আলিপুরদুয়ার, 28 এপ্রিল : ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা পেলেন না আলিপুরদুয়ার পৌরসভার মাধব মোড়ের প্রবীণ নাগরিকরা ৷ প্রতিবাদে মাধব মোড়ে পথ অবরোধ করলেন শতাধিক প্রবীণ নাগরিক ৷ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরা ৷
আজ সকাল 10 টা নাগাদ স্বাস্থ্য কেন্দ্র খোলার পর জানানো হয়, মঙ্গলবার যাঁরা টোকেন নিয়ে গিয়েছেন, তাঁরাই একমাত্র টিকা পাবেন ৷ এ কথা শুনেই উত্তেজিত হয়ে পড়েন লাইনে দাঁড়িয়ে থাকা প্রবীণ নাগরিকরা ৷ ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷ সেন্টারের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ অন্যদিকে, ভয় পেয়ে সেন্টারে তালা মেরে পালিয়ে যান স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা ৷ এর পর সকাল সাড়ে 10টা থেকে আলিপুরদুয়ারের মাধব মোড়ে পথ অবরোধ করেন ৷ যার জেরে প্রায় 30 মিনিট আলিপুরদুয়ারের বক্সা-ফিডার রোড বন্ধ হয়ে থাকে ৷
আরও পড়ুন : ভ্যাকসিনের দাবিতে সোদপুর-মধ্যমগ্রাম রোড অবরোধ
পরবর্তী সময়ে পুলিশ এসে অবরোধ তুলে দেয় ৷ আন্দোলনকারী প্রবীণদের অভিযোগ বারবার তাঁরা ভ্যাকসিনের জন্য এসে ঘুরে যাচ্ছেন এবং প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন ৷ প্রসঙ্গত, কেন্দ্র সরকার থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে, ভ্যাকসিন নিতে হলে এবার থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোউইন অ্যাপে নাম রেজিস্টার করাতে হবে ৷