ETV Bharat / state

গান স্যালুট, চোখের জলে শেষ বিদায় জওয়ান গঙ্গা বারাকে - ganga bara comes home in coffin

শনিবার কফিনবন্দী হয়ে বাড়ি ফিরলেন কাশ্মীরে কর্মরত অবস্থায় বরফের নিচে চাপা পড়ে যাওয়া জওয়ান গঙ্গা বারা ৷ পাঁচদিন পর জাতীয় পতাকায় মুড়ে, ঘরে ফিরল ৭৭ নম্বর ব্যাটেলিয়নের সেনা জওয়ানের দেহ ৷ চোখের জলে ও রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় গঙ্গা বারার৷

Ganga bara
কফিন বন্দি হয়ে ফিরলেন জওয়ান গঙ্গা বারা
author img

By

Published : Jan 18, 2020, 10:13 PM IST

আলিপুরদুয়ার, 18 জানুয়ারি : কান্নায় ভেঙে পড়ছেন পরিজনরা ৷ শোকের ছায়া গ্রামে ৷ মৃত্যুর পাঁচদিন পর জওয়ান গঙ্গা বারার কফিনবন্দী দেহ ঘরে পৌঁছাল ৷ জাতীয় পতাকায় মুড়ে, ঘরে ফিরল ৭৭ নম্বর ব্যাটেলিয়নের সেনা জওয়ানের দেহ ৷ চোখের জলে ও রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় গঙ্গা বারার ৷

১৩ জানুয়ারি রাতে জন্মুর নওগাঁ সেক্টরে প্যাট্রোলিংয়ের সময়ে ভয়াবহ তুষার ধসে মৃত্যু হয় BSF জওয়ান গঙ্গা বারার ৷ তাঁর সঙ্গে চাপা পড়া বাকি চারজন জওয়ানকে উদ্ধার করা গেলেও ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর চপারে বাগডোগরায় পৌছায় মৃতদেহ ৷ শনিবার সকাল ন'টায় বাগডোগরা থেকে সড়ক পথে BSF-এর কনভয়ে মাদারিহাটের মুজনাই চা বাগানে নিয়ে আসা হয় জওয়ানের দেহ ৷

কফিনবন্দী হয়ে বাড়ি ফেরা জওয়ান গঙ্গা বারাকে শেষ বিদায় জানালেন গ্রামবাসীরা

মোট ১০ কিলোমিটার সড়ক পথেই হাজার হাজার মানুষ পুষ্পবৃষ্টি করেন মৃত সেনার উদ্দেশে। এছাড়াও আজ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে ব্লক প্রশাসন এবং সব রাজনৈতিক দলের জেলা নেতৃত্ব৷ অগণিত মানুষের চোখের জলে ও গান স্যালুটে শেষকৃত্য সম্পন্ন হয় গঙ্গা বারার৷

আলিপুরদুয়ার, 18 জানুয়ারি : কান্নায় ভেঙে পড়ছেন পরিজনরা ৷ শোকের ছায়া গ্রামে ৷ মৃত্যুর পাঁচদিন পর জওয়ান গঙ্গা বারার কফিনবন্দী দেহ ঘরে পৌঁছাল ৷ জাতীয় পতাকায় মুড়ে, ঘরে ফিরল ৭৭ নম্বর ব্যাটেলিয়নের সেনা জওয়ানের দেহ ৷ চোখের জলে ও রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় গঙ্গা বারার ৷

১৩ জানুয়ারি রাতে জন্মুর নওগাঁ সেক্টরে প্যাট্রোলিংয়ের সময়ে ভয়াবহ তুষার ধসে মৃত্যু হয় BSF জওয়ান গঙ্গা বারার ৷ তাঁর সঙ্গে চাপা পড়া বাকি চারজন জওয়ানকে উদ্ধার করা গেলেও ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর চপারে বাগডোগরায় পৌছায় মৃতদেহ ৷ শনিবার সকাল ন'টায় বাগডোগরা থেকে সড়ক পথে BSF-এর কনভয়ে মাদারিহাটের মুজনাই চা বাগানে নিয়ে আসা হয় জওয়ানের দেহ ৷

কফিনবন্দী হয়ে বাড়ি ফেরা জওয়ান গঙ্গা বারাকে শেষ বিদায় জানালেন গ্রামবাসীরা

মোট ১০ কিলোমিটার সড়ক পথেই হাজার হাজার মানুষ পুষ্পবৃষ্টি করেন মৃত সেনার উদ্দেশে। এছাড়াও আজ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে ব্লক প্রশাসন এবং সব রাজনৈতিক দলের জেলা নেতৃত্ব৷ অগণিত মানুষের চোখের জলে ও গান স্যালুটে শেষকৃত্য সম্পন্ন হয় গঙ্গা বারার৷

Intro:আলিপুরদুয়ার:-গান স্যালুট,চোখের জল আর পুষ্পবৃষ্টিতে শেষ বিদায় হলো জন্মুতে বরফ চাপা পড়ে মৃত সেনা জওয়ান গঙ্গা বারার।

Body:কর্মরত অবস্থায় জম্নুতে বরফ চাপা পড়ে মৃত বি,এস,এফের ৭৭ নম্বর ব্যাটেলিয়নের সেনা জওয়ানের দেহ রাষ্টীয় মর্যাদায় পাচ দিন পর ঘরে ফিরলো।মৃত সেনা জওয়ানকে শেষবার চোখের দেখা দেখতে ভীড় উপচে পড়লো মাদারিহাটের বন্ধ মুজনাই চা বাগানে। চলতি মাসের ১৩ তারিখ রাতে জন্মুর নওগাও সেক্টর ডিউটি চলাকালীন ভয়াবহ তুষার ধসে মৃত্যু হয় বিএস এফ জওয়ান গঙ্গা বারার। সেদিন রাতের ঘটনায় মৃত সেনা জওয়ান গঙ্গা বারার সাথে ডিউটি করছিলেন আরো চার বি,এস,এফের জওয়ান। সকলেই তুষার ধসে চাপা পড়ে । যদিও অন্য সেনারা বাকি চারজনকে বাচাতে পারলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় গঙ্গা বারার। শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর চপারে মৃত সেনা জওয়ানের দেহ বাগডোগরা পৌছায়। আজ সকাল নয়টায় বাগডোগরা থেকে সেই দেহ সড়ক পথে বি,এস,এফের কনভয়ে মাদারিহাটের মুজনাই চা বাগানে এসে পৌছায়। মাদারিহাট থেকে মুজনাই চা বাগান পর্যন্ত মোট ১০ কিমি সড়ক পথেই হাজারে হাজারে মানুষ মৃত সেনার মরদেহে পুষ্পবৃষ্টি করে।অগণিত মানুষের চোখের জলে সিক্ত হয়ে ওঠে বন্ধ মুজনাই চা বাগানের শুষ্ক মাটি।


Conclusion:মৃত সেনার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এদিন জেলা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে ব্লক প্রশাসন এবং সমস্ত রাজনৈতিক দলের জেলা নেতৃত্ব হাজির ছিলেন মুজনাই চা বাগানে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.