ETV Bharat / state

আলিপুরদুয়ারে নিষেধাজ্ঞা সফল করতে তৎপর পুলিশ প্রশাসন - কার্যত লকডাউন

এদিন আলিপুরদুয়ার শহরে দশটার পর থেকেই দেখা যায় পুলিশের টহলদারি । সময় পেরিয়ে গেলেও বেশ কিছু দোকানপাট খোলা থাকায় তা বন্ধ করতে দেখা যায় পুলিশ প্রশাসনকে । রাস্তায় বেরনো গাড়িগুলিকে আটকে কারণ জানতে চাওয়া হয় পুলিশের তরফে ।

The police administration is strictly impose lockdown in Alipurduar
আলিপুরদুয়ারে কার্যত লকডাউন সফল করতে তৎপর পুলিশ প্রশাসন
author img

By

Published : May 16, 2021, 6:05 PM IST

আলিপুরদুয়ার, 16 মে : আলিপুরদুয়ার জুড়ে রবিবার সকাল থেকেই কার্যত লকডাউন সফল করতে রাস্তায় নামল পুলিশ । গতকালই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যজুড়ে কার্যত লকডাউনের নির্দেশিকা জারি করা হয়েছে । সেই নির্দেশিকাকে মান্যতা দিতেই আজ সকাল থেকেই নজরদারি শুরু করে আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন ।

এদিন আলিপুরদুয়ার শহরে দশটার পর থেকেই দেখা যায় পুলিশের টহলদারি । সময় পেরিয়ে গেলেও বেশকিছু দোকানপাট খোলা থাকায় তা বন্ধ করতে দেখা যায় পুলিশ প্রশাসনকে । রাস্তায় বেরনো গাড়িগুলিকে আটকে কারণ জানতে চাওয়া হয় পুলিশের তরফে । এমনই ছবি ধরা পড়ল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে । কালচিনির হ‍্যামিল্টনগঞ্জ সাপ্তাহিক বাজার, ভুটান সীমান্তের জয়ঁগা বাজার সহ বেশ কিছু এলাকায় সকাল দশটার পরেও দোকান খুলে রেখেছিলেন ব্যবসায়ীরা । পুলিশ এসে ব্যবসায়ীদের বুঝিয়ে সেই সব দোকানপাট বন্ধ করে দেয় ।

আরও পড়ুন : নিয়মভঙ্গ করে খুলে রাখা দোকান বন্ধ করতে রাস্তায় নামলেন ডিএসপি

তবে জেলার অধিকাংশ জায়গায়তেই জনগণকে স্বতঃস্ফূর্তভাবে কার্যত লকডাউন সফল করতে দেখা গিয়েছে । অনেক জায়গাতেই ব্যবসায়ীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই দোকান বন্ধ করে দেন ৷ লকডাউন সফল করতে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ । সাধারণ মানুষ যাঁরা নির্দেশিকা অমান্য করে অকারণে রাস্তায় বেরিয়েছিলেন, তাঁদেরও ফেরত পাঠানো হয় ৷

আলিপুরদুয়ার, 16 মে : আলিপুরদুয়ার জুড়ে রবিবার সকাল থেকেই কার্যত লকডাউন সফল করতে রাস্তায় নামল পুলিশ । গতকালই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যজুড়ে কার্যত লকডাউনের নির্দেশিকা জারি করা হয়েছে । সেই নির্দেশিকাকে মান্যতা দিতেই আজ সকাল থেকেই নজরদারি শুরু করে আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন ।

এদিন আলিপুরদুয়ার শহরে দশটার পর থেকেই দেখা যায় পুলিশের টহলদারি । সময় পেরিয়ে গেলেও বেশকিছু দোকানপাট খোলা থাকায় তা বন্ধ করতে দেখা যায় পুলিশ প্রশাসনকে । রাস্তায় বেরনো গাড়িগুলিকে আটকে কারণ জানতে চাওয়া হয় পুলিশের তরফে । এমনই ছবি ধরা পড়ল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে । কালচিনির হ‍্যামিল্টনগঞ্জ সাপ্তাহিক বাজার, ভুটান সীমান্তের জয়ঁগা বাজার সহ বেশ কিছু এলাকায় সকাল দশটার পরেও দোকান খুলে রেখেছিলেন ব্যবসায়ীরা । পুলিশ এসে ব্যবসায়ীদের বুঝিয়ে সেই সব দোকানপাট বন্ধ করে দেয় ।

আরও পড়ুন : নিয়মভঙ্গ করে খুলে রাখা দোকান বন্ধ করতে রাস্তায় নামলেন ডিএসপি

তবে জেলার অধিকাংশ জায়গায়তেই জনগণকে স্বতঃস্ফূর্তভাবে কার্যত লকডাউন সফল করতে দেখা গিয়েছে । অনেক জায়গাতেই ব্যবসায়ীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই দোকান বন্ধ করে দেন ৷ লকডাউন সফল করতে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ । সাধারণ মানুষ যাঁরা নির্দেশিকা অমান্য করে অকারণে রাস্তায় বেরিয়েছিলেন, তাঁদেরও ফেরত পাঠানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.