ETV Bharat / state

Fraud Case : প্রতারণায় টাকায় ভোটে জিতেছেন বিজেপি বিধায়ক, অভিযোগ পরাজিত তৃণমূল প্রার্থীর - সৌরভ চক্রবর্তী

প্রতারণায় টাকায় ভোটে জিতেছেন বিজেপি বিধায়ক ৷ আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন ওই আসনেই পরাজিত প্রার্থী তথা তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী ৷ তাঁর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সুমন ৷

TMC leader Sourav Chakraborty targets BJP MLA of Alipurduar Suman Kanjilal in Fraud Case
Fraud Case : প্রতারণায় টাকায় ভোটে জিতেছেন বিজেপি বিধায়ক, অভিযোগ পরাজিত তৃণমূল প্রার্থীর
author img

By

Published : Jul 24, 2021, 3:20 PM IST

Updated : Jul 24, 2021, 5:35 PM IST

আলিপুরদুয়ার, 24 জুলাই : বিজেপি বিধায়কের বিরুদ্ধে প্রতারণায় যুক্ত থাকার অভিযোগ ৷ কাঠগড়ায় আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ৷ এলাকার প্রাক্তন বিধায়ক তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তীর অভিযোগ, প্রতারণার টাকাতেই ভোটে জিতে বিধায়ক হয়েছেন সুমন ৷ তাঁর ঘনিষ্ঠ এক সহযোগীর মাধ্যমে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা তুলেছেন তিনি ৷ সৌরভের এই অভিযোগ এক কথায় খারিজ করে দিয়েছেন সুমন ৷ প্রসঙ্গত, আলিপুরদুয়ারে সুমনের প্রতিদ্বন্দ্বী ছিলেন সৌরভ ৷ একুশের ভোটে হেরে যান তিনি ৷

রাজ্যজুড়ে কার্যত ভুয়ো আমলা, আধিকারিকের মরশুম শুরু হয়েছে ৷ একের পর এক এমন ঘটনায় বেশ খানিকটা কোণঠাসা তৃণমূল শিবির ৷ প্রশ্ন উঠছে, রাজ্য প্রশাসন ও সরকারের ভূমিকা নিয়েও ৷ অন্যদিকে, একাধিক প্রতারকের সঙ্গে নাম জড়িয়েছে গেরুয়া শিবিরেরও ৷ এবার তেমনই এক ঘটনায় নাম জড়াল আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের ৷

আরও পড়ুন : Fake CID : সিআইডি অফিসার সেজে আর্থিক প্রতারণা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের

দিন কয়েক আগে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার আলিপুরদুয়ারের দফতরে হাতে নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে আসেন কয়েক জন যুবক ৷ সেই নিয়োগপত্র দেখে সন্দেহ হয় কর্তৃপক্ষের ৷ যাচাই করে দেখা যায়, নিয়োগপত্রগুলি আদতে ভুয়ো ৷ এই বিষয়ে গত বৃহস্পতিবার আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থার বিভাগীয় ইঞ্জিনিয়র দীপেন খাওয়াস ৷

প্রতারণায় টাকায় ভোটে জিতেছেন বিজেপি বিধায়ক, অভিযোগ পরাজিত তৃণমূল প্রার্থীর

পরবর্তীতে জানা যায়, এই ঘটনায় যিনি জড়িত রয়েছেন, তিনি বিজেপির সমর্থক এবং সুমন কাঞ্জিলালের ঘনিষ্ঠ ৷ সূত্রের খবর, ওই যুবক দীর্ঘদিন সুমন কাঞ্জিলালের দফতরে স্বেচ্ছাশ্রম দিয়ে এসেছেন ৷ অন্যদিকে, তিনিই চাকরির প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা তোলেন বলে অভিযোগ ৷ কিন্তু, শেষমেশ সেই চাকরি আর কেউই পাননি ৷ পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন : সেনায় চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ জওয়ানের বিরুদ্ধে

এদিকে, বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করেন সৌরভ চক্রবর্তী ৷ তিনি বলেন, প্রতারণায় অভিযুক্ত যুবক সুমন কাঞ্জিলালের ঘনিষ্ঠ ৷ এবং তাঁরা প্রতারণা করেই কোটি কোটি টাকা তুলেছেন ৷ আর সেই টাকা ব্যবহার করেই ভোটে জিতে বিধায়ক হয়েছেন সুমন ৷ যদিও এই অভিযোগ এক বাক্যে খারিজ করে দিয়েছেন সুমন কাঞ্জিলাল ৷ তাঁর পাল্টা দাবি, প্রতারণায় অভিযুক্ত যুবককে তিনি চিনলেও ওই যুবকের সঙ্গে কোনও সখ্য নেই তাঁর ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ তাতেই সমস্তটা পরিষ্কার হয়ে যাবে ৷ সুমনের অভিযোগ, ভোটে হেরেই তাঁর নামে ভিত্তিহীন অভিযোগ করছেন সৌরভ ৷

আলিপুরদুয়ার, 24 জুলাই : বিজেপি বিধায়কের বিরুদ্ধে প্রতারণায় যুক্ত থাকার অভিযোগ ৷ কাঠগড়ায় আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ৷ এলাকার প্রাক্তন বিধায়ক তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তীর অভিযোগ, প্রতারণার টাকাতেই ভোটে জিতে বিধায়ক হয়েছেন সুমন ৷ তাঁর ঘনিষ্ঠ এক সহযোগীর মাধ্যমে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা তুলেছেন তিনি ৷ সৌরভের এই অভিযোগ এক কথায় খারিজ করে দিয়েছেন সুমন ৷ প্রসঙ্গত, আলিপুরদুয়ারে সুমনের প্রতিদ্বন্দ্বী ছিলেন সৌরভ ৷ একুশের ভোটে হেরে যান তিনি ৷

রাজ্যজুড়ে কার্যত ভুয়ো আমলা, আধিকারিকের মরশুম শুরু হয়েছে ৷ একের পর এক এমন ঘটনায় বেশ খানিকটা কোণঠাসা তৃণমূল শিবির ৷ প্রশ্ন উঠছে, রাজ্য প্রশাসন ও সরকারের ভূমিকা নিয়েও ৷ অন্যদিকে, একাধিক প্রতারকের সঙ্গে নাম জড়িয়েছে গেরুয়া শিবিরেরও ৷ এবার তেমনই এক ঘটনায় নাম জড়াল আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের ৷

আরও পড়ুন : Fake CID : সিআইডি অফিসার সেজে আর্থিক প্রতারণা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের

দিন কয়েক আগে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার আলিপুরদুয়ারের দফতরে হাতে নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে আসেন কয়েক জন যুবক ৷ সেই নিয়োগপত্র দেখে সন্দেহ হয় কর্তৃপক্ষের ৷ যাচাই করে দেখা যায়, নিয়োগপত্রগুলি আদতে ভুয়ো ৷ এই বিষয়ে গত বৃহস্পতিবার আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থার বিভাগীয় ইঞ্জিনিয়র দীপেন খাওয়াস ৷

প্রতারণায় টাকায় ভোটে জিতেছেন বিজেপি বিধায়ক, অভিযোগ পরাজিত তৃণমূল প্রার্থীর

পরবর্তীতে জানা যায়, এই ঘটনায় যিনি জড়িত রয়েছেন, তিনি বিজেপির সমর্থক এবং সুমন কাঞ্জিলালের ঘনিষ্ঠ ৷ সূত্রের খবর, ওই যুবক দীর্ঘদিন সুমন কাঞ্জিলালের দফতরে স্বেচ্ছাশ্রম দিয়ে এসেছেন ৷ অন্যদিকে, তিনিই চাকরির প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা তোলেন বলে অভিযোগ ৷ কিন্তু, শেষমেশ সেই চাকরি আর কেউই পাননি ৷ পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন : সেনায় চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ জওয়ানের বিরুদ্ধে

এদিকে, বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করেন সৌরভ চক্রবর্তী ৷ তিনি বলেন, প্রতারণায় অভিযুক্ত যুবক সুমন কাঞ্জিলালের ঘনিষ্ঠ ৷ এবং তাঁরা প্রতারণা করেই কোটি কোটি টাকা তুলেছেন ৷ আর সেই টাকা ব্যবহার করেই ভোটে জিতে বিধায়ক হয়েছেন সুমন ৷ যদিও এই অভিযোগ এক বাক্যে খারিজ করে দিয়েছেন সুমন কাঞ্জিলাল ৷ তাঁর পাল্টা দাবি, প্রতারণায় অভিযুক্ত যুবককে তিনি চিনলেও ওই যুবকের সঙ্গে কোনও সখ্য নেই তাঁর ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ তাতেই সমস্তটা পরিষ্কার হয়ে যাবে ৷ সুমনের অভিযোগ, ভোটে হেরেই তাঁর নামে ভিত্তিহীন অভিযোগ করছেন সৌরভ ৷

Last Updated : Jul 24, 2021, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.