ETV Bharat / state

পাচার হচ্ছিল বিরল প্রজাতির প্যাঙ্গোলিন, ধৃত দুই

আলিপুরদুয়ারে বিরল প্রজাতির প্যাঙ্গোলিন সহ গ্রেপ্তার দুই ব্যক্তি ৷ বনদপ্তরের অনুমান, চিন বা ভিয়েতনামে প্যাঙ্গোলিনটিকে পাচারের ছক কষেছিল ধৃতরা ৷

Alipurduar
বিরল প্রজাতির প্যাঙ্গোলিন
author img

By

Published : Dec 31, 2019, 11:43 PM IST

আলিপুরদুয়ার, 31 ডিসেম্বর : ভুটান সীমান্ত হয়ে ভিন দেশে পাচারের ছক কষা হয়েছিল ৷ কিন্তু তার আগেই বিরল প্রজাতির প্যাঙ্গোলিন সহ বনবিভাগের হাতে দুই পাচারকারী ৷ কোদালবস্তি রেঞ্জের বন আধিকারিকরা গতরাতে সোনাপুরের মথুরা চা বাগানের জয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করে ওই দুই ব্যক্তিকে ৷ প্রাথমিকভাবে বনদপ্তরের অনুমান, চিন বা ভিয়েতনামে পাচার করার চেষ্টা করা হচ্ছিল প্যাঙ্গোলিনকে ৷

ভিডিয়োয় দেখুন কী বলছেন বন দপ্তরের আধিকারিক

সূত্র মারফত খবর পেয়ে আগে থেকেই প্রস্তুত ছিল কোদালবস্তি রেঞ্জের বন আধিকারিকরা ৷ ধৃতদের মধ্যে আলাউদ্দিন আলি শামুকতলার বাসিন্দা ও অপর জন মিরাজ রহমান তুফানগঞ্জের বাসিন্দা । জেরায় অভিযুক্তরা জানিয়েছে, অসমের ধুবরি জেলার গৌরিপুর থেকে প্যাঙ্গোলিনটিকে দু'দিন আগে কোচবিহারের মারুগঞ্জে নিয়ে এসেছিল । সেখান থেকে গতকাল আলিপুরদুয়ারের সোনাপুর হয়ে ভুটান করিডোর দিয়ে ভিন দেশের পাচার করার কথা ছিল ৷

কোদালবস্তি রেঞ্জের আধিকারিক ধীরাজ কামি জানিয়েছেন, গত ছয় মাসে ভুটান করিডোর দিয়ে ভিন দেশে পাচারের আগে তিনটি প্যাঙ্গোলিন সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

আলিপুরদুয়ার, 31 ডিসেম্বর : ভুটান সীমান্ত হয়ে ভিন দেশে পাচারের ছক কষা হয়েছিল ৷ কিন্তু তার আগেই বিরল প্রজাতির প্যাঙ্গোলিন সহ বনবিভাগের হাতে দুই পাচারকারী ৷ কোদালবস্তি রেঞ্জের বন আধিকারিকরা গতরাতে সোনাপুরের মথুরা চা বাগানের জয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করে ওই দুই ব্যক্তিকে ৷ প্রাথমিকভাবে বনদপ্তরের অনুমান, চিন বা ভিয়েতনামে পাচার করার চেষ্টা করা হচ্ছিল প্যাঙ্গোলিনকে ৷

ভিডিয়োয় দেখুন কী বলছেন বন দপ্তরের আধিকারিক

সূত্র মারফত খবর পেয়ে আগে থেকেই প্রস্তুত ছিল কোদালবস্তি রেঞ্জের বন আধিকারিকরা ৷ ধৃতদের মধ্যে আলাউদ্দিন আলি শামুকতলার বাসিন্দা ও অপর জন মিরাজ রহমান তুফানগঞ্জের বাসিন্দা । জেরায় অভিযুক্তরা জানিয়েছে, অসমের ধুবরি জেলার গৌরিপুর থেকে প্যাঙ্গোলিনটিকে দু'দিন আগে কোচবিহারের মারুগঞ্জে নিয়ে এসেছিল । সেখান থেকে গতকাল আলিপুরদুয়ারের সোনাপুর হয়ে ভুটান করিডোর দিয়ে ভিন দেশের পাচার করার কথা ছিল ৷

কোদালবস্তি রেঞ্জের আধিকারিক ধীরাজ কামি জানিয়েছেন, গত ছয় মাসে ভুটান করিডোর দিয়ে ভিন দেশে পাচারের আগে তিনটি প্যাঙ্গোলিন সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

Intro:আলিপুরদুয়ার:-ভুটান হয়ে চিন এবং ভিয়েতনামে পাচারের আগেই কোদালবস্তি রেঞ্জের তৎপরতায় ধরা পড়লো একটি বিরল প্রজাতির প্যাঙ্গোলিন।


Body:ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে বনদফতর। কোদালবস্তি রেঞ্জের রেঞ্জার ধীরাজ কামি জানিয়েছেন ধৃত দুই অভিযুক্তের নাম আলাউদ্দিন আলি শামুকতলার বাসিন্দা অপরজন মিরাজ রহমান তুফানগঞ্জের বাসিন্দা।
ধীরাজ কামি জানান গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে সোনাপুরের মথুরা চা বাগানের জয়নগর এলাকা থেকে প্যাঙ্গোলিন সহ দুই বন্যপ্রাণী পাচারকারিকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্তরা বনদফরের জেরায় জানিয়েছে তারা আসমের ধুবরি জেলার গৌরিপুর থেকে প্যাঙ্গোলিনটিকে দুদিন আগে কোচবিহারের মারুগঞ্জে নিয়ে এসেছিলো। সেখান থেকে সোমবার আলিপুরদুয়ারের সোনাপুর হয়ে ভুটান করিডোর দিয়ে চিন কিংবা ভিয়েতনামে নিয়ে পাচার করার কথা ছিলো।রেঞ্জার জানিয়েছেন ভুটান দিয়ে খুব সহজেই চিন, ভিয়েতনামে পৌঁছানো যায়। সে কারনেই বন্যপ্রান পাচারকারীরা ভুটানকে তাদের পাচারের কড়িডোর হিসেবে ব্যাবহার করছে।
গত ছয়মাসে ভূটান কড়িডোর দিয়ে চিন, ভিয়েতনামে পাচারের আগে তিনটি প্যাঙ্গোলিন সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করেছে বন দফতর।


Conclusion:ধীরাজ কামি জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রান আইনে মামলা দায়ের করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.