ETV Bharat / state

নির্বাচনে হারের পরই বন্ধ সরকারি প্রকল্প, কচু শাক খেয়ে দিন গুজরান আদিবাসীদের ! - State Government Programme Faulai

বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাওয়া ডুয়ার্সের চা বাগানের শ্রমিকদের পরিবার পিছু 1500 টাকা দিত রাজ্য সরকার ৷ কিন্তু নির্বাচনের পর থেকেই বন্ধ সেই ফাউলাই প্রকল্প ৷ তাই বেঁচে থাকতে এখন একমাত্র ভরসা কচু শাক ৷

কচু শাক খেয়ে দিন কাটাচ্ছে চা শ্রমিকরা
author img

By

Published : Sep 2, 2019, 10:29 PM IST

আলিপুরদুয়ার, 2 সেপ্টেম্বর : দীর্ঘদিন ধরে বন্ধ চা বাগান ৷ কয়েক মাস ধরে বন্ধ রাজ্য সরকারের প্রকল্প ফাউলাই ৷ তাই কিছু না পেয়ে বুনো কচু ও কচু শাক খেয়েই দিন গুজরান করছে ডুয়ার্সের প্রায় 10 হাজার আদিবাসী ৷

আলিপুরদুয়ারের মধু, ঢোকলাপাড়া, বান্দাপানি চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ ৷ এইসব বন্ধ চা বাগান শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফে একটি প্রকল্প চালু করা হয় ৷ নাম ফাউলাই । প্রকল্পের আওতায় বন্ধ চা বাগান শ্রমিকদের পরিবার পিছু 1500 টাকা দেওয়া হত ৷ এই টাকায় খুব আড়ম্বরে দিন কাটত না ঠিকই, তবে আধপেটা খেয়েও থাকতে হত না ৷

লোকসভা নির্বাচনে চা বাগানে খারাপ ফল করে তৃণমূল । অভিযোগ, তারপরই বন্ধ হয়ে যায় ফাউলাই ৷ পাঁচ মাস ধরে মিলছে না টাকা । মাছ, মাংস তো দূরের কথা বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার কেনার ক্ষমতাও নেই শ্রমিকদের ৷ অগত্যা খাদ্য হিসেবে এখন ভরসা বুনো কচু আর কচু শাক ৷

মধু চা বাগানের শ্রমিক মিনু ওরাওঁ বলেন, "আমাদের 12 জনের সংসার ৷ ফাউলাইয়ের টাকা বন্ধ ৷ সপ্তাহে তিন কেজি চাল আর চার প্যাকেট আটা দিয়ে সংসার চালাতে হয় ৷ কখনও আধ পেটা খাই ৷ কখনও আবার খাবারই জোটে না ৷ সবজি কেনার টাকা নেই ৷ তাই কচু শাক দিয়েই সংসার চালাতে হয় ৷"

এবিষয়ে আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস জানিয়েছেন, তাঁর কাছে ফাউলাই বন্ধ থাকার কোনও অভিযোগ আসেনি । তবে, এরকম খবর পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷

ওয়াকিবহাল মহল বলছে, লোকসভা নির্বাচনে ডুয়ার্সের চা বলয়ে থই খুঁজে পায়নি তৃণমূল । তারপর থেকেই বন্ধ এই প্রকল্প । তাহলে কি BJP-কে ভোট দেওয়ার ফল ভুগছেন চা শ্রমিকরা ?

আলিপুরদুয়ার, 2 সেপ্টেম্বর : দীর্ঘদিন ধরে বন্ধ চা বাগান ৷ কয়েক মাস ধরে বন্ধ রাজ্য সরকারের প্রকল্প ফাউলাই ৷ তাই কিছু না পেয়ে বুনো কচু ও কচু শাক খেয়েই দিন গুজরান করছে ডুয়ার্সের প্রায় 10 হাজার আদিবাসী ৷

আলিপুরদুয়ারের মধু, ঢোকলাপাড়া, বান্দাপানি চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ ৷ এইসব বন্ধ চা বাগান শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফে একটি প্রকল্প চালু করা হয় ৷ নাম ফাউলাই । প্রকল্পের আওতায় বন্ধ চা বাগান শ্রমিকদের পরিবার পিছু 1500 টাকা দেওয়া হত ৷ এই টাকায় খুব আড়ম্বরে দিন কাটত না ঠিকই, তবে আধপেটা খেয়েও থাকতে হত না ৷

লোকসভা নির্বাচনে চা বাগানে খারাপ ফল করে তৃণমূল । অভিযোগ, তারপরই বন্ধ হয়ে যায় ফাউলাই ৷ পাঁচ মাস ধরে মিলছে না টাকা । মাছ, মাংস তো দূরের কথা বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার কেনার ক্ষমতাও নেই শ্রমিকদের ৷ অগত্যা খাদ্য হিসেবে এখন ভরসা বুনো কচু আর কচু শাক ৷

মধু চা বাগানের শ্রমিক মিনু ওরাওঁ বলেন, "আমাদের 12 জনের সংসার ৷ ফাউলাইয়ের টাকা বন্ধ ৷ সপ্তাহে তিন কেজি চাল আর চার প্যাকেট আটা দিয়ে সংসার চালাতে হয় ৷ কখনও আধ পেটা খাই ৷ কখনও আবার খাবারই জোটে না ৷ সবজি কেনার টাকা নেই ৷ তাই কচু শাক দিয়েই সংসার চালাতে হয় ৷"

এবিষয়ে আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস জানিয়েছেন, তাঁর কাছে ফাউলাই বন্ধ থাকার কোনও অভিযোগ আসেনি । তবে, এরকম খবর পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷

ওয়াকিবহাল মহল বলছে, লোকসভা নির্বাচনে ডুয়ার্সের চা বলয়ে থই খুঁজে পায়নি তৃণমূল । তারপর থেকেই বন্ধ এই প্রকল্প । তাহলে কি BJP-কে ভোট দেওয়ার ফল ভুগছেন চা শ্রমিকরা ?

Intro:আলিপুরদুয়ারঃ-লোকসভা নির্বাচনে বিজেপিকে ঢেলে ভোট করার শাস্তি পাচ্ছে ডুয়ার্সের বন্ধ চা বাগানের প্রায় দশ হাজার শ্রমিক।নির্বাচনের পরই বন্ধ চা বাগান গুলোতে রাজ্যে সরকারের প্রকল্প ফাউলাই বন্ধ হয়ে গিয়েছে। ফাউলাই বন্ধের জেরে প্রায় দশ হাজার মানুষের ভরসা এখন বুনো কচু,আর কচুর শাক।অপুষ্টির শিকার বন্ধ চা বাগানের প্রায় ১০ হাজার আদিবাসী মানুষ।

Body:বন্ধ চা বাগানের শ্রমিকরা বলছেন 'বুনো কচু আর কচুর শাক' খেতে ভালো লাগুক আর না লাগুক পেট তো মানেনা। বুনো কচু আর কচুর শাক খেয়েই ডুয়ার্সের বন্ধ চা বাগানের ১০ হাজার মানুষ দিন গুজরান করছে। চা বাগান গুলোতে গ্রাস করেছে অপুষ্টি।ডুয়ার্সের বন্ধ চা বাগান গুলোতে রাজ্যে সরকার লোকসভা নির্বাচনের পর থেকেই ফাউলাই বন্ধ করে দিয়েছে।ফলে বাগানে বাগানে দেখা দিয়েছে অপুষ্টি।পরিস্থিতি এমন জায়গাতে পৌছেছে যে বাগানে বাগানে বুনো কচুর ভান্ডারেও টান পড়েছে।ফাউলাই বন্ধের জেরে মাছ, মাংস খাওয়া তো দূরের কথা।শিশুদের জন্য পুষ্টিকর খাবার পর্যন্ত কেনার ক্ষমতা নেই অভিভাবকদের।
এই মুহুর্তে আলিপুরদুয়ার জেলায় মধু, ঢেকলাপাড়া, বান্দাপানি চা বাগান দির্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। বাগানের শ্রমিকদের জন্য রাজ্যে সরকারের তরফে পরিবার পিছু মাসে ১৫০০ টাকা(ফাউলাই) দেওয়া হতো। সেই টকায় কোনমতে দিন গুজরান করতো শ্রমিক পরিবার গুলো। তবে লোকসভা নির্বাচনের পর থেকেই বাগান গুলোতে রাজ্যে সরকারের ফাউলাই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিপাকে পড়েছে প্রায় দশ হাজার আদিবাসী মানুষ।
মধু চা বাগানের মিনু ওড়াও বলেন আমাদের বারো জনের সংসার। সপ্তাহে তিন কেজি চাল আর চার প্যাকেট আটা দিয়ে সংসার চালাতে হয়। এক বেলা খাই আরেক বেলা খাওয়া জোটে না। কখনও আধা পেট খেয়েই পেট ভরে জল খেয়ে নিই। তাতেই ক্ষিদা মেটে। বাগানে পাচ মাস ধরে ফাউলাই বন্ধ। সবজি কেনার টাকা নেই। জংগল থেকে কচু এনেই রান্না করি। কচু, আর কচুর শাক খেতে ভালো লাগুক আর না লাগুক পেটতো মানেনা।
মধু বাগানের আরেক মহিলা সুবন্তি ওড়াও বলেন কচুর শাক ছাড়া আমাদের রান্নার আর কিছু নেই। আমার তিন বাচ্চা। স্বামী মারা গেছে। এভাবেই বাচ্চাদের নিয়ে বেচে আছি।
লোকসভা নির্বাচনে ডুয়ার্সের চা বলয়ের ভোটের জোড়ে রাজ্যের ক্ষমতাসীন দল তৃনমুলকে বিজেপি প্রায় আড়াই লাখ ভোটের ব্যাবধানে পরাজিত করে। তার পর থেকেই এই চা বলয়ের বন্ধ বাগান গুলোতে ফাউলাই বন্ধ হয়ে গেছে।

Conclusion:আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস বলেন আমার কাছে এ বিষয়ে কোন অভিযোগ আসেনি। কেন ফাউলাই বন্ধ তা খোজ নিয়ে দেখবো। তাদের ফাউলাই যাতে চালু হয় তার ব্যাবস্থা করবো।



ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.