ETV Bharat / state

COVID ইমিউনোগ্লোবিন G পরীক্ষায় আলিপুরদুয়ারে রক্তের নমুনা সংগ্রহ শুরু WHO-এর - COVID ইমিউনোগ্লোবিন G পরীক্ষা

আলিপুরদুয়ার থেকে রক্তের নমুনা সংগ্রহ করল WHO ৷ রক্তের ইমিউনোগ্লোবিন টেস্ট করার জন্য এই নমুনা সংগ্রহ করা হয় ৷ আলিপুরদুয়ারেই প্রথম এই টেস্ট করা শুরু হল ৷

WHO starts collecting blood samples
COVID ইমিউনোগ্লোবিন G পরীক্ষার জন্য আলিপুরদুয়ারে রক্তের নমুনা সংগ্রহ করতে শুরু করল WHO
author img

By

Published : Jun 6, 2020, 10:33 AM IST

আলিপুরদুয়ার, 6 জুন : কোল্ড চেইনে COVID ইমিউনোগ্লোবিন G (অ্যান্টিবডি) পরীক্ষার জন্য আলিপুরদুয়ার থেকে রক্তের নমুনা সংগ্রহ শুরু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( WHO ) প্রতিনিধি দল ।

WHO - এর এই প্রতিনিধি দলের সঙ্গে ছিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ অ্যাসোসিয়েশনের (ICMR) প্রতিনিধিরা । গত বৃহস্পতিবার থেকে কোরোনা মোকাবিলায় আলিপুরদুয়ারে শুরু হল ইমিউনোগ্লোবিন টেস্ট । উত্তরবঙ্গের 8 টি জেলার মধ্যে আলিপুরদুয়ার থেকেই প্রথম এই টেস্ট করা শুরু হল । (ICMR) ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ অ্যাসোসিয়েশন ও ( WHO ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে এই নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে । আলিপুরদুয়ারের 6 টি ব্লকের 40 টি এলাকা থেকে প্রায় 400 টি রক্তের নমুনা সংগ্রহ করেন ICMR - এর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল । দুই সংস্থার থেকে জানানো হয়েছে সংগ্রহ করা এই 400 রক্তের নমুনা পাঠানো হবে চেন্নাইয়ের ল্যাবরেটরিতে । জেলায় কোরোনার গোষ্টি সংক্রমণ শুরু হয়েছে কি না তা জানা যাবে এই টেষ্টের রিপোর্ট দেখার পর । পরীক্ষার রিপোর্ট হাতে পাবার পরই সতর্ক হবে জেলা স্বাস্থ্যদপ্তর । সেই মতো নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ । দুই সংস্থার থেকেই জানানো হয়েছে, এই ধরনের পরীক্ষাটি দেশের মোট 69 টি জেলায় হয়েছে । রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে 'ইমিউনোগ্লোবিন G' পরীক্ষা করার জন্য । এছাড়া রাজ্যের রেড জ়োন ও অরেঞ্জ জ়োনে থাকা জেলাগুলি থেকেও ওই একই পরীক্ষার জন্য স্থানীয় মানুষদের রক্তের নমুনা সংগ্রহ করেছে ICMR ৷

উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, " ওই পরীক্ষার রিপোর্ট হাতে এলেই জেলার কোরোনা চিত্রের একটা স্পষ্ট মানচিত্র পাওয়া যাবে । কোরোনা মোকাবিলায় স্বাস্থ্যদপ্তর অনেকটাই এগিয়ে থাকবে । "

আলিপুরদুয়ার, 6 জুন : কোল্ড চেইনে COVID ইমিউনোগ্লোবিন G (অ্যান্টিবডি) পরীক্ষার জন্য আলিপুরদুয়ার থেকে রক্তের নমুনা সংগ্রহ শুরু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( WHO ) প্রতিনিধি দল ।

WHO - এর এই প্রতিনিধি দলের সঙ্গে ছিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ অ্যাসোসিয়েশনের (ICMR) প্রতিনিধিরা । গত বৃহস্পতিবার থেকে কোরোনা মোকাবিলায় আলিপুরদুয়ারে শুরু হল ইমিউনোগ্লোবিন টেস্ট । উত্তরবঙ্গের 8 টি জেলার মধ্যে আলিপুরদুয়ার থেকেই প্রথম এই টেস্ট করা শুরু হল । (ICMR) ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ অ্যাসোসিয়েশন ও ( WHO ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে এই নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে । আলিপুরদুয়ারের 6 টি ব্লকের 40 টি এলাকা থেকে প্রায় 400 টি রক্তের নমুনা সংগ্রহ করেন ICMR - এর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল । দুই সংস্থার থেকে জানানো হয়েছে সংগ্রহ করা এই 400 রক্তের নমুনা পাঠানো হবে চেন্নাইয়ের ল্যাবরেটরিতে । জেলায় কোরোনার গোষ্টি সংক্রমণ শুরু হয়েছে কি না তা জানা যাবে এই টেষ্টের রিপোর্ট দেখার পর । পরীক্ষার রিপোর্ট হাতে পাবার পরই সতর্ক হবে জেলা স্বাস্থ্যদপ্তর । সেই মতো নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ । দুই সংস্থার থেকেই জানানো হয়েছে, এই ধরনের পরীক্ষাটি দেশের মোট 69 টি জেলায় হয়েছে । রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে 'ইমিউনোগ্লোবিন G' পরীক্ষা করার জন্য । এছাড়া রাজ্যের রেড জ়োন ও অরেঞ্জ জ়োনে থাকা জেলাগুলি থেকেও ওই একই পরীক্ষার জন্য স্থানীয় মানুষদের রক্তের নমুনা সংগ্রহ করেছে ICMR ৷

উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, " ওই পরীক্ষার রিপোর্ট হাতে এলেই জেলার কোরোনা চিত্রের একটা স্পষ্ট মানচিত্র পাওয়া যাবে । কোরোনা মোকাবিলায় স্বাস্থ্যদপ্তর অনেকটাই এগিয়ে থাকবে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.