ETV Bharat / state

কালচিনি ও মাদারিহাটের পড়ুয়াদের কোয়ারানটিনে পাঠাল স্বাস্থ্য দপ্তর

author img

By

Published : May 2, 2020, 10:22 PM IST

রাজস্থানের কোটা থেকে ফেরা কালচিনি ও মাদারিহাট বল্কের 69 জন পড়ুয়াকে কোয়ারানটিনে পাঠাল জেলা স্বাস্থ্য দপ্তর।

students sent to the quarantine at Alipurduar
আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার, 2 মে: রাজস্থান ফেরত কালচিনি ও মাদারিহাট ব্লকের ছাত্র-ছাত্রীদের কোয়ারানটিনে পাঠাল জেলা স্বাস্থ্য দপ্তর। শনিবার ভোর রাতেই এই ছাত্রছাত্রীরা জেলায় এসে পৌঁছায়।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন জারি করে কেন্দ্র। যার জেরে বন্ধ হয়ে যায় সমস্ত গণপরিবহন। এই অবস্থায় রাজস্থানের কোটায় আটকে পড়ে এই রাজ্যের 2368 জন পড়ুয়া। তাঁরা ও তাঁদের অভিভাবকরা সরকারের কাছে একাধিকবার বাড়ি ফেরানোর আবেদন করেন। লকডাউন প্রক্রিয়ার দ্বিতীয় দফা শেষ হওয়ার আগেই সরকারি তরফে তাঁদের রাজ্যে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। রাজ্য সরকারি বাসে কোটা থেকে ওই পড়ুয়ারা জেলায় ফেরেন। এদের মধ্যে কালচিনি ও মাদারিহাট ব্লকের 69 জন ছাত্রছাত্রীও ঘরে ফেরেন শনিবার। তাঁদের কোয়ারানটিনে পাঠানোর ব্যবস্থা করল জেলা স্বাস্থ্য দপ্তর।

এই বিষয়ে কালিচিনি লতাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার জানান, রাজস্থান ফেরত ব্লকের ছাত্রছাত্রীদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরই সেণ্টারে থাকার ব্যবস্থা করেছে।

জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, ভিনরাজ্যে পড়তে যাওয়া জেলার আরও কিছু ছাত্রছাত্রী ফিরবেন আগামীতে। তাঁদের জন্যও কোয়ারানটিন কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে।

আলিপুরদুয়ার, 2 মে: রাজস্থান ফেরত কালচিনি ও মাদারিহাট ব্লকের ছাত্র-ছাত্রীদের কোয়ারানটিনে পাঠাল জেলা স্বাস্থ্য দপ্তর। শনিবার ভোর রাতেই এই ছাত্রছাত্রীরা জেলায় এসে পৌঁছায়।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন জারি করে কেন্দ্র। যার জেরে বন্ধ হয়ে যায় সমস্ত গণপরিবহন। এই অবস্থায় রাজস্থানের কোটায় আটকে পড়ে এই রাজ্যের 2368 জন পড়ুয়া। তাঁরা ও তাঁদের অভিভাবকরা সরকারের কাছে একাধিকবার বাড়ি ফেরানোর আবেদন করেন। লকডাউন প্রক্রিয়ার দ্বিতীয় দফা শেষ হওয়ার আগেই সরকারি তরফে তাঁদের রাজ্যে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। রাজ্য সরকারি বাসে কোটা থেকে ওই পড়ুয়ারা জেলায় ফেরেন। এদের মধ্যে কালচিনি ও মাদারিহাট ব্লকের 69 জন ছাত্রছাত্রীও ঘরে ফেরেন শনিবার। তাঁদের কোয়ারানটিনে পাঠানোর ব্যবস্থা করল জেলা স্বাস্থ্য দপ্তর।

এই বিষয়ে কালিচিনি লতাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার জানান, রাজস্থান ফেরত ব্লকের ছাত্রছাত্রীদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরই সেণ্টারে থাকার ব্যবস্থা করেছে।

জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, ভিনরাজ্যে পড়তে যাওয়া জেলার আরও কিছু ছাত্রছাত্রী ফিরবেন আগামীতে। তাঁদের জন্যও কোয়ারানটিন কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.