ETV Bharat / state

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কালচিনি ব্লক, জলের তলায় চা বাগান - জলের তলায় চা বাগান

আজ সকলে জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন সাঁতালি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মনোজ বরুয়া ও হাসিমারা পঞ্চায়েত সদস্য রমেশ প্রসাদ । প্রধান মনোজ বরুয়া জানান, আজ সবচেয়ে বেশি জলমগ্ন হয়েছে কালচিনি ব্লকের এই অঞ্চল । বিদায়ী বর্ষাতেও এত বেশি এক আগে এই এলাকায় ওঠেনি ।

pic
ছবি
author img

By

Published : Sep 5, 2020, 9:56 PM IST

আলিপুরদুয়া, 5 সেপ্টেম্বর : রাতভর বৃষ্টিতে জলমগ্ন ভারত-ভুটান সীমান্তের কালচিনি ব্লকের হাসিমারার বিস্তীর্ণ এলাকা । এজন্য বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ি করেছে স্থানীয়রা ।

গতকাল ভোররাত থেকে ভারী বৃষ্টি শুরু হয় আলিপুরদুয়ারের একাধিক এলাকায় । কালচিনি ব্লকে আজ সকাল পর্যন্ত বৃষ্টি চলে । ফলে, এলাকার সমস্ত নালা ও ঝোরাগুলি ফুলেফেঁপে উঠেছে এবং পুরাতন হাসিমারার বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । ভার্ণাবাড়ি চা বাগান ও সাঁতালি চা বাগানের কয়েক একর জমি সম্পূর্ণ জলের তলায় ।

আলিপুরদুয়ার সেচ বিভাগ জানিয়েছে, গত 24 ঘণ্টায় হাসিমারায় 125 মিমি বৃষ্টিপাত হয়েছে । বেহাল নিকাশি ব্যবস্থার কারণে এলাকার বাসিন্দাদের প্রতি বর্ষায় জল-যন্ত্রণা পোহাতে হয় । এলাকার বাসিন্দারা জানায়, জল-যন্ত্রণা হাসিমারা ও তার আশপাশের এলাকার নিত‍্য ঘটনা । বৃষ্টি হলেই ভোলা নালার জল এলাকায় প্রবেশ করে । দীর্ঘ প্রায় দশ থেকে বারো বছর ধরে এই সমস্যা তাদের রয়েছে ।

আজ সকালে জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন সাঁতালি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মনোজ বরুয়া ও হাসিমারা পঞ্চায়েত সদস্য রমেশ প্রসাদ । প্রধান মনোজ বরুয়া জানান, আজ সবচেয়ে বেশি জলমগ্ন হয়েছে কালচিনি ব্লকের এই অঞ্চল । বিদায়ী বর্ষাতেও এত বেশি জল এই এলাকায় ওঠেনি ।

সাঁতালি চা বাগানের ম্যানেজার প্রদীপ দাস জানান, বাগানের প্রায় 10 একর জমি জলে ডুবে যায় । ফলে, বাগানের বেশ ক্ষতি হয়েছে । নিকাশি নালা সংস্কার না হলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় ।

আলিপুরদুয়া, 5 সেপ্টেম্বর : রাতভর বৃষ্টিতে জলমগ্ন ভারত-ভুটান সীমান্তের কালচিনি ব্লকের হাসিমারার বিস্তীর্ণ এলাকা । এজন্য বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ি করেছে স্থানীয়রা ।

গতকাল ভোররাত থেকে ভারী বৃষ্টি শুরু হয় আলিপুরদুয়ারের একাধিক এলাকায় । কালচিনি ব্লকে আজ সকাল পর্যন্ত বৃষ্টি চলে । ফলে, এলাকার সমস্ত নালা ও ঝোরাগুলি ফুলেফেঁপে উঠেছে এবং পুরাতন হাসিমারার বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । ভার্ণাবাড়ি চা বাগান ও সাঁতালি চা বাগানের কয়েক একর জমি সম্পূর্ণ জলের তলায় ।

আলিপুরদুয়ার সেচ বিভাগ জানিয়েছে, গত 24 ঘণ্টায় হাসিমারায় 125 মিমি বৃষ্টিপাত হয়েছে । বেহাল নিকাশি ব্যবস্থার কারণে এলাকার বাসিন্দাদের প্রতি বর্ষায় জল-যন্ত্রণা পোহাতে হয় । এলাকার বাসিন্দারা জানায়, জল-যন্ত্রণা হাসিমারা ও তার আশপাশের এলাকার নিত‍্য ঘটনা । বৃষ্টি হলেই ভোলা নালার জল এলাকায় প্রবেশ করে । দীর্ঘ প্রায় দশ থেকে বারো বছর ধরে এই সমস্যা তাদের রয়েছে ।

আজ সকালে জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন সাঁতালি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মনোজ বরুয়া ও হাসিমারা পঞ্চায়েত সদস্য রমেশ প্রসাদ । প্রধান মনোজ বরুয়া জানান, আজ সবচেয়ে বেশি জলমগ্ন হয়েছে কালচিনি ব্লকের এই অঞ্চল । বিদায়ী বর্ষাতেও এত বেশি জল এই এলাকায় ওঠেনি ।

সাঁতালি চা বাগানের ম্যানেজার প্রদীপ দাস জানান, বাগানের প্রায় 10 একর জমি জলে ডুবে যায় । ফলে, বাগানের বেশ ক্ষতি হয়েছে । নিকাশি নালা সংস্কার না হলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.