ETV Bharat / state

তৃণমূল বিধায়কের ত্রাণ বিলিতে সামাজিক দূরত্ব বিধি শিকেয় - corona virus

কোরোনায় সামাজিক দূরত্ব বিধি না মেনে দুস্থ শিশুদের ত্রাণ বিলি আলিপুরদুয়ারে ।

Relief delivery at Alipurduar
সামাজিক দূরত্বকে তোয়াক্কা করে ত্রাণ বিলি আলিপুরদুয়ারে
author img

By

Published : Jun 10, 2020, 1:56 PM IST

Updated : Jun 10, 2020, 2:46 PM IST

আলিপুরদুয়ার, 10 জুন : সামাজিক দূরত্ব শিকেয় । ঠাসা ভিড়ে ত্রাণ বিলি । বুধবার দুপুরে এমনই ছবি মিলল আলিপুরদুয়ারের একটি ত্রাণ বিলি অনুষ্ঠানে । দুস্থ শিশুদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী । ত্রাণ বিলি মঞ্চে হাজির ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জীব ধর, পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির রাজ্য সম্পাদিকা মৌমিতা অধিকারী ।

আজ আলিপুরদুয়ার পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের দুস্থ শিশুদের পুষ্টিযুক্ত খাদ্য বিলি করেন বিধায়ক । সকাল 11 টা থেকে ত্রাণ বিতরণ শুরু হয় । প্রায় 70-80 জন দুস্থ শিশু উপস্থিত ছিল । পরিবারের সঙ্গে শিশুরা লাইন দিয়ে ত্রাণ নিতে আসে ।

অভিযোগ, কোরোনা মোকাবিলার জন্য কোনও স্বাস্থ্য বিধি দেখা যায়নি ত্রাণ বিলি অনুষ্ঠানে । ওই অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের পক্ষ থেকেও কোনও সচেতনতা দেখা যায়নি । বিধায়ক এ প্রসঙ্গে বলেন, "রাস্তার ধারে ত্রাণ বিলি অনুষ্ঠানটি করা হয়েছে । জায়গা নেই বললেই চলে । উৎসাহী শিশুরা তাদের পরিবারকে নিয়ে চলে এসেছে । রোদের মধ্যে যাতে বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকতে হয় তাই তাড়াতাড়ি ত্রাণ বিলি করার চেষ্টা করেছি । আমি নিজে দাঁড়িয়ে থেকে সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার আবেদন করেছি ।"

আলিপুরদুয়ারে কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে । মোট কোরোনা আক্রান্ত 45 জন । এর মধ্যে শহরে কোরোনা আক্রান্ত 2 । ভিন রাজ্য থেকে জেলায় প্রবেশ করেছে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক । তাদের বেশিরভাগকে পাঠানো হয়েছে হোম কোয়ারানটিনে । কিংবা বিভিন্ন কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে । অভিযোগ উঠেছে, উপসর্গযুক্ত থাকা সত্ত্বেও লালারসের নমুনা পরীক্ষা করা হয়নি ।

আলিপুরদুয়ার, 10 জুন : সামাজিক দূরত্ব শিকেয় । ঠাসা ভিড়ে ত্রাণ বিলি । বুধবার দুপুরে এমনই ছবি মিলল আলিপুরদুয়ারের একটি ত্রাণ বিলি অনুষ্ঠানে । দুস্থ শিশুদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী । ত্রাণ বিলি মঞ্চে হাজির ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জীব ধর, পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির রাজ্য সম্পাদিকা মৌমিতা অধিকারী ।

আজ আলিপুরদুয়ার পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের দুস্থ শিশুদের পুষ্টিযুক্ত খাদ্য বিলি করেন বিধায়ক । সকাল 11 টা থেকে ত্রাণ বিতরণ শুরু হয় । প্রায় 70-80 জন দুস্থ শিশু উপস্থিত ছিল । পরিবারের সঙ্গে শিশুরা লাইন দিয়ে ত্রাণ নিতে আসে ।

অভিযোগ, কোরোনা মোকাবিলার জন্য কোনও স্বাস্থ্য বিধি দেখা যায়নি ত্রাণ বিলি অনুষ্ঠানে । ওই অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের পক্ষ থেকেও কোনও সচেতনতা দেখা যায়নি । বিধায়ক এ প্রসঙ্গে বলেন, "রাস্তার ধারে ত্রাণ বিলি অনুষ্ঠানটি করা হয়েছে । জায়গা নেই বললেই চলে । উৎসাহী শিশুরা তাদের পরিবারকে নিয়ে চলে এসেছে । রোদের মধ্যে যাতে বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকতে হয় তাই তাড়াতাড়ি ত্রাণ বিলি করার চেষ্টা করেছি । আমি নিজে দাঁড়িয়ে থেকে সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার আবেদন করেছি ।"

আলিপুরদুয়ারে কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে । মোট কোরোনা আক্রান্ত 45 জন । এর মধ্যে শহরে কোরোনা আক্রান্ত 2 । ভিন রাজ্য থেকে জেলায় প্রবেশ করেছে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক । তাদের বেশিরভাগকে পাঠানো হয়েছে হোম কোয়ারানটিনে । কিংবা বিভিন্ন কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে । অভিযোগ উঠেছে, উপসর্গযুক্ত থাকা সত্ত্বেও লালারসের নমুনা পরীক্ষা করা হয়নি ।

Last Updated : Jun 10, 2020, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.