ETV Bharat / state

পালাতে গিয়ে বাধা, গ্রামবাসীদের বাড়িতে আবর্জনা ছুড়লেন কোয়ারানটিনের আবাসিকরা - Corona

কোয়ারানটিন সেন্টার থেকে পালাতে গিয়ে গ্রামবাসীদের বাধা পাওয়ায় তাঁদের বাড়ির লক্ষ্য করে আবর্জনা ছোড়ার অভিযোগ উঠল সেন্টারের আবাসিকদের বিরুদ্ধে । ওই কোয়ারানটিন সেন্টারের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ।

সেন্টার
author img

By

Published : May 31, 2020, 10:28 PM IST

আলিপুরদুয়ার, 31 মে: কোয়ারানটিন সেন্টার থেকে পালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যান কয়েকজন আবাসিক । আর এরপরেই ওই আবাসিকরা সেন্টার সংলগ্ন বাড়িগুলির দিকে আবর্জনা ছোড়েন বলে অভিযোগ । বিষয়টি নিয়ে কোয়ারানটিন সেন্টারের আবাসিক ও গ্রামবাসীদের মধ্যে গন্ডোগোল বেধে যায় । আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের শিশুবাড়ি উচ্চবিদ্যালয়ের কোয়ারানটিন সেন্টারের ঘটনা।

অভিযোগ, গতকাল গভীর রাতে ওই কোয়ারানটিন সেন্টার থেকে পালানোর চেষ্টা করেন পাঁচজন আবাসিক । কিন্তু পালানোর সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যান তাঁরা । ফিরে যান কোয়ারানটিন সেন্টারে । আজ সকালে একই ঘটনার পুনরাবৃত্তি হয় । আবারও পালানোর চেষ্টা করেন তাঁরা । হাতেনাতে তাঁদের ফের ধরে ফেলেন গ্রামবাসীরা । স্থানীয়দের তাড়া খেয়ে পাঁচজন কোয়ারানটিন সেন্টারে ফিরে যান । এরপরেই তাঁরা সেন্টার সংলগ্ন বাড়িগুলিতে আবর্জনা ছোড়েন বলে অভিযোগ । গালিগালাজও করতে থাকেন । ঘটনায় উত্তেজনা ছড়ায় শিশুবাড়ি এলাকায়। ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা বেশ কয়েক ঘণ্টা পথ অবরোধ করেন । অবরোধের জেরে যাতায়াত বন্ধ হয়ে যায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সংলগ্ন শিশুবাড়ি-গোপালপুর সড়কে । ঘটনাস্থানে আসে পুলিশ । মাদারিহাটের BDO শ্যারণ তামাং উপস্থিত হন । তাঁর মধ্যস্থতায় অবরোধ ওঠে।

সরকারি ওই কোয়ারানটিন সেন্টারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা । এলাকার বাসিন্দা গৌতম দাস জানিয়েছেন, "আমার বাড়ি ওই কোয়ারানটিন সেন্টার সংলগ্ন হওয়ায় বেশ কিছুদিন ধরেই অতিষ্ট হয়ে উঠেছি । রাতভর চিৎকার, অশ্লীল ভাষার ব্যবহার তো ছিলই । গতরাতে আমরা ওই আবাসিকদের পালাতে বাধা দেওয়ার পর থেকে অত্যচার চরমে ওঠে ।" BDO জানান, "ঘটনার তদন্ত হচ্ছে । যেসমস্ত আবাসিকরা এই কাজ করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"

আলিপুরদুয়ার, 31 মে: কোয়ারানটিন সেন্টার থেকে পালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যান কয়েকজন আবাসিক । আর এরপরেই ওই আবাসিকরা সেন্টার সংলগ্ন বাড়িগুলির দিকে আবর্জনা ছোড়েন বলে অভিযোগ । বিষয়টি নিয়ে কোয়ারানটিন সেন্টারের আবাসিক ও গ্রামবাসীদের মধ্যে গন্ডোগোল বেধে যায় । আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের শিশুবাড়ি উচ্চবিদ্যালয়ের কোয়ারানটিন সেন্টারের ঘটনা।

অভিযোগ, গতকাল গভীর রাতে ওই কোয়ারানটিন সেন্টার থেকে পালানোর চেষ্টা করেন পাঁচজন আবাসিক । কিন্তু পালানোর সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যান তাঁরা । ফিরে যান কোয়ারানটিন সেন্টারে । আজ সকালে একই ঘটনার পুনরাবৃত্তি হয় । আবারও পালানোর চেষ্টা করেন তাঁরা । হাতেনাতে তাঁদের ফের ধরে ফেলেন গ্রামবাসীরা । স্থানীয়দের তাড়া খেয়ে পাঁচজন কোয়ারানটিন সেন্টারে ফিরে যান । এরপরেই তাঁরা সেন্টার সংলগ্ন বাড়িগুলিতে আবর্জনা ছোড়েন বলে অভিযোগ । গালিগালাজও করতে থাকেন । ঘটনায় উত্তেজনা ছড়ায় শিশুবাড়ি এলাকায়। ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা বেশ কয়েক ঘণ্টা পথ অবরোধ করেন । অবরোধের জেরে যাতায়াত বন্ধ হয়ে যায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সংলগ্ন শিশুবাড়ি-গোপালপুর সড়কে । ঘটনাস্থানে আসে পুলিশ । মাদারিহাটের BDO শ্যারণ তামাং উপস্থিত হন । তাঁর মধ্যস্থতায় অবরোধ ওঠে।

সরকারি ওই কোয়ারানটিন সেন্টারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা । এলাকার বাসিন্দা গৌতম দাস জানিয়েছেন, "আমার বাড়ি ওই কোয়ারানটিন সেন্টার সংলগ্ন হওয়ায় বেশ কিছুদিন ধরেই অতিষ্ট হয়ে উঠেছি । রাতভর চিৎকার, অশ্লীল ভাষার ব্যবহার তো ছিলই । গতরাতে আমরা ওই আবাসিকদের পালাতে বাধা দেওয়ার পর থেকে অত্যচার চরমে ওঠে ।" BDO জানান, "ঘটনার তদন্ত হচ্ছে । যেসমস্ত আবাসিকরা এই কাজ করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.