ETV Bharat / state

রাস্তা হয়নি, বসেছে উন্নয়ন ফলক ; তৃণমূলের আত্মসাৎ 22 লাখ ! - TMC

রাস্তাকে কেন্দ্র করে উঠছে প্রায় 22 লাখ টাকার আর্থিক তছরুপের অভিযোগ । আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবিশা গ্রাম পঞ্চায়েতের মাঝের ডাবরি বিষ্ণু নগর এলাকার ঘটনা ৷ BJP এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজ না করেই শুধু প্রস্তর ফলক লাগিয়ে পুরো টাকা তুলে নিয়েছে শাসক দলের পঞ্চায়েত প্রধান ।

উন্নয়ন ফলক
author img

By

Published : Jul 26, 2019, 6:52 PM IST

Updated : Jul 26, 2019, 11:03 PM IST

আলিপুরদুয়ার, 26 জুলাই : জলের মধ্যে থেকে মাথা তুলে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে রাস্তার উন্নয়ন ফলক । পাশেই বয়ে যাচ্ছে সংকোষের শাখা নদী । দূর-দূরান্তের কোথাও রাস্তার চিহ্ন মাত্র নেই । নিদেনপক্ষে রাস্তার একটা পাথর ও খুঁজে পাওয়া যাবে না ফলকের আশপাশে । এই রাস্তাকে কেন্দ্র করে উঠছে প্রায় 22 লাখ টাকার আর্থিক তছরুপের অভিযোগ । আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবিশা গ্রাম পঞ্চায়েতের মাঝের ডাবরি বিষ্ণু নগর এলাকার ঘটনা ৷ বিষ্ণুনগর এলাকায় মাঝেডাবরি যাওয়ার পথে সংকোষের শাখা নদীর ধারে রাস্তা নির্মাণের এই ফলক লাগানো রয়েছে ।

2018-19 আর্থিক বছরে এই রাস্তার কাজের প্রস্তাব নেয় তৃণমূল পরিচালিত ভলকা বারবিসা 2 গ্রাম পঞ্চায়েত । BJP এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারপর থেকে তারা কোনও কাজ করেনি ৷ রাস্তার কাজ না করেই শুধু প্রস্তর ফলক লাগিয়ে পুরো টাকা তুলে নিয়েছে শাসকদলের পঞ্চায়েত প্রধান । রাস্তা নির্মাণের টাকা কোথায় গেল ? এবং কাজের কী হল ? এবিষয়ে RTI-এর মাধ্যমে তথ্য জনার কথা বলেন জেলা BJP নেতৃত্ব ৷

ভিডিয়োয় শুনুন BJP নেতার বক্তব্য

তবে ভলকা বারবিসা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বর্ণময়ী বর্মণ বলেন, "রাস্তার কাজ এখনও শুরু হয়নি । কাজ যথাসময়ে করা হবে । এখানে কোনও আর্থিক তছরুপের অভিযোগ উঠতে পারে না । জেলা BJP নেতৃত্ব মিথ্যা অভিযোগ করছে । এই কাজ বর্ষার পরেই শুরু হবে ।" কুমারগ্রাম ব্লকের BDO লাকপা শেরিং ভুটিয়া জানান, "এবিষযে এখনও কিছু জানি না । তবে খোঁজ নিয়ে দেখব রাস্তার কাজ নিয়ে কোনও দুর্নীতি হয়েছে কি না ।"

আলিপুরদুয়ার, 26 জুলাই : জলের মধ্যে থেকে মাথা তুলে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে রাস্তার উন্নয়ন ফলক । পাশেই বয়ে যাচ্ছে সংকোষের শাখা নদী । দূর-দূরান্তের কোথাও রাস্তার চিহ্ন মাত্র নেই । নিদেনপক্ষে রাস্তার একটা পাথর ও খুঁজে পাওয়া যাবে না ফলকের আশপাশে । এই রাস্তাকে কেন্দ্র করে উঠছে প্রায় 22 লাখ টাকার আর্থিক তছরুপের অভিযোগ । আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবিশা গ্রাম পঞ্চায়েতের মাঝের ডাবরি বিষ্ণু নগর এলাকার ঘটনা ৷ বিষ্ণুনগর এলাকায় মাঝেডাবরি যাওয়ার পথে সংকোষের শাখা নদীর ধারে রাস্তা নির্মাণের এই ফলক লাগানো রয়েছে ।

2018-19 আর্থিক বছরে এই রাস্তার কাজের প্রস্তাব নেয় তৃণমূল পরিচালিত ভলকা বারবিসা 2 গ্রাম পঞ্চায়েত । BJP এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারপর থেকে তারা কোনও কাজ করেনি ৷ রাস্তার কাজ না করেই শুধু প্রস্তর ফলক লাগিয়ে পুরো টাকা তুলে নিয়েছে শাসকদলের পঞ্চায়েত প্রধান । রাস্তা নির্মাণের টাকা কোথায় গেল ? এবং কাজের কী হল ? এবিষয়ে RTI-এর মাধ্যমে তথ্য জনার কথা বলেন জেলা BJP নেতৃত্ব ৷

ভিডিয়োয় শুনুন BJP নেতার বক্তব্য

তবে ভলকা বারবিসা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বর্ণময়ী বর্মণ বলেন, "রাস্তার কাজ এখনও শুরু হয়নি । কাজ যথাসময়ে করা হবে । এখানে কোনও আর্থিক তছরুপের অভিযোগ উঠতে পারে না । জেলা BJP নেতৃত্ব মিথ্যা অভিযোগ করছে । এই কাজ বর্ষার পরেই শুরু হবে ।" কুমারগ্রাম ব্লকের BDO লাকপা শেরিং ভুটিয়া জানান, "এবিষযে এখনও কিছু জানি না । তবে খোঁজ নিয়ে দেখব রাস্তার কাজ নিয়ে কোনও দুর্নীতি হয়েছে কি না ।"

Intro:আলিপুরদুয়ার:-জলের মধ্যে থেকে মাথা তুলে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে রাস্তার উন্নয়ন ফলক ।পাশেই বয়ে যাচ্ছে সংকোষের শাখা যদি । দূর-দূরান্তের কোথাও রাস্তার চিহ্ন মাত্র নেই। নিদেনপক্ষে রাস্তার একটা পাথর ও খুঁজে পাওয়া যাবে না ফলক এর আশেপাশে । এই রাস্তা কে কেন্দ্র করে উঠছে প্রায় 22 লক্ষ টাকার আর্থিক তছরুপের অভিযোগ।


Body:বিজেপি এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তার কাজ না করেই শুধু প্রস্তর ফলক লাগিয়ে দিয়েই পুরো টাকা তুলে নিয়েছে শাসক দলের পঞ্চায়েত প্রধানরা। রাস্তা নির্মাণের টাকা কোথায় গেল এবং কাজের কি হলো তার তথ্য জানতে বিজেপির জেলা সভাপতি আর,টি,আই করে তথ্য জানবেন বলে জানিয়েছেন ।এবং নদীর ধারে কোথায় যাবার জন্য রাস্তা নির্মান করার পরিকল্পনা নেওয়া হয়েছে তা নিয়েও প্ৰশ্ন তুলেছে বিজেপি জেলা নেতৃত্ব । 2018-19 আর্থিক বছরে এই রাস্তার কাজের প্রস্তাব নেয় তৃণমূল পরিচালিত ভলকা বারবিসা 2 গ্রাম পঞ্চায়েত। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক এর ভলকা বারোবিশা গ্রাম পঞ্চায়েতের মাঝের ডাবরি বিষ্ণু নগর এলাকায় মাঝেডাবরী যাওয়ার পথে সংকোষের শাখা নদীর ধারে রাস্তা নির্মাণের এই ফলক লাগানো রয়েছে ।


Conclusion:তবে ভলকা বারবিসা গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বর্ণময়ী বর্মন জানান রাস্তার কাজ এখনো শুরু হয়নি। কাজ যথাসময়ে করা হবে। এখানে কোন আর্থিক তছরুপের অভিযোগ উঠতে পারে না। বিজেপির জেলা নেতৃত্ব মিথ্যা অভিযোগ আনছে। এই কাজ বর্ষার পরেই শুরু হবে। কুমারগ্রাম ব্লকের বিডিও লাকপা শেরিং ভুটিয়া জানান এই বিষযে এখনও কিছু জানিনা ।তবে খোঁজ নিয়ে দেখবো রাস্তা কাজ নিয়ে কোনও দুর্নীতি হয়েছে কিনা।
Last Updated : Jul 26, 2019, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.