ETV Bharat / state

সোশাল মিডিয়ায় কোরোনা-গুজব ছড়ানোয় আলিপুরদুয়ারে গ্রেপ্তার মহিলা - কোরোনা-গুজব ছড়ানোয় আলিপুরদুয়ারে গ্রেপ্তার

জেলা স্বাস্থ্যদপ্তরের অভিযোগের ভিত্তিতে বুধবার মহিলাকে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার পুলিশ।

Women arrested Alipurduar spreading corona-rumors
আলিপুরদুয়ার
author img

By

Published : Apr 15, 2020, 11:34 PM IST

Updated : Apr 16, 2020, 12:05 AM IST

আলিপুরদুয়ার, 15 এপ্রিল: এক বন্ধুর পেজ থেকে সোশাল মিডিয়ায় কোরোনা সংক্রমণ সংক্রান্ত ভুয়ো তথ্য শেয়ার করার অভিযোগে আলিপুরদুয়ারে গ্রেপ্তার হলেন এক প্রাক্তন মহিলা স্বাস্থ্যকর্মী।

জেলায় কোরোনা পজিটিভ রোগী 8 জন, কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সোশাল মিডিয়ায় এমন মনগড়া তথ্য ছড়ানোর অভিযোগেই গ্রেপ্তার করা হয় অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সুচিত্রা দাসকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার বাড়ি আলিপুরদুয়ার জেলা সদরে। তিনি কুমারগ্রাম ব্লক স্বাস্থ্য দপ্তরের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বুধবার মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা সদরের বাসিন্দা হরিপদ বিশ্বাসের ফেসবুক পেজ থেকে ওই ভুয়ো তথ্য শেয়ার করেন সুচিত্রা দেবী। অর্থাৎ, এক্ষেত্রে প্রথম অপরাধী হরিপদ বিশ্বাস। কিন্তু, তিনি কর্মসূত্রে দিল্লির অধিবাসী হওয়ায় পুলিশ এখনও তাঁর নাগাল পায়নি। যদিও হরিপদবাবুর খোঁজ করছে আলিপুরদুয়ার পুলিশ।

এই বিষয়ে জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, "স্বাস্থ্য দপ্তরের অভিযোগ পেয়ে আমরা ঘটনার তদন্ত শুরু করি। জামিনযোগ্য আইনে মহিলাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।"

জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা পূরণকুমার শর্মা জানিয়েছেন, "আলিপুরদুয়ার জেলাতে এখনও অবধি কোনও কোরোনা আক্রান্তের হদিশ মেলেনি। অথচ কিছু লোক গুজব ছড়িয়ে জেলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।"

এদিকে, মঙ্গলবার সুচিত্রা দাসকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হলে আদালত অভিযুক্তকে জামিনে মুক্তি দেয়।

আলিপুরদুয়ার, 15 এপ্রিল: এক বন্ধুর পেজ থেকে সোশাল মিডিয়ায় কোরোনা সংক্রমণ সংক্রান্ত ভুয়ো তথ্য শেয়ার করার অভিযোগে আলিপুরদুয়ারে গ্রেপ্তার হলেন এক প্রাক্তন মহিলা স্বাস্থ্যকর্মী।

জেলায় কোরোনা পজিটিভ রোগী 8 জন, কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সোশাল মিডিয়ায় এমন মনগড়া তথ্য ছড়ানোর অভিযোগেই গ্রেপ্তার করা হয় অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সুচিত্রা দাসকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার বাড়ি আলিপুরদুয়ার জেলা সদরে। তিনি কুমারগ্রাম ব্লক স্বাস্থ্য দপ্তরের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বুধবার মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা সদরের বাসিন্দা হরিপদ বিশ্বাসের ফেসবুক পেজ থেকে ওই ভুয়ো তথ্য শেয়ার করেন সুচিত্রা দেবী। অর্থাৎ, এক্ষেত্রে প্রথম অপরাধী হরিপদ বিশ্বাস। কিন্তু, তিনি কর্মসূত্রে দিল্লির অধিবাসী হওয়ায় পুলিশ এখনও তাঁর নাগাল পায়নি। যদিও হরিপদবাবুর খোঁজ করছে আলিপুরদুয়ার পুলিশ।

এই বিষয়ে জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, "স্বাস্থ্য দপ্তরের অভিযোগ পেয়ে আমরা ঘটনার তদন্ত শুরু করি। জামিনযোগ্য আইনে মহিলাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।"

জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা পূরণকুমার শর্মা জানিয়েছেন, "আলিপুরদুয়ার জেলাতে এখনও অবধি কোনও কোরোনা আক্রান্তের হদিশ মেলেনি। অথচ কিছু লোক গুজব ছড়িয়ে জেলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।"

এদিকে, মঙ্গলবার সুচিত্রা দাসকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হলে আদালত অভিযুক্তকে জামিনে মুক্তি দেয়।

Last Updated : Apr 16, 2020, 12:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.