intro:আলিপুরদুয়ার:- জুয়ার আসরে গন্ডগোলের জেরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলো এক দল দুষ্কৃতি। গুরুতর আহত মৃতের ভাই।

Body:ঘটনাটি ঘটছে ভারত ভুটান সীমান্তের জয়গাও ১ নং গ্রামপঞ্চায়েতের নতুন বস্তি এলাকায়। শনিবার সন্ধ্যায় ঘটনাকে কেন্দ্র করে ভুটান সীমান্ত এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে ।জয়গা থানার পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম রফিকউদ্দিন(২৬). মৃত পরিবারের অভিযোগ যে জয়গা নতুন বস্তি এলাকার কিছু দুষ্কৃতি শনিবার সন্ধ্যায় জুয়ার বোর্ড বসিয়ে ছিলো। সেই বোর্ডে এলাকার সম্পর্কে দুই ভাই রফিকউদ্দিন মিয়াঁ এবং কামিরুউদ্দিন মিয়াঁ জুয়ার বোর্ডে যায়।
সেখানে দুই ভাইয়ের সাথে টাকার লেনদেন নিয়ে জুয়ার আসরের দুষ্কৃতিদের সাথে গন্ডগোলে বাধে। এর পর ওই এলাকার বেশ কিছু মহিলা, পুরুষ, দল বেধে দুই ভাইয়ের উপর চড়াও হয়। অভিযোগ এর পর রফিক ও কমিরুদ্দিন দুইজনের উপর তারা ধারালো অস্ত্র নিয়ে চরাও হয়।ধারালো অস্ত্রের কোপে দুইভাই গুরুতর জখম হয় এবং তাদের কে লতাবাড়ি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রফিক মিঞাকে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের ভাই কমিরুদ্দিন আশাঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
মৃতের বড় ভাই আজিমূল হক জানান এদিন জুয়ার আসরে দুই ভাই খেলা দেখতে গিয়েছিলো।সেই সময় খাদিমূল, সহিদুল, রসিদা বেগম, সহিদা বেগম ধারালো অস্ত্র নিয়ে দুই ভাইয়ের উপর চড়াও হয়। আমি ঘটনাস্থলে গেলে আমাকেও তারা ঘিরে ধরে। এর পর স্থানীয় কিছু মানুষের সাহায্য নিয়ে দুই ভাইকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে রফিকউদ্দিনকে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।

Conclusion:জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানান জুয়ার বোর্ডে ঝামেলার জেরে এক যুবকের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.