ETV Bharat / state

চাকরির নামে 10 কোটি টাকা প্রতারণার অভিযোগে ধৃত প্রাইমারি শিক্ষক - Alipurduar

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রাইমারি স্কুল শিক্ষক ৷ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্কুল শিক্ষকের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা এবং মাকে । ধৃত স্কুল শিক্ষক এত বড় ঘটনার সাথে একাই জড়িত না এর পেছনে বড় কোনও চক্র জড়িত তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে ৷

Alipurduar police court
আলিপুরদুয়ার পুলিশ কোর্ট
author img

By

Published : Feb 21, 2020, 5:13 AM IST

আলিপুরদুয়ার, 20 ফেব্রুয়ারি : সেচ দপ্তর, খাদ্য দপ্তর ও প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এক প্রাইমারি স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে কুমারগ্রাম থানার পুলিশ৷ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্কুল শিক্ষকের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা এবং মাকে । আজ ধৃত তিনজনকে আলিপুরদুয়ার আদালতে নিয়ে আসে কুমারগ্রাম থানার পুলিশ । বিচারক অভিযুক্ত বাবা-ছেলেকে সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন । অভিযুক্ত শিক্ষকের মাকে সাতদিনের জেল হেপাজতে পাঠিয়েছেন বিচারক । কুমারগ্রাম থানার IC বাসুদেব সরকার জানিয়েছেন, অভিযুক্ত স্কুল শিক্ষকের নাম পার্থ সরকার, তাঁর বাবা আনন্দময় সরকার, অভিযুক্তের মা রত্না সরকার । অভিযুক্ত তিনজনকেই গতকাল রাতে বারোবিশার সুভাষপল্লি থেকে গ্রেপ্তার করে পুলিশ ।

বারোবিশার স্থানীয় ২৫ জন প্রতারিত বেকার যুবকদের লিখিত অভিযোগের ভিত্তিতে একই পরিবারের আট জন আত্মীয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয় । 3 জনকে পুলিশ গ্রেপ্তার করলেও আরও 5 জন অভিযুক্ত প্রতারক এলাকা ছেড়ে পালিয়েছে । অভিযুক্ত শিক্ষক রায়ডাক ফরেস্ট ভিলেজ BFP প্রাইমারি স্কুলের শিক্ষক । প্রতারিত যুবকদের অভিযোগ, তাঁদের সরকারি চাকরি পাইয়ে দেওযার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত শিক্ষক পার্থ সরকার এবং তার পরিবারের লোকেরা প্রায় ১০০ জনের থেকে নগদ ১০ কোটি টাকা প্রতারণা করেছে ।

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ধৃত প্রাইমারি স্কুল শিক্ষক

ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষক বেশ কিছু যুবককে চাকরির ভুয়ো কাগজপত্র দিয়ে কলকাতায় ট্রেনিং এ পাঠান । চাকরিতে যোগদানের সময় যুবকরা বুঝতে পারেন তাঁদের সাথে প্রতারণা করেছেন ওই শিক্ষক । এরপর পার্থ সরকারকে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন তাঁরা । স্কুল যাওয়া বন্ধ করে দিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্ত শিক্ষক । প্রতারিত যুবকরা বলেন, অভিযুক্ত স্কুল শিক্ষক এবং তার পরিবার কোচবিহার, অসম, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে প্রায় ১০০ জনের থেকে ১০ কোটি টাকা প্রতারণা করেছে । বারোবিশার প্রতারিত যুবক গোপাল দত্ত বলেন, ভূমি দপ্তরের চাকরির জন্য আমার থেকে 9 লাখ টাকা নিয়েছিল ওই শিক্ষক। আর এক প্রতারিত দেবর্ষি ঘোষ বলেন, "প্রাইমারি স্কুলের চাকরির জন্য আমি দিয়েছিলাম 12 লাখ টাকা৷" প্রণব সাধ্য নামে আর একজন বলেন, "পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য আমার থেকে নিয়েছে ১৮ লাখ টাকা ৷" অপর এক যুবক সুবোধ সরকার বলেন, "আবগারি দপ্তরে চাকরির জন্য দিয়েছিলাম 16 লাখ টাকা।"

আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ‘‘নির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে লস্করপাড়া প্রাথমিক স্কুলের শিক্ষক পার্থ সরকার সহ তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়েছে । এই ঘটনার সাথে যুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।’’

ধৃত স্কুল শিক্ষক এত বড় ঘটনার সাথে একাই জড়িত না, এর পেছনে বড় কোনও চক্র জড়িত তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই BJP এবং শাসকদল তৃণমূলের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে । কুমারগ্রামের বারোবিশার বাসিন্দা তথা আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার বলেন, ওই অভিযুক্ত শিক্ষকের সাথে BJP-র ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে । অন্যদিকে BJP-র জেলা সম্পাদক মনোজ ওরাওঁ বলেন, ধৃত ওই শিক্ষক তৃণমূলের জেলা নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ । চাকরি দেওযার নামে ১০ কোটি টাকা তোলার ঘটনায ওই শিক্ষক একটা পেয়াদা মাত্র । পুলিশ ঠিকমতো কাজ করলে রাঘববোয়ালদের খুঁজে পেতে বেশি সময় লাগবে না।

আজ আদালতে যাওয়ার পথে অভিযুক্ত শিক্ষক ও তাঁর মা গোটা বিষয়টি অস্বীকার করেছেন । অভিযুক্তদের বক্তব্য, তাঁদের ফাঁসানো হয়েছে ৷

আলিপুরদুয়ার, 20 ফেব্রুয়ারি : সেচ দপ্তর, খাদ্য দপ্তর ও প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এক প্রাইমারি স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে কুমারগ্রাম থানার পুলিশ৷ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্কুল শিক্ষকের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা এবং মাকে । আজ ধৃত তিনজনকে আলিপুরদুয়ার আদালতে নিয়ে আসে কুমারগ্রাম থানার পুলিশ । বিচারক অভিযুক্ত বাবা-ছেলেকে সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন । অভিযুক্ত শিক্ষকের মাকে সাতদিনের জেল হেপাজতে পাঠিয়েছেন বিচারক । কুমারগ্রাম থানার IC বাসুদেব সরকার জানিয়েছেন, অভিযুক্ত স্কুল শিক্ষকের নাম পার্থ সরকার, তাঁর বাবা আনন্দময় সরকার, অভিযুক্তের মা রত্না সরকার । অভিযুক্ত তিনজনকেই গতকাল রাতে বারোবিশার সুভাষপল্লি থেকে গ্রেপ্তার করে পুলিশ ।

বারোবিশার স্থানীয় ২৫ জন প্রতারিত বেকার যুবকদের লিখিত অভিযোগের ভিত্তিতে একই পরিবারের আট জন আত্মীয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয় । 3 জনকে পুলিশ গ্রেপ্তার করলেও আরও 5 জন অভিযুক্ত প্রতারক এলাকা ছেড়ে পালিয়েছে । অভিযুক্ত শিক্ষক রায়ডাক ফরেস্ট ভিলেজ BFP প্রাইমারি স্কুলের শিক্ষক । প্রতারিত যুবকদের অভিযোগ, তাঁদের সরকারি চাকরি পাইয়ে দেওযার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত শিক্ষক পার্থ সরকার এবং তার পরিবারের লোকেরা প্রায় ১০০ জনের থেকে নগদ ১০ কোটি টাকা প্রতারণা করেছে ।

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ধৃত প্রাইমারি স্কুল শিক্ষক

ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষক বেশ কিছু যুবককে চাকরির ভুয়ো কাগজপত্র দিয়ে কলকাতায় ট্রেনিং এ পাঠান । চাকরিতে যোগদানের সময় যুবকরা বুঝতে পারেন তাঁদের সাথে প্রতারণা করেছেন ওই শিক্ষক । এরপর পার্থ সরকারকে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন তাঁরা । স্কুল যাওয়া বন্ধ করে দিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্ত শিক্ষক । প্রতারিত যুবকরা বলেন, অভিযুক্ত স্কুল শিক্ষক এবং তার পরিবার কোচবিহার, অসম, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে প্রায় ১০০ জনের থেকে ১০ কোটি টাকা প্রতারণা করেছে । বারোবিশার প্রতারিত যুবক গোপাল দত্ত বলেন, ভূমি দপ্তরের চাকরির জন্য আমার থেকে 9 লাখ টাকা নিয়েছিল ওই শিক্ষক। আর এক প্রতারিত দেবর্ষি ঘোষ বলেন, "প্রাইমারি স্কুলের চাকরির জন্য আমি দিয়েছিলাম 12 লাখ টাকা৷" প্রণব সাধ্য নামে আর একজন বলেন, "পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য আমার থেকে নিয়েছে ১৮ লাখ টাকা ৷" অপর এক যুবক সুবোধ সরকার বলেন, "আবগারি দপ্তরে চাকরির জন্য দিয়েছিলাম 16 লাখ টাকা।"

আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ‘‘নির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে লস্করপাড়া প্রাথমিক স্কুলের শিক্ষক পার্থ সরকার সহ তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়েছে । এই ঘটনার সাথে যুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।’’

ধৃত স্কুল শিক্ষক এত বড় ঘটনার সাথে একাই জড়িত না, এর পেছনে বড় কোনও চক্র জড়িত তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই BJP এবং শাসকদল তৃণমূলের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে । কুমারগ্রামের বারোবিশার বাসিন্দা তথা আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার বলেন, ওই অভিযুক্ত শিক্ষকের সাথে BJP-র ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে । অন্যদিকে BJP-র জেলা সম্পাদক মনোজ ওরাওঁ বলেন, ধৃত ওই শিক্ষক তৃণমূলের জেলা নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ । চাকরি দেওযার নামে ১০ কোটি টাকা তোলার ঘটনায ওই শিক্ষক একটা পেয়াদা মাত্র । পুলিশ ঠিকমতো কাজ করলে রাঘববোয়ালদের খুঁজে পেতে বেশি সময় লাগবে না।

আজ আদালতে যাওয়ার পথে অভিযুক্ত শিক্ষক ও তাঁর মা গোটা বিষয়টি অস্বীকার করেছেন । অভিযুক্তদের বক্তব্য, তাঁদের ফাঁসানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.