ETV Bharat / state

"অভিযুক্তরা ছাড়া পাবে না", আলিপুরদুয়ারে ধর্ষিত নাবালিকার পরিবারকে আশ্বাস মন্ত্রীর - physically harassed and murdered a girl in Alipurduar

পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, "আমরা তীব্রভাবে এই ঘটনার নিন্দা করছি ৷ পুলিশ প্রশাসন সঠিক পথে তদন্ত করছে ৷ মূল অপরাধী গ্রেপ্তার হবেই ৷ আইন অনুযায়ী বিচার হবে ৷ উপযুক্ত শাস্তি পাবে ৷"

গৌতম দেব
author img

By

Published : Oct 13, 2019, 12:09 PM IST

আলিপুরদুয়ার, 13 অক্টোবর : ফালাকাটায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পাঁচদিন পর রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যটন মন্ত্রী গৌতম দেব যান পরিবারের সঙ্গে দেখা করতে ৷ বলেন, অভিযুক্তদের কাউকে রেয়াত করা হবে না ৷

আরও পড়ুন : আলিপুরদুয়ারে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি

গৌতমবাবু বলেন, "আমরা তীব্রভাবে এই ঘটনার নিন্দা করছি ৷ পুলিশ প্রশাসন সঠিক পথে তদন্ত করছে ৷ মূল অপরাধী গ্রেপ্তার হবেই ৷ আইন অনুযায়ী বিচার হবে ৷ উপযুক্ত শাস্তি পাবে ৷" তিনি আরও বলেন, "আলিপুরদুয়ারের SP-র সঙ্গে কথা হয়েছে ৷ তাঁকে বিষয়টি নিয়ে বলেছি ৷ ওঁরা খুব খুঁটিয়ে তদন্ত করছে ৷ একজন গ্রেপ্তার হয়েছে ৷ তিনজনের নামে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ আলিপুরদুয়ারের SP জানিয়েছেন, যারা দোষী তাদের গ্রেপ্তার করা হবে ৷ " মন্ত্রীর উপস্থিতিতে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও চরমতম শাস্তির দাবিতে সরব হন স্থানীয়রা ৷ গৌতমবাবু আশ্বাস দিয়ে বলেন, "তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব কিছু খুলে বলা সম্ভব না । তদন্তে প্রভাব পড়তে পারে । আরেকটু ধৈর্য ধরুন ৷ অপরাধীরা দ্রুত ধরা পড়বে ।"

আরও পড়ুন : নবমীতে নাচের প্রতিযোগিতা থেকে উধাও, ধর্ষণ করে খুন নাবালিকাকে

নবমীর রাতে বাড়ির পাশেই সরুগ্রাম এলাকায় পুজো মণ্ডপে নাচের প্রতিযোগিতায় অংশ নিতে গেছিল ওই নাবালিকা । মণ্ডপের নাচের আসর থেকে উধাও হয়ে যায় ৷ শুরু হয় খোঁজ ৷ দশমীর সকালে পুজো মণ্ডপ থেকে মাত্র 500 মিটার দূরে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় ফালাকাটার জটেশ্বর ফাঁড়িতে । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে । ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

11 অক্টোবর আক্রান্তের বাড়ি গেছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী ও ধুপগুড়ির তৃণমূল বিধায়ক মিতালি রায় ৷ গেছিলেন CPI(M) নেতা মহম্মদ সেলিমও ৷

আলিপুরদুয়ার, 13 অক্টোবর : ফালাকাটায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পাঁচদিন পর রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যটন মন্ত্রী গৌতম দেব যান পরিবারের সঙ্গে দেখা করতে ৷ বলেন, অভিযুক্তদের কাউকে রেয়াত করা হবে না ৷

আরও পড়ুন : আলিপুরদুয়ারে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি

গৌতমবাবু বলেন, "আমরা তীব্রভাবে এই ঘটনার নিন্দা করছি ৷ পুলিশ প্রশাসন সঠিক পথে তদন্ত করছে ৷ মূল অপরাধী গ্রেপ্তার হবেই ৷ আইন অনুযায়ী বিচার হবে ৷ উপযুক্ত শাস্তি পাবে ৷" তিনি আরও বলেন, "আলিপুরদুয়ারের SP-র সঙ্গে কথা হয়েছে ৷ তাঁকে বিষয়টি নিয়ে বলেছি ৷ ওঁরা খুব খুঁটিয়ে তদন্ত করছে ৷ একজন গ্রেপ্তার হয়েছে ৷ তিনজনের নামে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ আলিপুরদুয়ারের SP জানিয়েছেন, যারা দোষী তাদের গ্রেপ্তার করা হবে ৷ " মন্ত্রীর উপস্থিতিতে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও চরমতম শাস্তির দাবিতে সরব হন স্থানীয়রা ৷ গৌতমবাবু আশ্বাস দিয়ে বলেন, "তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব কিছু খুলে বলা সম্ভব না । তদন্তে প্রভাব পড়তে পারে । আরেকটু ধৈর্য ধরুন ৷ অপরাধীরা দ্রুত ধরা পড়বে ।"

আরও পড়ুন : নবমীতে নাচের প্রতিযোগিতা থেকে উধাও, ধর্ষণ করে খুন নাবালিকাকে

নবমীর রাতে বাড়ির পাশেই সরুগ্রাম এলাকায় পুজো মণ্ডপে নাচের প্রতিযোগিতায় অংশ নিতে গেছিল ওই নাবালিকা । মণ্ডপের নাচের আসর থেকে উধাও হয়ে যায় ৷ শুরু হয় খোঁজ ৷ দশমীর সকালে পুজো মণ্ডপ থেকে মাত্র 500 মিটার দূরে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় ফালাকাটার জটেশ্বর ফাঁড়িতে । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে । ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

11 অক্টোবর আক্রান্তের বাড়ি গেছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী ও ধুপগুড়ির তৃণমূল বিধায়ক মিতালি রায় ৷ গেছিলেন CPI(M) নেতা মহম্মদ সেলিমও ৷

Intro:আলিপুরদুয়ার:-ফালাকাটার নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রায় সাত দিন পর রাজ্যে সরকারের প্রতিনিধি এলেন নাবালিকার বাড়িতে ।


Body:শনিবার নাবালিকার বাড়িতে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে প্রায় এক কিলোমিটার ধানক্ষেত ,কাদা রাস্তা পেরিয়ে নাবালিকার বাড়ি পৌঁছালেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব ।এদিন সন্ধ্যা পাঁচটা নাগাদ মন্ত্রী গৌতম দেব এলাকায় ঢুকতেই গ্রামের হাজার হাজার মানুষ ভীড় জমায় নাবালিকার বাড়িতে ।মন্ত্রী গৌতম দেবের সাথে এদিন মৃত নাবালিকার বাড়িতে আসেন জেলা সভাপতি মৃদুল গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব । এদিন মন্ত্রী গৌতম দেব নাবালিকার বাবাকে সান্তনা দিয়ে বলেন সরকার আপনাদের সাথে আছে ।আপনাদের মেয়ের খুনিদের সাজা কেউ আটকাতে পারবে না ।পুলিশ অপরাধীদের ধরা শুধু সময়ের অপেক্ষা ।আপনারা বিচার অবশ্যই পাবেন ।দোষীরা কেউ রেহাই পাবে না । মন্ত্রীর উপস্থিতিতেই অভিজুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং চরম তম শাস্তির দাবিতে ফের সরব হলেন ফালাকাটা ধানিরামপুরের সরুগাও এর কয়েক হাজার বাসিন্দা । এদিন মন্ত্রী জনসাধারণের সামনে বলেন আজ দুপুরেই আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারের সাথে এই বিষয়ে তার দীর্ঘক্ষণ কথা হয়েছে ।তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব কিছু খুলে বলা সম্ভব না ।তবে তদন্তে প্রভাব পরতে পারে । আলিপুরদুয়ারের মানুষ আরেকটু ধৈর্য্য ধরুন ।অপরাধীরা দ্রুত ধরা পড়বে ।


Conclusion:এ ধরণের নারকীয় ঘটনার সাথে যারাই যুক্ত থাকুক তারা আইনের চরমতম শাস্তিই পাবে ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.