ETV Bharat / state

আলিপুরদুয়ারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা - BJP TMC clash

রঙ্গলাল চৌধুরি নামে আর এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় । তাঁর মাথায় গুলি লাগে । প্রথমে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি করা হলেও পরে তাঁকে শিলিগুড়ি রেফার করা হয় । তাঁর অবস্থা এখন আশঙ্কাজনক ।

tmc leader
tmc leader
author img

By

Published : Nov 28, 2019, 11:08 AM IST

আলিপুরদুয়ার, 28 নভেম্বর : আলিপুরদুয়ারের তপসিখাতায় গুলিবিদ্ধ এক তৃণমূল নেতা । নাম রঙ্গলাল চৌধুরি । আর এক তৃণমূল নেতা ও তাঁর স্ত্রীকে লক্ষ্য করেও গুলি চালানো হয় । BJP আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের ।

গতকাল রাতে প্রথমে স্থানীয় তৃণমূল নেতা প্রিয়তোষ অধিকারী ও তাঁর স্ত্রী মাম্পি রায় অধিকারীকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী । তা লক্ষ্যভ্রষ্ট হলে তাঁদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি করা হয় । এর কিছুক্ষণ পর রঙ্গলাল চৌধুরি নামে আর এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় । তাঁর মাথায় গুলি লাগে । প্রথমে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি করা হলেও পরে তাঁকে শিলিগুড়ি রেফার করা হয় । তাঁর অবস্থা এখন আশঙ্কাজনক ।

আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল সভাপতি বাবলু কর বলেন, BJP-র মদতপুষ্ট দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব ।

আলিপুরদুয়ার, 28 নভেম্বর : আলিপুরদুয়ারের তপসিখাতায় গুলিবিদ্ধ এক তৃণমূল নেতা । নাম রঙ্গলাল চৌধুরি । আর এক তৃণমূল নেতা ও তাঁর স্ত্রীকে লক্ষ্য করেও গুলি চালানো হয় । BJP আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের ।

গতকাল রাতে প্রথমে স্থানীয় তৃণমূল নেতা প্রিয়তোষ অধিকারী ও তাঁর স্ত্রী মাম্পি রায় অধিকারীকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী । তা লক্ষ্যভ্রষ্ট হলে তাঁদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি করা হয় । এর কিছুক্ষণ পর রঙ্গলাল চৌধুরি নামে আর এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় । তাঁর মাথায় গুলি লাগে । প্রথমে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি করা হলেও পরে তাঁকে শিলিগুড়ি রেফার করা হয় । তাঁর অবস্থা এখন আশঙ্কাজনক ।

আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল সভাপতি বাবলু কর বলেন, BJP-র মদতপুষ্ট দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব ।

Intro:আলিপুরদুয়ার:-যুব তৃনমুল নেতা তূষার বর্মনকে গুলি করে ক্ষুনের এক বছরের মাথায় ফের এক তৃনমূল নেতাকে গুলি বিদ্ধ করলো এক দল দুষ্কৃতি।

Body:জেলা তৃনমূল নেতৃত্বের অভিযোগ বিজেপির দুষ্কৃতিরা তৃনমূল নেতাকে গুলি করে ক্ষুনের চেষ্টা করেছে। বুধবার রাত দশটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের তপসিখাতায়।
বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের হাতে এলাকায় আক্রান্ত হন তৃণমূলের সদস্য প্রিয়তোষ অধিকারী ও তার স্ত্রী মাম্পি রায় অধিকারী । অভিযোগ বিজেপি আশ্রিত কুক্ষ্যাত দুষ্কৃতী কুসুয়া এবং তার দলবল এলাকার তৃনমূল সদস্য প্রিয়তোষ অধিকারী এবং তার স্ত্রী মাম্পি অধিকারীকে লক্ষ্য করে গুলি চালায়।গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও স্বামী, স্ত্রী দুজনকেই বেধড়ক মারধর করে। বর্তমানে স্বামী স্ত্রী দুজনেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন । এর কিছু পরেই তৃণমূলের আরেক নেতা রঙ্গলাল চৌধুরী নামের এক সদস্যকে মাথায় গুলি করে কুসুয়া এবং তার দলের দুষ্কৃতীরা , আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব সভাপতি বাবলু করের অভিযোগ , বিজেপির মদতপুষ্ঠ দুষ্কৃতীরা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে । আপাতত সংকট জনক অবস্থায় রঙ্গলাল বাবুকে শিলিগুড়ি রেফার করেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ ।

জেলা হাসপাতালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আহতদের দেখতে যান জেলা সভাপতি মৃদুল গোস্বামী । তার বক্তব্য , এই অরাজক পরিস্থিতির জন্য বিজেপি দায়ী । প্রশাসনকে বলব কড়া ব্যবস্থা নিতে ।


Conclusion:আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.