মাদারিহাট, 27 মে : করোনার উপসর্গ নিয়ে বুধবার বাড়িতেই মারা যান আলিপুরদুয়ারের মাদারিহাট থানার রাঙ্গালিবাজনার বাসিন্দা প্রভাষু রায় । দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন ওই ব্যক্তি । কিন্তু, দিনভর তাঁর দেহ বাড়িতেই পরে রইল ৷ প্রায় 17 ঘণ্টা পরে, মাদারিহাট-বীরপাড়া ব্লকের রেড ভলান্টিয়ার্সরা প্রভাষু রায়ের দেহ নিয়ে গিয়ে সমাধিস্থ করেন ৷ পরিবারের দেহ সৎকার করার ক্ষমতা না থাকায় গ্রামের একটি খালের ধারে দেহ সমাধিস্থ করে দেন রেড ভলান্টিয়ার্সরা ৷
প্রসঙ্গত, জ্বর আসার পর থেকেই প্রভাষু রায়কে করোনার পরীক্ষা করাতে বলা হয়েছিল ৷ করোনা হতে পারে, সেই আতঙ্ক থেকেই টেস্ট করাননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্বাস্থ্যকর্মীরা বারবার অনুরোধ করলেও লালারসের পরীক্ষা করাতে রাজি হননি তিনি । অবশেষে গতকাল সন্ধ্যায় বাড়িতেই মৃত্যু হয় প্রভাষু রায়ের । মৃত্যুর খবর চাউর হতেই করোনার আতঙ্ক ছড়ায় ওই এলাকা ৷ অভিযোগ বুধবার সন্ধ্যা ছ’টায় ওই ব্যক্তির মৃত্যু হলেও, কেউই মৃতদেহ সৎকারের জন্য এগিয়ে আসেনি । মৃৃতের স্ত্রী ও একমাত্র কন্যা চরম দুর্যোগের মধ্যে রাতভোর দেহ আগলে রেখে বসেছিলেন ৷
আরও পড়ুন : পশ্চিম বর্ধমানে একদিনে 10 জনের মৃত্যু
শেষ পর্যন্ত ত্রাতার ভুমিকায় এগিয়ে আসেন আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের রেড ভলান্টিয়ার্সরা । প্রভাষু রায় মৃত্যুর প্রায় সতেরো ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে রেড ভলান্টিয়ার্সরা গ্রামের একটি খালের ধারে প্রভাষু রায়ের দেহ সমাধিস্থ করেন । কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, দাহ করার জন্য জ্বালানি কাঠ কেনার টাকা পরিবারের কাছে ছিল না ৷ ওই টাকা জোগাড় করতে পারেনি মৃতের পরিবার ।