আলিপুরদুয়ার , 1 জানুয়ারি : কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত 25 ৷ বঙ্গেও মিলেছে সেই যোগ ৷ এরকম অবস্থায় লন্ডন ফেরৎ রাজ্যের তিন সদস্যের ডুয়ার্স ঘুরতে আসাকে কেন্দ্র করে দানা বাঁধল উদ্বেগ ৷ উদ্বেগ যাতে বাস্তবায়িত না হয়, সে জন্য ওই তিন জনকে রাখা হয়েছে আইসোলেশনে ৷
বুধবার হুগলি থেকে বক্সা ঘুরতে আসেন আট পর্যটকের একটি দল ৷ সঙ্গে ছিলেন লন্ডন থেকে আসা 3 জন ৷ এঁদের সবাইকেই রাখা হয়েছে আইসোলেশনে ৷ গত 20 তারিখ লন্ডন থেকে ফেরেন ২২২ জন ৷ যার মধ্যে ছিলেন হুগলির ৩ জন ৷ এই 3 সদস্যের সঙ্গে বক্সা ঘুরতে আসেন আরও ৫ জন ৷ লন্ডন ফেরৎ বিমানের এক বঙ্গ যুবকের দেহে কোরোনার নতুন স্ট্রেন ধরা পড়ায় কোনও ফাঁক রাখতে নারাজ হুগলি ও আলিপুরদুয়ার স্বাস্থ্য দপ্তর ৷ পর্যটকদের রাখা হয়েছে আলিপুরদুয়ার সরকারি বাংলোতে ৷ ইতিমধ্যেই তাদের কোরোনা পরীক্ষা করা হয়েছে ৷ রিপোর্ট নেগেটিভ হলে তবেই তাদের পর্যটনে দেওয়া হবে ছাড়পত্র ৷ ততদিন পর্যন্ত বাংলোর বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর ৷
আরও পড়ুন : জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ফাইজ়ারের ভ্যাকসিনকে ছাড়পত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার
আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন, 'কোরোনার রিপোর্ট নেগেটিভ না আসলে, পর্যটকদের ঘুরতে দেওয়ার ছাড়পত্র দেওয়া যাবে না ৷'