আলিপুরদুয়ার, 13 অক্টোবর : ফালাকাটায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পাঁচদিন পর রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যটন মন্ত্রী গৌতম দেব যান পরিবারের সঙ্গে দেখা করতে ৷ বলেন, অভিযুক্তদের কাউকে রেয়াত করা হবে না ৷
আরও পড়ুন : আলিপুরদুয়ারে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি
গৌতমবাবু বলেন, "আমরা তীব্রভাবে এই ঘটনার নিন্দা করছি ৷ পুলিশ প্রশাসন সঠিক পথে তদন্ত করছে ৷ মূল অপরাধী গ্রেপ্তার হবেই ৷ আইন অনুযায়ী বিচার হবে ৷ উপযুক্ত শাস্তি পাবে ৷" তিনি আরও বলেন, "আলিপুরদুয়ারের SP-র সঙ্গে কথা হয়েছে ৷ তাঁকে বিষয়টি নিয়ে বলেছি ৷ ওঁরা খুব খুঁটিয়ে তদন্ত করছে ৷ একজন গ্রেপ্তার হয়েছে ৷ তিনজনের নামে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ আলিপুরদুয়ারের SP জানিয়েছেন, যারা দোষী তাদের গ্রেপ্তার করা হবে ৷ " মন্ত্রীর উপস্থিতিতে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও চরমতম শাস্তির দাবিতে সরব হন স্থানীয়রা ৷ গৌতমবাবু আশ্বাস দিয়ে বলেন, "তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব কিছু খুলে বলা সম্ভব না । তদন্তে প্রভাব পড়তে পারে । আরেকটু ধৈর্য ধরুন ৷ অপরাধীরা দ্রুত ধরা পড়বে ।"
আরও পড়ুন : নবমীতে নাচের প্রতিযোগিতা থেকে উধাও, ধর্ষণ করে খুন নাবালিকাকে
নবমীর রাতে বাড়ির পাশেই সরুগ্রাম এলাকায় পুজো মণ্ডপে নাচের প্রতিযোগিতায় অংশ নিতে গেছিল ওই নাবালিকা । মণ্ডপের নাচের আসর থেকে উধাও হয়ে যায় ৷ শুরু হয় খোঁজ ৷ দশমীর সকালে পুজো মণ্ডপ থেকে মাত্র 500 মিটার দূরে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় ফালাকাটার জটেশ্বর ফাঁড়িতে । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে । ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷
11 অক্টোবর আক্রান্তের বাড়ি গেছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী ও ধুপগুড়ির তৃণমূল বিধায়ক মিতালি রায় ৷ গেছিলেন CPI(M) নেতা মহম্মদ সেলিমও ৷