আলিপুরদুয়ার, 27 জুন : 2021 সালের বিধানসভা এবং ফালাকাটা উপনির্বাচনের আগে দলে শুদ্ধিকরণ শুরু করে দিল জেলা তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যে স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগে ব্লক স্তরের চার নেতাকে শোকজ় লেটার ধরিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস । এই বিষয়ে অবশ্য সংবাদ মাধ্যেমে কোনও মন্তব্য করেননি দলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী ।
মৃদুলবাবুর সাফ কথা, “দলের অন্দরের বিষয় সংবাদ মাধ্যেমকে কেন জানাব ?” তবে তৃণমূল সূত্রে খবর, কুমারগ্রাম ব্লকের দুই নেতা এবং ফালাকাটার দুই নেতাকে শোকজ় করা হয়েছে । কয়েকদিনের মধ্যে ফালাকাটায় উপনির্বাচন হতে পারে । তাই ফালাকাটা উপনির্বাচনকে সামনে রেখে দলে শুদ্ধিকরণ চাইছে জেলা তৃণমূল নেতৃত্ব ।
ফালাকাটা উপনির্বাচনকে সামনে রেখে গতকাল ফালাকাটায় দলীয় সভা করেন দলের পর্যবেক্ষক তথা মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় । তিনি দলীয় নেতাদের স্পষ্ট বার্তা দেন, “দলের অন্দরে থেকে দলকে ভাঙিয়ে যারা ঠিকাদারি করছেন । সিন্ডিকেট রাজ কায়েম করেছেন । তাঁঁদের দল থেকে সরে দাড়ানোর আবেদন করছি । না হলে আপনাদের দল থেকে ছেঁঁটে ফেলা হবে ।”
মন্ত্রীর হুঁঁশিয়ারির পর নড়েচড়ে বসে জেলা তৃণমূল কংগ্রেস । রাতারাতি চার ব্লক নেতাকে চিহ্নিত করে দলের তরফে শোকজ় চিঠি হাতে ধরানো হয় । তবে ব্লকের কোন নেতাদের শোকজ় করা হচ্ছে তা নিয়ে মুখ খোলেননি জেলার কোনও নেতা ।