ETV Bharat / state

শিক্ষকের বদলি আটকাতে স্কুল পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ স্থানীয়দের - স্কুল পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ

দমনপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন নার্জিনারির বদলির পিছনে দায়ি স্কুলের কয়েকজন শিক্ষক । কোনও এক নেতার কথায় বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই অভিযোগ জানান তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি নিরঞ্জন দে । তাঁদের দাবি না মানা হলে অবরোধের হুঁশিয়ারিও দেন তিনি।

teacher in charge agitation
স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ
author img

By

Published : Feb 4, 2020, 2:21 AM IST

আলিপুরদুয়ার , 3 ফেব্রুয়ারি : আলিপুরদুয়ারে দমনপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি রুখতে স্কুল পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা । এই বিক্ষোভে সামনে থেকে নেতৃত্ব দেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি নিরঞ্জন দে । বদলি রোখার দাবিতে স্কুল পরিদর্শকের টেবিল চাপড়ে ধমক দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে ৷

দমনপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন নার্জিনারি । ছাত্র ও স্থানীয়দের দাবি , তিনি আসার পর থেকে স্কুলের উন্নতি হয়েছে । তিনি আসার পর থেকেই শিক্ষকরা সময় মতো স্কুলে আসা শুরু করেন ৷ স্কুলে শিক্ষকদের হাজিরার জন্য় বায়োমেট্রিক পদ্ধতি চালু হয় । গরিব ছাত্রদের নিজের বাড়িতে পড়াশোনা করাতেন তপনবাবু । অভিযোগ, কোনও এক নেতা তপনবাবুর বদলির পিছনে রয়েছেন ৷

জেলা তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি নিরঞ্জন দে তপনবাবুর বদলি আটকাতে স্থানীযদের পাশে দাঁড়ান ৷ এলাকাবাসীদের একাংশকে সঙ্গে নিয়ে তিনি আলিপুরদুয়ার জেলা স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জানান । হুঁশিয়ারি দেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি না রুখলে ছাত্র ও স্থানীয়রা মিলে পথ অবরোধে সামিল হবে ।

তপন নার্জিনারির বদলিকে কেন্দ্র করে স্কুল পরিদর্শকের দপ্তরে একটি জরুরি মিটিংও ছিল । জেলা স্কুল পরিদর্শকের কাছে সেই মিটিং স্থগিত করার দাবি জানান নিরঞ্জন দে । তাঁর অভিযোগ, এক নেতার অঙ্গুলি হেলনে তপনবাবুকে বদলি করে দেওয়া হচ্ছে ।

এই প্রসঙ্গে জেলা স্কুল পরিদর্শক তপন সিনহা জানান, সাধারণ মানুষ চাইছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই স্কুলে থাকুক । আবার স্কুলের কিছু শিক্ষক চাইছেন যাতে তপন নার্জিনারিকে সরিয়ে দেওয়া হয় । স্কুলের পক্ষে যেটা ভালো হবে সেদিকে নজর রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে ।

আলিপুরদুয়ার , 3 ফেব্রুয়ারি : আলিপুরদুয়ারে দমনপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি রুখতে স্কুল পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা । এই বিক্ষোভে সামনে থেকে নেতৃত্ব দেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি নিরঞ্জন দে । বদলি রোখার দাবিতে স্কুল পরিদর্শকের টেবিল চাপড়ে ধমক দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে ৷

দমনপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন নার্জিনারি । ছাত্র ও স্থানীয়দের দাবি , তিনি আসার পর থেকে স্কুলের উন্নতি হয়েছে । তিনি আসার পর থেকেই শিক্ষকরা সময় মতো স্কুলে আসা শুরু করেন ৷ স্কুলে শিক্ষকদের হাজিরার জন্য় বায়োমেট্রিক পদ্ধতি চালু হয় । গরিব ছাত্রদের নিজের বাড়িতে পড়াশোনা করাতেন তপনবাবু । অভিযোগ, কোনও এক নেতা তপনবাবুর বদলির পিছনে রয়েছেন ৷

জেলা তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি নিরঞ্জন দে তপনবাবুর বদলি আটকাতে স্থানীযদের পাশে দাঁড়ান ৷ এলাকাবাসীদের একাংশকে সঙ্গে নিয়ে তিনি আলিপুরদুয়ার জেলা স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জানান । হুঁশিয়ারি দেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি না রুখলে ছাত্র ও স্থানীয়রা মিলে পথ অবরোধে সামিল হবে ।

তপন নার্জিনারির বদলিকে কেন্দ্র করে স্কুল পরিদর্শকের দপ্তরে একটি জরুরি মিটিংও ছিল । জেলা স্কুল পরিদর্শকের কাছে সেই মিটিং স্থগিত করার দাবি জানান নিরঞ্জন দে । তাঁর অভিযোগ, এক নেতার অঙ্গুলি হেলনে তপনবাবুকে বদলি করে দেওয়া হচ্ছে ।

এই প্রসঙ্গে জেলা স্কুল পরিদর্শক তপন সিনহা জানান, সাধারণ মানুষ চাইছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই স্কুলে থাকুক । আবার স্কুলের কিছু শিক্ষক চাইছেন যাতে তপন নার্জিনারিকে সরিয়ে দেওয়া হয় । স্কুলের পক্ষে যেটা ভালো হবে সেদিকে নজর রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে ।

Intro:আলিপুরদুয়ার:-ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি রুখতে জেলা স্কুল পরিদর্শকের(মাধ্যমিক) দপ্তরে গিয়ে খোদ স্কুল পরিদর্শককেই টেবিল চাপড়ে ধমকালেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি নিরঞ্জন দে।


Body:ঘটনায় আলিপুরদুয়ার জেলার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে।পাশাপাশি দলের নেতাদের নাম না করেই এদিন সংশ্লিষ্ট স্কুলটিকে নেতাদের হাত থেকে দখল মুক্ত করার পক্ষে সওয়াল করেন তৃণমূলের প্রাক্তন এই সহ সভাপতি ।তৃণমূল নেতার এই কান্ডে তৃণমূলের অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়েছে । আলিপুরদুয়ার শহর সংলগ্ন দমনপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি নিয়ে সোমবার দুপুরে স্কুল পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা ।বিক্ষোভে সামনের থেকে নেতৃত্ব দেন তৃণমূল নেতা নিরঞ্জন দে। এদিন স্কুল পরিদর্শক তপন সিনহা তার দপ্তরে এলে তাকে ঘেরাও করে বিক্ষোভ শুরু হয় ।প্রথমে তার হাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি রুখতে স্মারকলিপি তুলে দেন বিক্ষোভকারীরা । পরবর্তীতে তৃণমূল নেতা নিরঞ্জন দে জেলা স্কুল পরিদর্শক তপন সিনহাকে বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি না রুখলে ছাত্র এবং স্থানীয় বাসিন্দারা মিলে পথ অবরোধে সামিল হবেন ।এদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন নার্জিনারীর বদলিকে কেন্দ্র করে আজ স্কুল পরিদর্শকের দপ্তরে একটি জরুরি মিটিং ছিলো ।নিরঞ্জন দে আজ সেই মিটিং স্থগিত করার নির্দেশ দেন জেলা স্কুল পরিদর্শক কে ।পাশাপাশি নিরঞ্জন দে বলেন এক নেতার অঙ্গুলি হেলনে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ।সেই নেতা স্কুলটিকে তার হাতের মুঠোয় রাখতে চায় ।সেই স্কুলটিকে রাজনৈতিক নেতাদের দখলমুক্ত করার দাবী জানান তৃণমূল নেতা নিরঞ্জন দে । নিরঞ্জন বাবুর আরও অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি রুখতে তিনি স্কুলের এস,আই রজত রঞ্জন ঘোষকে কে ফোন করেছিলেন ।রজত বাবু নাকি তাকে দলের কথা বলেন ।নিরঞ্জন বাবু বলেন আমি নিজেই পার্টি ।আমাকে আবার দল দেখাচ্ছে । এদিনের বিক্ষোভকারীরা জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন নার্জিনারি স্কুলের দায়িত্ব নেবার পর থেকেই স্কুলের ভোল খোলনলচে পাল্টে গেছে ।স্কুলের শিক্ষকরা সময় মতো স্কুলে আসছেন ।স্কুল ফাঁকি দেওয়া প্রায় বন্ধ হয়ে গেছে ।স্কুলে বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়েছে ।গরিব ছাত্রদের প্রধান শিক্ষক নিজের বাড়িতে রেখে পড়াশোনা করাচ্ছেন ।তাই কোন মতেই এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলি করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা ।


Conclusion:জেলা স্কুল পরিদর্শক তপন সিনহা জানিয়েছেন সাধারণ মানুষ চাইছেন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে থাকুক ।আবার স্কুলের কিছু শিক্ষক চাইছেন যাতে এনাকে সরিয়ে দেওয়া হয় ।আমরা চাইছি স্কুলে পঠনপঠন যাতে ভালো মতে চলে ।সব দিকে নজর রেখে সিদ্ধান্ত নেওয়া হবে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.