আলিপুরদুয়ার, 10 অগাস্ট: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল আদিবাসী দিবস । গতকাল আলিপুরদুয়ার জেলার অধ্যুষিত এলাকা কুমারগ্রামে আদিবাসী দিবস পালন করা হল । আদিবাসী দিবসের মঞ্চে গান গাইলেন প্রাক্তন সাংসদ দশরথ তিরকে ।
১৯৯৩ সালকে জাতিসংঘ প্রথমবার 'আদিবাসী বর্ষ' ঘোষণা করে । পরের বছর অর্থাৎ ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ৯ অগাস্টকে 'বিশ্ব আদিবাসী দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয় । গতকালের কুমারগ্রামের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক, কুমারগ্রামের BDO মিহির কর্মকার, জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার, কুমারগ্রামের বিধায়ক জেমস কুজুর, আলিপুরদুয়ার বিধায়ক সৌরভ চক্রবর্তী, মৃদুল গোস্বামী এবং বিশিষ্টজনেরা ।
অন্যদিকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানা এলাকায় আদিবাসী অধ্যুষিত এলাকায় আদিবাসী দিবস পালন করা হয় । নাগরাকাটা আদিবাসী চর্চা কেন্দ্রে জেলাশাসক,পুলিশ সুপার স্থানীয় বিধায়কদের উপস্থিতিতে আদিবাসী নাচ গানের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হয় । রাজগঞ্জ থানাতেই আদিবাসী দিবসের অনুষ্ঠান করা হয়। রাজগঞ্জ থানাতেই রাজগঞ্জ CI এর উদ্যোগে আদিবাসী দিবসের অনুষ্ঠান করা হয় । আদিবাসী নাচ গানের মাধ্যমে চা বাগানের আদিবাসীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় ।