আলিপুরদুয়ার, 12 এপ্রিল : লকডাউন ভেঙে 88 জন শ্রমিককে নিয়ে অসমের গুয়াহাটি থেকে রাজস্থানে যাওয়ার পথে আটক 22 চাকার একটি লরি । ওই লরির চালককে আটক করেছে ফালাকাটা থানার পুলিশ ।
অসমের গুয়াহাটি থেকে ওই লরিটি রাজস্থান যাচ্ছিল । লরির চালক আচমকাই অসুস্থ হয়ে পড়ে এশিয়ান হাইওয়েতে এক জায়গায় লরিটিকে দাঁড় করান । তখনই দেখা যায়, ওই লরির ভিতরে বসে রয়েছেন শ্রমিকরা । লরির ভেতর থেকে উদ্ধার করা হয় 88 জন শ্রমিককে । কিন্তু সুদূর গুয়াহাটি থেকে পুলিশের নজর এড়িয়ে ওই লরি কীভাবে প্রায় 450 কিলোমিটার পথ পেরিয়ে এত মানুষকে নিয়ে এল তা নিয়েই উঠছে প্রশ্ন ।
স্থানীয় বাসিন্দা রবি চন্দ্র দাস বলেন, "আজ সকালে আচমকাই বাড়ির সামনে একটি লরি দাঁড়িয়ে পড়ে । দেখি চালক অসুস্থ হয়ে কাতরাচ্ছেন । সহ চালক তাঁকে সুস্থ করার চেষ্টা করছেন । এরপর বাড়ির ছাদ থেকে দেখি ওই লরির ভিতর ঘেঁষাঘেঁষি করে প্রচুর মানুষ বসে আছেন । এই দৃশ্য দেখেই সন্দেহ হয় । ফালাকাটা থানায় খবর দিই । পুলিশ এসে গাড়িটিকে আটক করে ।" আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, ওই 88 জন কীভাবে গুয়াহাটি থেকে এল তা খতিয়ে দেখা হচ্ছে । চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ।