ETV Bharat / state

ফের ইমার্জেন্সি ব্রেক কষে হাতির প্রাণ বাঁচালেন ট্রেনচালক

হঠাৎই ট্রেনের সামনে চলে আসে একপাল হাতি ৷ ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামালেন চালক ৷ আলিপুরদুয়ারের বক্সার রাজাভাত খাওয়া জঙ্গলের ঘটনা ৷

author img

By

Published : Aug 2, 2019, 11:33 PM IST

Updated : Aug 2, 2019, 11:41 PM IST

ফাইল ছবি

আলিপুরদুয়ার, 2 অগাস্ট : ট্রেনের সামনে হাতির পাল ৷ ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামালেন চালক ৷ আলিপুরদুয়ারের বক্সার রাজাভাত খাওয়া জঙ্গল সংগলগ্ন ট্রেন লাইনের ঘটনা ৷ গত এগারো দিনের মধ্যে এরকম ঘটনা তৃতীয়বার ঘটল ৷

প্রথম ঘটনাটি ঘটে জুলাই মাসের 23 তারিখ ৷ দ্বিতায়টি জুলাই মাসের 25 তারিখ ৷ রাজাভাত খাওয়া জঙ্গল সংলগ্ন এলাকার ঘটনাটি গতকালের ৷ আপ রাঁচি-কামাক্ষ্যা এক্সপ্রেস সবে রাজাভাত খাওয়া রেল স্টেশন অতিক্রম করেছে ৷ 154/4-5 নম্বর পিলারের সামনে হঠাৎই ট্রেনের সামনে একদল হাতি চলে আসে ৷ দলটিতে মোট 10টি হাতি ছিল ৷ দেখতে পেয়েই দ্রুত ইমার্জেন্সি ব্রেক কষেন চালক যুবরাজ অমিত ও জাগির সিং ৷ হাতিদের থেকে মাত্র 30 মিটার দূরে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি ৷ প্রায় 20 মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে ট্রেনটি ৷ হাতির পাল লাইন পার করে জঙ্গলে ঢুকে গেলে ফের ট্রেন চালানো হয় ৷

দেখুন ভিডিয়ো

উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের বিভাগীয় মুখ্য প্রবন্ধক SK জৈন বলেন,"পর পর তিনটি ঘটনা প্রমাণ করল ট্রেন চালকরা কতটা সতর্ক হয়ে জঙ্গলের রেলপথে ট্রেন চালায় । চালক ও সহচালকের তৎপরতায় যে তিনটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে সেই চালক ও সহচালকদের রেলের তরফে পুরস্কৃত করা হবে । "

আলিপুরদুয়ার, 2 অগাস্ট : ট্রেনের সামনে হাতির পাল ৷ ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামালেন চালক ৷ আলিপুরদুয়ারের বক্সার রাজাভাত খাওয়া জঙ্গল সংগলগ্ন ট্রেন লাইনের ঘটনা ৷ গত এগারো দিনের মধ্যে এরকম ঘটনা তৃতীয়বার ঘটল ৷

প্রথম ঘটনাটি ঘটে জুলাই মাসের 23 তারিখ ৷ দ্বিতায়টি জুলাই মাসের 25 তারিখ ৷ রাজাভাত খাওয়া জঙ্গল সংলগ্ন এলাকার ঘটনাটি গতকালের ৷ আপ রাঁচি-কামাক্ষ্যা এক্সপ্রেস সবে রাজাভাত খাওয়া রেল স্টেশন অতিক্রম করেছে ৷ 154/4-5 নম্বর পিলারের সামনে হঠাৎই ট্রেনের সামনে একদল হাতি চলে আসে ৷ দলটিতে মোট 10টি হাতি ছিল ৷ দেখতে পেয়েই দ্রুত ইমার্জেন্সি ব্রেক কষেন চালক যুবরাজ অমিত ও জাগির সিং ৷ হাতিদের থেকে মাত্র 30 মিটার দূরে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি ৷ প্রায় 20 মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে ট্রেনটি ৷ হাতির পাল লাইন পার করে জঙ্গলে ঢুকে গেলে ফের ট্রেন চালানো হয় ৷

দেখুন ভিডিয়ো

উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের বিভাগীয় মুখ্য প্রবন্ধক SK জৈন বলেন,"পর পর তিনটি ঘটনা প্রমাণ করল ট্রেন চালকরা কতটা সতর্ক হয়ে জঙ্গলের রেলপথে ট্রেন চালায় । চালক ও সহচালকের তৎপরতায় যে তিনটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে সেই চালক ও সহচালকদের রেলের তরফে পুরস্কৃত করা হবে । "

Intro:আলিপুরদুয়ারঃ-ইমার্জেন্সি ব্রেক কষেই ফের ট্রেনে কাটার হাত থেকে একদল হাতিকে বাচিয়ে দিল ট্রেন চালক।মাত্র ১১ দিনের ব্যাবধানে বক্সার রাজাভাত খাওয়া জঙ্গলে হাতি ট্রেন সংঘর্ষের তিনটি বড় দূর্ঘটনা রুখে দিল ট্রেন চালকরা।

Body:প্রথম ঘটনাটি ঘটে ২৩ জুলাই, দ্বিতীয় ঘটনাটি ঘটে ২৫ জুলাই শেষ ঘটনাটি ঘটেছে ১ লা আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাচটায়।তিনটি ঘটনাই ঘটেছে বক্সা টাইগার রিজার্ভের রাজাভাত খাওয়ার জঙ্গলে।
বৃহস্পতিবার আপ রাচি কামাক্ষ্যা এক্সপ্রেস ট্রেনটি রাজাভাত খাওয়া রেল ষ্টেশন পার করার দুশো মিটারের মধ্যেই ১৫৪/৪-৫ পিলারের সামনে দশটি হাতির একটি পাল দেখতে পায় ট্রেন চালক যুবরাজ অমিত এবং সহচালক জাগির সিং। সাথে সাথেই ইমার্জেন্সি ব্রেক কষে তারা ট্রেনটির গতিবেগ নিয়ন্ত্রণে আনেন। হাতি গুলোর থেকে মাত্র ২৫-৩০ মিটার দূরে থেকে যায় ট্রেন। এর পর সহ চালক জাগির সিং তার মোবাইলের ক্যামেরা থেকে ট্রেন লাইনের উপর দাড়িয়ে থাকা হাতি গুলোর ছবি তোলেন। প্রায় ২০ মিনিট ট্রেনটি হাতির দলটির জন্য দাঁড়িয়ে থাকে। এর পর দুলকি চালে হাতি গুলো একে একে জঙ্গলে ঢুকে পড়ে। তার পর গন্তব্যের উদ্দেশে রওনা হয় ট্রেন।


Conclusion:উত্তর-পূর্ব সিমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের বিভাগীয় মূখ্য প্রবন্ধক এস,কে জৈন বলেন পর পর তিনটি ঘটনা প্রমান করল ট্রেন চালকরা কতটা সতর্ক হয়ে জঙ্গলের রেল পথে রেল চালায়।চালক এবং সহ চালকদের তৎপরতায় যে তিনটি বড় দূর্ঘটনা এড়ানো গেছে সেই ট্রেন চালক, এবং সহ চালকদের রেল পুরস্কৃত করবে।
Last Updated : Aug 2, 2019, 11:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.