আলিপুরদুয়ার, 16 মে : বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হল কলকাতায়, আর তার জের পড়ল আলিপুরদুয়ারে । জেলায় এখনও বিদ্যাসাগরের কোনও মূর্তি নেই । এবার তা নির্মাণের পরিকল্পনা নিল আলিপুরদুয়ার জেলা তৃণমূল নেতৃত্ব । সিদ্ধান্ত নেওয়া হয় আলিপুরদুয়ারে বিদ্যাসাগরের একটি বিশাল মূর্তি স্থাপন করা হবে । এক্ষেত্রে পৌরসভা এবং জেলা পরিষদ আর্থিক সহযোগিতা করবে ।
কলকাতার বিদ্যাসাগর কলেজে বর্ণপরিচয়ের স্রষ্টার মূর্তি ভাঙার পরই জেলায় তাঁর মূর্তি স্থাপনে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস । এই বিষয়ে গতকাল জেলা কার্যালয়ে একটি জরুরি বৈঠক করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । সিদ্ধান্ত নেওয়া হয় জেলা সদরে বিদ্যাসাগরের একটি বিশাল মূর্তি স্থাপন করা হবে । এক্ষেত্রে পৌরসভা এবং জেলা পরিষদ আর্থিক সহযোগিতার আশ্বাস দিলেও নির্বাচনী বিধি জারি থাকায় আর্থিক বরাদ্দ ঘোষণা করেনি তৃণমূল । তবে আপাতভাবে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিদ্যাসাগরের মূর্তি বসানো হবে । প্রস্তর মূর্তি বসানোর খরচ কমপক্ষে 30-35 হাজার টাকা তাই সেক্ষেত্রে প্রাথমিক স্কুলগুলোর ফান্ড থেকে কতটা অর্থ বরাদ্দ করা যাবে সে নিয়ে সংশয় রয়েছে ।
গতকালের বৈঠকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রস্তাব রাখেন জেলার প্রতিটি প্রাথমিক এবং উচ্চ-প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিদ্যাসাগরের মূর্তি বসানো হোক । আলিপুরদুয়ার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনুপ চক্রবর্তী জানান, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিদ্যাসাগরের মূর্তি বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে । ভোট মিটে গেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।
প্রসঙ্গত, আলিপুরদুয়ার জেলা সদরের বক্সা ফিডার রোড ধরে 4 কিলোমিটার রাস্তায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, গান্ধিজি-সহ বিভিন্ন মনীষীদের মূর্তি । শহরের অলি-গলিতে কোথাও বিদ্যাসাগরের মূর্তি নেই ।
আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মোহন শর্মা জানান, BJP-র নোংরামি রাজ্যের মানুষ সহ্য করবে না । বিদ্যাসাগরের মতো মনীষীর মূর্তি ভাঙার মতো জঘন্য এক অপরাধ করেছে BJP । তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা সদরে বিদ্যাসাগরের একটি মূর্তি স্থাপন করা হবে ।" যা শুনে বিরোধীরা বলছে, "এতদিনে বোধোদয় হল ।"