ETV Bharat / state

এবার কোরোনায় আক্রান্ত ডুয়ার্স কন্যার অস্থায়ী কর্মী - স্বাস্থ্যসাথী প্রকল্প

কোরোনায় আক্রান্ত হলেন ডুয়ার্স কন্যার এক কর্মী । তিনি তপসিখাতা কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

coronavirus
ডুয়ার্স কন্যাতে কোরোনা আক্রান্ত 1
author img

By

Published : Jul 7, 2020, 4:13 PM IST

আলিপুরদুয়ার, 7 জুলাই: কোরোনার থাবা এবার ডুয়ার্স কন্যাতেও । সেখানকার এক কর্মী কোরোনায় আক্রান্ত হওয়ায় কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে এই ভবন ৷ কয়েকজন প্রশাসনিক কর্তা ছাড়া কাউকেই ডুয়ার্স কন্যায় প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ আজ বিকেলে ভবনটি স্যানিটাইজ় করা হবে বলে জানা গেছে ৷

আজ আলিপুরদুয়ারের তিন বাসিন্দার দেহে কোরোনা সংক্রমণের খোঁজ মিলেছে ৷ এর মধ্যে ডুয়ার্স কন্যার এক কর্মীও রয়েছেন ৷ আক্রান্ত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য তপসিখাতা কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আক্রান্ত ওই ব্যক্তি ডুয়ার্স কন্যার তৃতীয় তলের 308 নম্বর ঘরে স্বাস্থ্যসাথী প্রকল্পের কিয়স্কে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন ৷ মাদারিহাটের বাসিন্দা ওই ব্যক্তি গতকাল পর্যন্ত অফিসে এসেছিলেন ৷ আর গতরাতেই তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ ওই ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর মিলতেই আজ সকালে প্রশাসনিক দপ্তরটি সম্পূর্ণ সিল করে দেওয়া হয় ৷ ওই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের ক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে সেই বিষয়ে এখনও প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি ৷

আক্রান্ত ওই ব্যক্তির এক সহকর্মী বলেন, ওই ব্যক্তি কয়েকদিন ধরেই জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন ৷ তিনি 30 জুন ডুয়ার্স কন্যায় আসার পর মাঝে কয়েকদিন কাজে যোগ দেননি ৷ এরই মাঝে তিনি উত্তর লতাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে সোয়াব পরীক্ষা করান ৷ রিপোর্ট আসতে দেরি হওয়ায় তিনি গতকাল ফের কাজে যোগ দেন ৷ এদিকে গতরাতেই তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।

ডুয়ার্সকন্যার তৃতীয় তলে স্বাস্থ্যসাথী প্রকল্পের দপ্তরের পাশাপাশি জেলার সর্বশিক্ষা মিশন, মিড ডে মিলের দপ্তর রয়েছে । যদিও ডুয়ার্স কন্যার কোনও কর্মীর কোরোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেননি জেলাশাসক ৷

আলিপুরদুয়ার, 7 জুলাই: কোরোনার থাবা এবার ডুয়ার্স কন্যাতেও । সেখানকার এক কর্মী কোরোনায় আক্রান্ত হওয়ায় কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে এই ভবন ৷ কয়েকজন প্রশাসনিক কর্তা ছাড়া কাউকেই ডুয়ার্স কন্যায় প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ আজ বিকেলে ভবনটি স্যানিটাইজ় করা হবে বলে জানা গেছে ৷

আজ আলিপুরদুয়ারের তিন বাসিন্দার দেহে কোরোনা সংক্রমণের খোঁজ মিলেছে ৷ এর মধ্যে ডুয়ার্স কন্যার এক কর্মীও রয়েছেন ৷ আক্রান্ত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য তপসিখাতা কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আক্রান্ত ওই ব্যক্তি ডুয়ার্স কন্যার তৃতীয় তলের 308 নম্বর ঘরে স্বাস্থ্যসাথী প্রকল্পের কিয়স্কে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন ৷ মাদারিহাটের বাসিন্দা ওই ব্যক্তি গতকাল পর্যন্ত অফিসে এসেছিলেন ৷ আর গতরাতেই তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ ওই ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর মিলতেই আজ সকালে প্রশাসনিক দপ্তরটি সম্পূর্ণ সিল করে দেওয়া হয় ৷ ওই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের ক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে সেই বিষয়ে এখনও প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি ৷

আক্রান্ত ওই ব্যক্তির এক সহকর্মী বলেন, ওই ব্যক্তি কয়েকদিন ধরেই জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন ৷ তিনি 30 জুন ডুয়ার্স কন্যায় আসার পর মাঝে কয়েকদিন কাজে যোগ দেননি ৷ এরই মাঝে তিনি উত্তর লতাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে সোয়াব পরীক্ষা করান ৷ রিপোর্ট আসতে দেরি হওয়ায় তিনি গতকাল ফের কাজে যোগ দেন ৷ এদিকে গতরাতেই তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।

ডুয়ার্সকন্যার তৃতীয় তলে স্বাস্থ্যসাথী প্রকল্পের দপ্তরের পাশাপাশি জেলার সর্বশিক্ষা মিশন, মিড ডে মিলের দপ্তর রয়েছে । যদিও ডুয়ার্স কন্যার কোনও কর্মীর কোরোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেননি জেলাশাসক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.