ETV Bharat / state

তোলা আদায়ের প্রতিবাদ, বিক্ষোভ - Aggitation

ট্রাক থেকে তোলা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ দেখাল বীরপাড়া ট্রাক অ্যাসোসিয়েশন । সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন।

বীরপাড়া থানায় ট্রাক সংগঠনের সদস্যদের বিক্ষোভ
author img

By

Published : Jul 12, 2019, 10:28 AM IST

আলিপুরদুয়ার, 12 জুলাই : তোলা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ দেখাল বীরপাড়া ট্রাক অ্যাসোসিয়েশনের । গতকাল পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর সঙ্গে দেখা করে অভিযোগও জাননো হয় ।

সংগঠনের অভিযোগ, পুলিশের মদতেই এক শ্রেণির প্রশাসনিক কর্তা, MVI কর্তারা রাজ্য ও ভিনরাজ্যের ট্রাক থেকে প্রতি মাসে আট হাজার থেকে তোলা আদায় করছে । বদলে প্রতি মাসে দেওয়া হচ্ছে আলাদা আলাদা কুপন । এর প্রতিবাদেই বিক্ষোভ দেখায় বীরপাড়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন । এ নিয়ে আগামী বুধবার মুখ্যমন্ত্রী ও রাজ্যেপালের কাছে অভিযোগ জানাবে তারা ।

আরও পড়ুন : শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

সংগঠনের সম্পাদক উৎপল রায় বলেন, "পুলিশ সুপারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে । তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করবেন ।"

আরও পড়ুন : দলীয় কাউন্সিলদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের রাজ্য সহ-সভাপতির

আলিপুরদুয়ার, 12 জুলাই : তোলা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ দেখাল বীরপাড়া ট্রাক অ্যাসোসিয়েশনের । গতকাল পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর সঙ্গে দেখা করে অভিযোগও জাননো হয় ।

সংগঠনের অভিযোগ, পুলিশের মদতেই এক শ্রেণির প্রশাসনিক কর্তা, MVI কর্তারা রাজ্য ও ভিনরাজ্যের ট্রাক থেকে প্রতি মাসে আট হাজার থেকে তোলা আদায় করছে । বদলে প্রতি মাসে দেওয়া হচ্ছে আলাদা আলাদা কুপন । এর প্রতিবাদেই বিক্ষোভ দেখায় বীরপাড়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন । এ নিয়ে আগামী বুধবার মুখ্যমন্ত্রী ও রাজ্যেপালের কাছে অভিযোগ জানাবে তারা ।

আরও পড়ুন : শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

সংগঠনের সম্পাদক উৎপল রায় বলেন, "পুলিশ সুপারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে । তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করবেন ।"

আরও পড়ুন : দলীয় কাউন্সিলদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের রাজ্য সহ-সভাপতির

Intro:আলিপুরদুয়ারঃ-জেলা পুলিশ সুপারের নির্দেশে লড়ি থেকে টাকা তুলছে পুলিশ।এই অভিযোগ নিয়ে চলতি মাসের ১৭ তারিখ মুখ্যমন্ত্রী ও রাজ্যেপালের দ্বারস্ত হচ্ছে বীড়পাড়া ট্রাক ওনার্স আ্যসোশিয়েশনের সদস্যরা।

Body:তার আগে বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের সাথে দেখা করলেন ট্রাক ওনার্স আ্যসোশিয়েশনের প্রতিনিধি দল।তবে সংবাদ মাধ্যেমে জেলা পুলিশ সুপার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কোন মন্তব্য করেন নি।

মঙ্গলবার বীড়পাড়া ট্রাক ওনার্স আ্যসোশিয়েশনের সদস্যরা বীড়পাড়া থানায় জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে ট্রাক থেকে টাকা তোলার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। তার পর তারা একটি স্মারকলিপি বীড়পাড়া থানা মারফত আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দেন।

সেই পরিপ্রেক্ষিতে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি বীড়পাড়া ট্রাক ওনার্স আ্যসোশিয়েশনের কর্মকর্তাদের তার অফিসে ডেকে পাঠান।সেখানে তিনি এই প্রতিনিধি দলের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন। যদিও আলোচনা শেষে এই বিষয়ে জেলা পুলিশ সুপার সংবাদ মাধ্যমে কোন মন্তব্য করেন নি।

তবে প্রতিনিধি দলের তরফে সংগঠনের সম্পাদক উৎপল রায় জানান যে পুলিশ সুপারের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি জানিয়েছেন তিনি জেলায় নতুন এসেছেন। এখনও তিনি জেলার সব থানা রাস্তা চিনে উঠতে পারেননি। তাই টাকা কোন পুলিশ তুলছে সেটা তার জানা নেই। তিনি আশ্বস্ত করেছেন তিনি অবৈধ এই টাকা তোলা বন্ধ করে দেবেন। এবং যেই পুলিশ টাকা তুলছে তাদের নেম প্লেট দেখে তাদের নামে ওনাকে অভিযোগ করতে বলেছেন। তিনি ব্যাবস্থা গ্রহন করবেন।এবং জেলা পুলিশ সুপার এও জানিয়েছেন যে টাকা তোলা কান্ডে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।যে সব পুলিশকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হবে তাদের টাকা ফেরত দিতে হবে।পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে।

Conclusion:ক্ষোদ জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে ট্রাক থেকে টাকা তোলারঅভিযোগ করেছিলেন। ১৭ তারিখ মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য পালকে এই বিষয়ে কি বলবেন? জানতে চাওয়া হয় ট্রাক ওনার্স আ্যসোশিয়েশনের সম্পাদক উৎপল রায়ের কাছে।
উৎপল রায় জানান আজ জেলা পুলিশ সুপারের সাথে আলোচনা করে যে কথা হয়েছে তা বিস্তারিত জানাবো। এর পর আবার যদি আমাদের থেকে অবৈধ ভাবে টাকা নেওয়া হয় তবে এই আন্দোলন রাজ্য ব্যাপি শুরু হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.