আলিপুরদুয়ার, 13 ডিসেম্বর: অসম-বাংলা সীমান্তের পাকড়িগুড়ি এলাকা আজ পরিদর্শন করলেন রাজ্য পুলিশের IGP IB (সীমান্ত) দেবাশিস বড়াল । নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরোধিতায় আন্দোলনে উত্তাল অসম সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যেগুলি । এর জেরে অসম-বাংলা সীমান্তে পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে রাজ্যের পুলিশ প্রশাসন । তাই পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সীমান্ত পরিদর্শন করেন দেবাশিসবাবু ।
আজ বিকালে অসম-বাংলা সীমান্তের পাকড়িগুড়িতে যান দেবাশিসবাবু । তাঁর সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী, অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায় প্রমুখ । দেবাশিসবাবু সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেননি । তবে জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অসম-বাংলা সীমান্তে যাতে আন্দোলনের প্রভাব না পড়ে সেদিকে কঠোর নজর রাখতে জেলা পুলিশের কর্তাদের নির্দেশ দিয়েছেন দেবাশিসবাবু । সীমান্তে নিরাপত্তা কর্মী বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি ।
অসমে আন্দোলন চলছে চারদিন ধরে । এর জেরে 31-সি জাতীয় সড়কে পাকড়িগুড়ি এবং বারোবিশায় আটকে রয়েছে কয়েক হাজার পণ্যবোঝাই লরি । নিরাপত্তার অভাব বোধ করছেন লরি চালকরা । তাঁদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী । তিনি বলেন, "লরির চালকরা যদি কোনও অসুবিধায় পড়েন, তাহলে তাঁরা বারোবিশা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করবেন । থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে লরি চালকদের নিরাপত্তার ব্যাবস্থা করা হয় । সীমান্ত শান্ত রয়েছে । কোনও গন্ডগোল নেই । পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে ।"