ETV Bharat / state

করোনা উপসর্গ নিয়ে বাড়িতেই মৃত্যু, 17 ঘণ্টা পর দেহ সমাধিস্থ করল রেড ভলান্টিয়ার্সরা - মাদারিহাট

জ্বর আসার পর থেকেই প্রভাষু রায়কে করোনার পরীক্ষা করাতে বলা হয়েছিল ৷ করোনা হতে পারে, সেই আতঙ্ক থেকেই টেস্ট করাননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্বাস্থ্যকর্মীরা বারবার অনুরোধ করলেও লালারসের পরীক্ষা করাতে রাজি হননি তিনি । অবশেষে গতকাল সন্ধ্যায় বাড়িতেই মৃত্যু হয় প্রভাষু রায়ের ।

person die at home with corona symptoms after 17 hours Red Volunteers bury the body in alipurduar
করোনা উপসর্গ নিয়ে বাড়িতেই মৃত্যু, 17 ঘণ্টা পর দেহ সমাধিস্থ করল রেড ভলান্টিয়ার্সরা
author img

By

Published : May 27, 2021, 7:18 PM IST

মাদারিহাট, 27 মে : করোনার উপসর্গ নিয়ে বুধবার বাড়িতেই মারা যান আলিপুরদুয়ারের মাদারিহাট থানার রাঙ্গালিবাজনার বাসিন্দা প্রভাষু রায় । দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন ওই ব্যক্তি । কিন্তু, দিনভর তাঁর দেহ বাড়িতেই পরে রইল ৷ প্রায় 17 ঘণ্টা পরে, মাদারিহাট-বীরপাড়া ব্লকের রেড ভলান্টিয়ার্সরা প্রভাষু রায়ের দেহ নিয়ে গিয়ে সমাধিস্থ করেন ৷ পরিবারের দেহ সৎকার করার ক্ষমতা না থাকায় গ্রামের একটি খালের ধারে দেহ সমাধিস্থ করে দেন রেড ভলান্টিয়ার্সরা ৷

প্রসঙ্গত, জ্বর আসার পর থেকেই প্রভাষু রায়কে করোনার পরীক্ষা করাতে বলা হয়েছিল ৷ করোনা হতে পারে, সেই আতঙ্ক থেকেই টেস্ট করাননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্বাস্থ্যকর্মীরা বারবার অনুরোধ করলেও লালারসের পরীক্ষা করাতে রাজি হননি তিনি । অবশেষে গতকাল সন্ধ্যায় বাড়িতেই মৃত্যু হয় প্রভাষু রায়ের । মৃত্যুর খবর চাউর হতেই করোনার আতঙ্ক ছড়ায় ওই এলাকা ৷ অভিযোগ বুধবার সন্ধ্যা ছ’টায় ওই ব্যক্তির মৃত্যু হলেও, কেউই মৃতদেহ সৎকারের জন্য এগিয়ে আসেনি । মৃৃতের স্ত্রী ও একমাত্র কন্যা চরম দুর্যোগের মধ্যে রাতভোর দেহ আগলে রেখে বসেছিলেন ৷

আরও পড়ুন : পশ্চিম বর্ধমানে একদিনে 10 জনের মৃত্যু

শেষ পর্যন্ত ত্রাতার ভুমিকায় এগিয়ে আসেন আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের রেড ভলান্টিয়ার্সরা । প্রভাষু রায় মৃত্যুর প্রায় সতেরো ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে রেড ভলান্টিয়ার্সরা গ্রামের একটি খালের ধারে প্রভাষু রায়ের দেহ সমাধিস্থ করেন । কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, দাহ করার জন্য জ্বালানি কাঠ কেনার টাকা পরিবারের কাছে ছিল না ৷ ওই টাকা জোগাড় করতে পারেনি মৃতের পরিবার ।

মাদারিহাট, 27 মে : করোনার উপসর্গ নিয়ে বুধবার বাড়িতেই মারা যান আলিপুরদুয়ারের মাদারিহাট থানার রাঙ্গালিবাজনার বাসিন্দা প্রভাষু রায় । দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন ওই ব্যক্তি । কিন্তু, দিনভর তাঁর দেহ বাড়িতেই পরে রইল ৷ প্রায় 17 ঘণ্টা পরে, মাদারিহাট-বীরপাড়া ব্লকের রেড ভলান্টিয়ার্সরা প্রভাষু রায়ের দেহ নিয়ে গিয়ে সমাধিস্থ করেন ৷ পরিবারের দেহ সৎকার করার ক্ষমতা না থাকায় গ্রামের একটি খালের ধারে দেহ সমাধিস্থ করে দেন রেড ভলান্টিয়ার্সরা ৷

প্রসঙ্গত, জ্বর আসার পর থেকেই প্রভাষু রায়কে করোনার পরীক্ষা করাতে বলা হয়েছিল ৷ করোনা হতে পারে, সেই আতঙ্ক থেকেই টেস্ট করাননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্বাস্থ্যকর্মীরা বারবার অনুরোধ করলেও লালারসের পরীক্ষা করাতে রাজি হননি তিনি । অবশেষে গতকাল সন্ধ্যায় বাড়িতেই মৃত্যু হয় প্রভাষু রায়ের । মৃত্যুর খবর চাউর হতেই করোনার আতঙ্ক ছড়ায় ওই এলাকা ৷ অভিযোগ বুধবার সন্ধ্যা ছ’টায় ওই ব্যক্তির মৃত্যু হলেও, কেউই মৃতদেহ সৎকারের জন্য এগিয়ে আসেনি । মৃৃতের স্ত্রী ও একমাত্র কন্যা চরম দুর্যোগের মধ্যে রাতভোর দেহ আগলে রেখে বসেছিলেন ৷

আরও পড়ুন : পশ্চিম বর্ধমানে একদিনে 10 জনের মৃত্যু

শেষ পর্যন্ত ত্রাতার ভুমিকায় এগিয়ে আসেন আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের রেড ভলান্টিয়ার্সরা । প্রভাষু রায় মৃত্যুর প্রায় সতেরো ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে রেড ভলান্টিয়ার্সরা গ্রামের একটি খালের ধারে প্রভাষু রায়ের দেহ সমাধিস্থ করেন । কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, দাহ করার জন্য জ্বালানি কাঠ কেনার টাকা পরিবারের কাছে ছিল না ৷ ওই টাকা জোগাড় করতে পারেনি মৃতের পরিবার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.