ETV Bharat / state

অসম-বাংলা সীমান্তে কয়েক হাজার ট্রাক আটকে, পরিস্থিতি খতিয়ে দেখল পুলিশ - CAA 2019

আজ বিকালে অসম-বাংলা সীমান্তের পাকড়িগুড়িতে যান দেবাশিসবাবু । তাঁর সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী, অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায় প্রমুখ । দেবাশিসবাবু সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেননি ।  তবে জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অসম-বাংলা সীমান্তে যাতে আন্দোলনের প্রভাব না পড়ে সেদিকে কঠোর নজর রাখতে জেলা পুলিশের কর্তাদের নির্দেশ দিয়েছেন দেবাশিসবাবু । সীমান্তে নিরাপত্তা কর্মী বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি ।

citizenship amendment act 2019
পুলিশ পাহাড়া
author img

By

Published : Dec 13, 2019, 9:08 PM IST

আলিপুরদুয়ার, 13 ডিসেম্বর: অসম-বাংলা সীমান্তের পাকড়িগুড়ি এলাকা আজ পরিদর্শন করলেন রাজ্য পুলিশের IGP IB (সীমান্ত) দেবাশিস বড়াল । নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরোধিতায় আন্দোলনে উত্তাল অসম সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যেগুলি । এর জেরে অসম-বাংলা সীমান্তে পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে রাজ্যের পুলিশ প্রশাসন । তাই পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সীমান্ত পরিদর্শন করেন দেবাশিসবাবু ।

আজ বিকালে অসম-বাংলা সীমান্তের পাকড়িগুড়িতে যান দেবাশিসবাবু । তাঁর সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী, অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায় প্রমুখ । দেবাশিসবাবু সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেননি । তবে জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অসম-বাংলা সীমান্তে যাতে আন্দোলনের প্রভাব না পড়ে সেদিকে কঠোর নজর রাখতে জেলা পুলিশের কর্তাদের নির্দেশ দিয়েছেন দেবাশিসবাবু । সীমান্তে নিরাপত্তা কর্মী বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি ।

অসমে আন্দোলন চলছে চারদিন ধরে । এর জেরে 31-সি জাতীয় সড়কে পাকড়িগুড়ি এবং বারোবিশায় আটকে রয়েছে কয়েক হাজার পণ্যবোঝাই লরি । নিরাপত্তার অভাব বোধ করছেন লরি চালকরা । তাঁদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী । তিনি বলেন, "লরির চালকরা যদি কোনও অসুবিধায় পড়েন, তাহলে তাঁরা বারোবিশা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করবেন । থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে লরি চালকদের নিরাপত্তার ব্যাবস্থা করা হয় । সীমান্ত শান্ত রয়েছে । কোনও গন্ডগোল নেই । পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে ।"

আলিপুরদুয়ার, 13 ডিসেম্বর: অসম-বাংলা সীমান্তের পাকড়িগুড়ি এলাকা আজ পরিদর্শন করলেন রাজ্য পুলিশের IGP IB (সীমান্ত) দেবাশিস বড়াল । নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরোধিতায় আন্দোলনে উত্তাল অসম সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যেগুলি । এর জেরে অসম-বাংলা সীমান্তে পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে রাজ্যের পুলিশ প্রশাসন । তাই পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সীমান্ত পরিদর্শন করেন দেবাশিসবাবু ।

আজ বিকালে অসম-বাংলা সীমান্তের পাকড়িগুড়িতে যান দেবাশিসবাবু । তাঁর সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী, অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায় প্রমুখ । দেবাশিসবাবু সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেননি । তবে জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অসম-বাংলা সীমান্তে যাতে আন্দোলনের প্রভাব না পড়ে সেদিকে কঠোর নজর রাখতে জেলা পুলিশের কর্তাদের নির্দেশ দিয়েছেন দেবাশিসবাবু । সীমান্তে নিরাপত্তা কর্মী বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি ।

অসমে আন্দোলন চলছে চারদিন ধরে । এর জেরে 31-সি জাতীয় সড়কে পাকড়িগুড়ি এবং বারোবিশায় আটকে রয়েছে কয়েক হাজার পণ্যবোঝাই লরি । নিরাপত্তার অভাব বোধ করছেন লরি চালকরা । তাঁদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী । তিনি বলেন, "লরির চালকরা যদি কোনও অসুবিধায় পড়েন, তাহলে তাঁরা বারোবিশা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করবেন । থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে লরি চালকদের নিরাপত্তার ব্যাবস্থা করা হয় । সীমান্ত শান্ত রয়েছে । কোনও গন্ডগোল নেই । পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে ।"

Intro:আলিপুরদুয়ার:-বৃ্হস্পতিবার অসম-বাংলা সীমান্তের পাকড়িগুড়ি সীমান্ত পরিদর্শন করলেন রাজ্য পুলিশের আইবির আইজি(সীমান্ত)দেবাশীষ বড়াল।


Body:CAB বিরোধি আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল অসম সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যে গুলো।CAB বিরোধি আন্দোলনের জেরে যে কোন সময় অসম-বাংলা সীমান্তের পরিস্থিতি বিগড়ে যাবার আশঙ্কা তাড়া করছে এ রাজ্যের পুলিশ প্রশাসনকে। সে দিকের পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে আজ রাজ্য পুলিশের কর্তারা সীমান্ত পরিদর্শনে এসেছেন বলে জেলা পুলিশ জানিয়েছে।
এদিন বিকাল চারটায় অসম-বাংলা সীমান্তের পাকড়িগুড়িতে যান রাজ্য পুলিশের আইবির আইজি(সীমান্ত) দেবাশীষ বড়াল, আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কল্যান সিংহ রায়।
দেবাশীষ বড়াল সংবাদ মাধ্যমে কোন প্রতিক্রিয়া না দিলেও জেলা পুলিশ সূত্রে জানা গেছে দেবাশীষ বড়াল জেলা পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছেন সীমান্তে যাতে অসমে CAB বিরোধি আন্দোলনের আগুনের আচ না এসে পড়ে সেদিকে কঠোর নজর রাখতে।বর্ডার এলাকায় আরও নিরাপত্তা কর্মী বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেবাশীষ বড়াল।
অসমে CAB- বিরোধি আন্দোলনের জেরে গত চারদিন ধরে ৩১/সি জাতীয় সড়কের ওপর পাকড়িগুড়ি এবং বারোবিশায় ভীন রাজ্যের কয়েক হাজার পণ্যবাহী লরি ঠায় দাঁড়িয়ে আছে। ভীন রাজ্যে থেকে আগত লরির চালকরা নিরাপত্তার অভাব বোধ করছে।
শুক্রবার সেই লরি চালকদের নিরাপত্তা দেবার আশ্বাস প্রদান করেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তিনি চালকদের বলেন যে কোন সময় অসুবিধার সম্মুখীন হলেই নিকটবর্তি বারোবিশা পুলিশ ফাড়িতে যোগাযোগ করতে।


Conclusion:জেলা পুলিশ সুপার বলেন থানা গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে লরি চালকদের নিরাপত্তার ব্যাবস্থা দেওয়া হয়। তিনি জানিয়েছেন সীমান্ত এলাকা শান্ত রয়েছে কথাও কোন গন্ডগোল নেই। পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.