ETV Bharat / state

মদের আসরে বিবাদের জেরে জোড়া খুন মাদারিহাটে

author img

By

Published : Feb 10, 2020, 10:12 PM IST

Updated : Feb 10, 2020, 10:35 PM IST

মদের আসরে বিবাদের জেরে জোড়া খুন মাদারিহাটের লঙ্কাপাড়ায় ।মৃত দুই যুবকের নাম বরুণ লামা (27) ধীরাজ লোহার (29) । অন্য এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

two youth killed at madarihat
জোড়া খুন মাদারিহাটে

আলিপুরদুয়ার, 10 ফেব্রুয়ারি : জোড়া খুন মাদারিহাটের লঙ্কাপাড়ায় । মদের আসরে বিবাদের জেরে প্রথমে গুলি, পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দুই যুবককে খুন করল একদল দুষ্কৃতী । অন্য এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, মৃত দুই যুবকের নাম বরুণ লামা (27) ও ধীরাজ লোহার (29) । আহত যুবকের নাম প্রাণেশ্বর লামা । পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনায় দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে । ঘটনার তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ । আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি । পুলিশ আগ্নেয়াস্ত্রের খোঁজ শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে 11 টা নাগাদ একটি মদের আসরে ঠিকাদারি কাজের ভাগবাঁটোয়ারা নিয়ে দুই পক্ষের বিবাদ শুরু হয় । এক সময় বিবাদ চরমে ওঠে । এরপরই বিরোধীপক্ষ এই তিনজনের উপর চড়াও হয় । প্রথমে রিভলবার দিয়ে গুলি করা হয় । এরপর ধারালো অস্ত্র দিয়ে তিনজনকেই এলোপাথাড়ি কোপানো হয় । ঘটনাস্থানেই বরুণ এবং ধীরাজের মৃত্যু হয় । অন্য যুবক প্রাণেশ্বরকে হাসপাতালে ভরতি করা হয় ।

স্থানীয়রা মাদারিহাট থানায় খবর দেয় । পরে পুলিশ গিয়ে সেখান থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ৷ প্রাণেশ্বরকে প্রথমে মাদারিহাট স্বাস্থ্যকেন্দ্রে পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ।


2018 সালের 20 ডিসেম্বর মাদারিহাটের লঙ্কাপাড়াতেই মদের আসরে ঠিকাদারি কাজের পাওনাগণ্ডা নিয়ে দুই পক্ষের গন্ডগোল বাধে । সেই ঘটনাতেও গুলি চালিয়ে নিরঞ্জন রাই এবং জ্যাঠা ছেত্রী নামে দুই যুবককে গুলি করে হত্যা করা হয় । ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে । বর্তমানে সেই চার অভিযুক্ত আলিপুরদুয়ার সংশোধনাগারে রয়েছে।

আলিপুরদুয়ার, 10 ফেব্রুয়ারি : জোড়া খুন মাদারিহাটের লঙ্কাপাড়ায় । মদের আসরে বিবাদের জেরে প্রথমে গুলি, পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দুই যুবককে খুন করল একদল দুষ্কৃতী । অন্য এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, মৃত দুই যুবকের নাম বরুণ লামা (27) ও ধীরাজ লোহার (29) । আহত যুবকের নাম প্রাণেশ্বর লামা । পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনায় দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে । ঘটনার তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ । আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি । পুলিশ আগ্নেয়াস্ত্রের খোঁজ শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে 11 টা নাগাদ একটি মদের আসরে ঠিকাদারি কাজের ভাগবাঁটোয়ারা নিয়ে দুই পক্ষের বিবাদ শুরু হয় । এক সময় বিবাদ চরমে ওঠে । এরপরই বিরোধীপক্ষ এই তিনজনের উপর চড়াও হয় । প্রথমে রিভলবার দিয়ে গুলি করা হয় । এরপর ধারালো অস্ত্র দিয়ে তিনজনকেই এলোপাথাড়ি কোপানো হয় । ঘটনাস্থানেই বরুণ এবং ধীরাজের মৃত্যু হয় । অন্য যুবক প্রাণেশ্বরকে হাসপাতালে ভরতি করা হয় ।

স্থানীয়রা মাদারিহাট থানায় খবর দেয় । পরে পুলিশ গিয়ে সেখান থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ৷ প্রাণেশ্বরকে প্রথমে মাদারিহাট স্বাস্থ্যকেন্দ্রে পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ।


2018 সালের 20 ডিসেম্বর মাদারিহাটের লঙ্কাপাড়াতেই মদের আসরে ঠিকাদারি কাজের পাওনাগণ্ডা নিয়ে দুই পক্ষের গন্ডগোল বাধে । সেই ঘটনাতেও গুলি চালিয়ে নিরঞ্জন রাই এবং জ্যাঠা ছেত্রী নামে দুই যুবককে গুলি করে হত্যা করা হয় । ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে । বর্তমানে সেই চার অভিযুক্ত আলিপুরদুয়ার সংশোধনাগারে রয়েছে।

Intro:আলিপুরদুয়ার:-মাত্র এক বছর দুই মাসের ব্যাবধানে ফের জোড়া খুন মাদারিহাটের লঙ্কাপাড়ায়। মদের আসরে বিবাদের জেরে প্রথমে গুলি পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দুই যুবককে খুন করলো একদল দুষ্কৃতি।অপর আরেক যুবককে আশংকা জনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।


Body:আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান মৃত দুই যুবকের নাম বরুন লামা (২৭) ধীরাজ লোহার (২৯)।আহত যুবকের নাম প্রাণেশ্বর লামা।পুলিশ সুপার জানিয়েছেন ঘটনায় দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।ঘটনার তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাত সাড়ে ১১ টা নাগাদ একটি মদের আসরে ঠিকাদারি কাজের ভাগবাটোয়ারা নিয়ে দুই পক্ষের বিবাদ শুরু হয়। এক সময় বিবাদ চরমে ওঠে। এর পরই বিরোধিপক্ষ এই তিনজনের ওপর চড়াও হয়। প্রথমে রিভালবার দিয়ে গুলি করা হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তিনজনকেই এলোপাথাড়ি কোপানো হয়।ঘটনাস্থলেই বরুন এবং ধীরাজের মৃত্যু হয়। তবে প্রাণেশ্বর বেচে যায়।স্থানীয়রা মাদারিহাটের থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে এবং প্রাণেশ্বরকে প্রথমে মাদারিহাট স্বাস্থ্যকেন্দ্রে প্পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
২০১৮ সালের ২০ ডিসেম্বর মাদারিহাটের লঙ্কাপাড়াতেই মদের আসরে ঠিকাদারি কাজের পাওনাগণ্ডা নিয়ে দুই পক্ষের গন্ডগোল বাধে। সেই ঘটনাতেও গুলি চালিয়ে নিরঞ্জন রাই এবং জ্যাঠা ছেত্রী নামের দুই যুবককে গুলি করে হত্যা করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চার জনকে গ্রেপ্তার করে। বর্তমানে সেই চার অভিযুক্ত আলিপুরদুয়ার সংশোধনাগারে বিচার ব্যাবস্থার অধিনে রয়েছে।


Conclusion:জেলা পুলিশ সুপার জানান আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। পুলিশ আগ্নেয়াস্ত্রের খোজ শুরু করেছে।
Last Updated : Feb 10, 2020, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.