আলিপুরদুয়ার, 3 এপ্রিল: কাঠফাটা রোদের থেকে বাঁচতে ত্রাণের ব্যাগ মাথায় নিয়েই লাইনে ঠায় দাঁড়িয়ে হাজার খানেক দুস্থ মানুষ।
কোনও রাজনৈতিক দলের ত্রাণ নয়।কোন প্রশাসনিক ত্রাণও না। এলাকার কিছু যুবক মিলে গত চারদিনে প্রায় তিন হাজার মানুষকে ত্রাণ বিলি করেছেন। ত্রাণের লাইনে রোদে দাঁড়িয়ে দিব্যি লকডাউনের নিয়ম মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে শান্তিপূর্ণ ত্রাণ নেওয়ার দৃশ্য দেখা গেল আলিপুরদুয়ার পুরসভার ২,৬, ৯ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় যুবক সঞ্জয় সরকার,বান্টি দাস, বাবলা বন্দ্যোপাধ্যায় জানান, এলাকার এক সমাজসেবী স্বরূপ করের সহযোগিতায় দুস্থদের ত্রাণ বিলি করা হচ্ছে। গত চারদিনে আমরা প্রায় 3000 মানুষকে ত্রাণ দিয়েছি। জেলা শহরের বিভিন্ন মানুষের দ্বারস্থ হচ্ছি আমরা। যাতে তাঁদের আর্থিক সহযোগিতায় মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারি।
সঞ্জয় সরকার জানান,‘‘আমরা প্রথমে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রকৃত দুস্থ মানুষদের তালিকা তৈরি করে তাদের বাড়িতে বাড়িতে স্লিপ পৌঁছে দিচ্ছি। তারপর তাঁরা এসে নিউটাউনের বলাই মোড় এলাকায় এসে ত্রাণ নিয়ে যাচ্ছে। সঞ্জয় জানায় লকডাউনের নিয়ম মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষকে ত্রাণ দেওয়া হচ্ছে। তাই এই চড়া রোদে মানুষের কিছুটা অসুবিধা হচ্ছে। তবে সবাই নিয়ম মেনে ত্রাণ নিচ্ছেন। কোনও গন্ডগোল নেই। সব শান্তি ভাবেই হচ্ছে।’’
সঞ্জয় জানান, তাঁদের এই ত্রাণ বিতরণে জেলা পুলিশ দাঁড়িয়ে থেকে জনতাকে সামাল দিচ্ছে।