আলিপুরদুয়ার, 12 জুলাই : তোলা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ দেখাল বীরপাড়া ট্রাক অ্যাসোসিয়েশনের । গতকাল পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর সঙ্গে দেখা করে অভিযোগও জাননো হয় ।
সংগঠনের অভিযোগ, পুলিশের মদতেই এক শ্রেণির প্রশাসনিক কর্তা, MVI কর্তারা রাজ্য ও ভিনরাজ্যের ট্রাক থেকে প্রতি মাসে আট হাজার থেকে তোলা আদায় করছে । বদলে প্রতি মাসে দেওয়া হচ্ছে আলাদা আলাদা কুপন । এর প্রতিবাদেই বিক্ষোভ দেখায় বীরপাড়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন । এ নিয়ে আগামী বুধবার মুখ্যমন্ত্রী ও রাজ্যেপালের কাছে অভিযোগ জানাবে তারা ।
আরও পড়ুন : শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে
সংগঠনের সম্পাদক উৎপল রায় বলেন, "পুলিশ সুপারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে । তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করবেন ।"
আরও পড়ুন : দলীয় কাউন্সিলদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের রাজ্য সহ-সভাপতির