আলিপুরদুয়ার, 18 জানুয়ারি : কান্নায় ভেঙে পড়ছেন পরিজনরা ৷ শোকের ছায়া গ্রামে ৷ মৃত্যুর পাঁচদিন পর জওয়ান গঙ্গা বারার কফিনবন্দী দেহ ঘরে পৌঁছাল ৷ জাতীয় পতাকায় মুড়ে, ঘরে ফিরল ৭৭ নম্বর ব্যাটেলিয়নের সেনা জওয়ানের দেহ ৷ চোখের জলে ও রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় গঙ্গা বারার ৷
১৩ জানুয়ারি রাতে জন্মুর নওগাঁ সেক্টরে প্যাট্রোলিংয়ের সময়ে ভয়াবহ তুষার ধসে মৃত্যু হয় BSF জওয়ান গঙ্গা বারার ৷ তাঁর সঙ্গে চাপা পড়া বাকি চারজন জওয়ানকে উদ্ধার করা গেলেও ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর চপারে বাগডোগরায় পৌছায় মৃতদেহ ৷ শনিবার সকাল ন'টায় বাগডোগরা থেকে সড়ক পথে BSF-এর কনভয়ে মাদারিহাটের মুজনাই চা বাগানে নিয়ে আসা হয় জওয়ানের দেহ ৷
মোট ১০ কিলোমিটার সড়ক পথেই হাজার হাজার মানুষ পুষ্পবৃষ্টি করেন মৃত সেনার উদ্দেশে। এছাড়াও আজ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে ব্লক প্রশাসন এবং সব রাজনৈতিক দলের জেলা নেতৃত্ব৷ অগণিত মানুষের চোখের জলে ও গান স্যালুটে শেষকৃত্য সম্পন্ন হয় গঙ্গা বারার৷