ETV Bharat / state

অপহৃতা কিশোরীকে উদ্ধার করল পুলিশ - কিশোরীকে উদ্ধার করল পুলিশ

অপহরণের প্রায় 45 দিন পরে উত্তর 24 পরগনার জগদ্দল থেকে উদ্ধার কিশোরী।গত মার্চ মাসের 21 তারিখ কুমারগ্রাম থানার বারোবিশা পুলিশ ফাঁড়িতে একটি অপহরণের অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা।একটি মোবাইল ফোনের সূত্র ধরে উত্তর 24 পরগনার জগদ্দল থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীকে । গ্রেপ্তার করা হয় বিশাল পাসওয়ান নামের 26 বছর বয়সের এক গাড়ির চালককে।

abducted girl
অপহৃতা কিশোরী
author img

By

Published : May 5, 2020, 11:23 PM IST

আলিপুরদুয়ার,5 মে : পুলিশের তৎপরতায় অপহরণের প্রায় 45 দিন পরে উত্তর 24 পরগনার জগদ্দল থেকে উদ্ধার অপহৃতা কিশোরী।গত মার্চ মাসের 21 তারিখ কুমারগ্রাম থানার বারোবিশা পুলিশ ফাঁড়িতে একটি অপহরণের অভিযোগ দায়ের করেন অপহৃতা কিশোরীর বাবা। তারপর শুরু হয় তদন্ত।এরই মধ্যে মেয়েটির বাবার কাছে টাকা চেয়ে ফোন আসে।দুই লাখ টাকা দিলে মেয়েকে ছাড়া হবে।সেই অভিযোগও কিশোরীর বাবা পুলিশের কাছে জানান।কিন্তু তারপরই শুরু হয়ে যায় লক ডাউন।কিন্তু থেমে থাকেনি তদন্ত।

একটি মোবাইল ফোনের সূত্র ধরে উত্তর 24 পরগনার জগদ্দল থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীকে । গ্রেপ্তার করা হয় বিশাল পাসওয়ান নামের 26 বছর বয়সের এক গাড়ির চালককে।

মেয়েটির মায়ের অভিযোগ, তার মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।l তিনি বলেন," যে মেয়ে বাড়ি থেকে শুধু স্কুল ও টিউশন পড়তে যেত, বাজারে পর্যন্ত যেত না ,সে জগদ্দলে চলে গেল?" বিশাল পাসোয়ান এই অভিযোগ অস্বীকার করেছে। ওই নাবালিকাকে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। কিন্তু তাকে 14 দিন কোয়ারানটিন সেন্টারে থাকতে বলা হয়েছে।
আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, লকডাউনেও এই তদন্ত থামায়নি পুলিশ।মোবাইল ফোনের সূত্র ধরে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের 14 দিন জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আলিপুরদুয়ার আদালত।

আলিপুরদুয়ার,5 মে : পুলিশের তৎপরতায় অপহরণের প্রায় 45 দিন পরে উত্তর 24 পরগনার জগদ্দল থেকে উদ্ধার অপহৃতা কিশোরী।গত মার্চ মাসের 21 তারিখ কুমারগ্রাম থানার বারোবিশা পুলিশ ফাঁড়িতে একটি অপহরণের অভিযোগ দায়ের করেন অপহৃতা কিশোরীর বাবা। তারপর শুরু হয় তদন্ত।এরই মধ্যে মেয়েটির বাবার কাছে টাকা চেয়ে ফোন আসে।দুই লাখ টাকা দিলে মেয়েকে ছাড়া হবে।সেই অভিযোগও কিশোরীর বাবা পুলিশের কাছে জানান।কিন্তু তারপরই শুরু হয়ে যায় লক ডাউন।কিন্তু থেমে থাকেনি তদন্ত।

একটি মোবাইল ফোনের সূত্র ধরে উত্তর 24 পরগনার জগদ্দল থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীকে । গ্রেপ্তার করা হয় বিশাল পাসওয়ান নামের 26 বছর বয়সের এক গাড়ির চালককে।

মেয়েটির মায়ের অভিযোগ, তার মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।l তিনি বলেন," যে মেয়ে বাড়ি থেকে শুধু স্কুল ও টিউশন পড়তে যেত, বাজারে পর্যন্ত যেত না ,সে জগদ্দলে চলে গেল?" বিশাল পাসোয়ান এই অভিযোগ অস্বীকার করেছে। ওই নাবালিকাকে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। কিন্তু তাকে 14 দিন কোয়ারানটিন সেন্টারে থাকতে বলা হয়েছে।
আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, লকডাউনেও এই তদন্ত থামায়নি পুলিশ।মোবাইল ফোনের সূত্র ধরে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের 14 দিন জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আলিপুরদুয়ার আদালত।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.