কলকাতা, 16 জানুয়ারি : কোরোনার টিকা নেওয়ার প্রথমদিনই বিপত্তি ঘটল পশ্চিমবঙ্গে৷ কোরোনার টিকা প্রাপকদের তালিকায় নাম মিলল আলিপুরদুয়রের বিধায়ক তৃণমূলের সৌরভ চক্রবর্তীর৷ প্রথম দফায় কোরোনার টিকা পাওয়ার কথা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের৷ কিন্তু সেখানে কীভাবে একজন জনপ্রতিনিধির নাম এল, তা নিয়েই হইচই পড়ে যায়৷ শুরু হয় বিতর্ক৷ তবে সৌরভ অবশ্য জানিয়েছেন, আপতত তিনি টিকা নিচ্ছেন না৷ যদিও সমালোচনায় সরব হয়েছে বিজেপি৷
মূলত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মতো সামনের সারিতে থাকা কোরোনা যোদ্ধাদেরই অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে৷ সব জেলার মতো আলিপুরদুয়ারের একই নিয়মে টিকাকরণ হচ্ছে। ইতিমধ্যেই 10 হাজার 800 জন স্বাস্থ্যকর্মীদের তালিকা তৈরি করে পাঠায় রাজ্য স্বাস্থ্য দফতর৷ সেই তালিকা মেনেই প্রথম দিনে মোট 75 জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হচ্ছে৷ প্রথম দফায় যে স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন নেবেন তারও একটি তালিকা তৈরি হয়। সেই তালিকাতেই এক নম্বরে রয়েছে সৌরভ চক্রবর্তীর নাম৷ তালিকায় বিধায়কের পাশাপাশি সৌরভকে মেডিক্যাল অফিসার হিসেবেও উল্লেখ করা হয়েছে৷
এই তালিকা সামনে আসতেই শুরু হয় বিতর্ক৷ অনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি৷ আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল বলেন, ‘‘কেন্দ্রীয় স্বাস্থ্যবিধির নিয়ম ভেঙে বিধায়ককে প্রথমে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রথমে ফ্রন্টলাইনে থেকে লড়াই করা কোরোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার কথা। এটা এক ধরনের তুঘলকি কাণ্ড। এটা মানা যায় না।’’
যদিও শুক্রবার রাতেই সৌরভ চক্রবর্তী জানিয়ে দেন যে তিনি আপাতত টিকা নিচ্ছেন না৷ কীভাবে তাঁর নাম তালিকায় এল, সে বিষয়েও তিনি কিছু জানেন না। তাঁর সাফ বক্তব্য, আগে করোনা যোদ্ধা এবং সাধারণ মানুষ এই ভ্যাকসিন নেবেন, তারপরই তিনি ভ্যাকসিন নেবেন। শনিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তিনি উপস্থিত থাকলেও তিনি ভ্যাকসিন নেননি।
আরও পড়ুন : নিশ্চিন্তে টিকা নিন, ভয়ের কোন কারণ নেই ; বললেন চিকিৎসকরা
তবে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার ড. চিন্ময় বর্মন বলেন, ‘‘আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে বিধায়ক সৌরভ চক্রবর্তীর নাম টিকা দেওয়ার তালিকায় উঠেছে।’’ স্বাস্থ্য দপ্তরের দেওয়া নির্দেশিকা অনুযায়ী ওই নাম তালিকায় রাখা হয়েছে।