আলিপুরদুয়ার, 30 অগাস্ট : নির্মাণের কাজ শেষ হয়েছে প্রায় দু'বছর আগে । কিন্তু, এখনও হয়নি উদ্বোধন ৷ চালু হয়নি কোটি টাকা ব্যয়ে তৈরি প্যারেড গ্রাউন্ডের মুক্ত মঞ্চ । আর সন্ধ্যা নামতেই সেখানে বসে মদ, গাঁজার আড্ডা ৷
উদ্বোধন হয়নি ৷ তার আগেই ভেঙে পড়েছে দেওয়াল ৷ চটে গেছে দেওয়ালের প্লাস্টার ৷ ভেঙে পড়েছে চাঙড় । আর তার মাঝে সন্ধ্যা হলেই সেখানে ভিড় জমায় একদল যুবক-যুবতি ৷ বসে মদ ও গাঁজার আসর ৷ চলে অসামাজিক কাজ ৷ প্যারেড গ্রাউন্ডের সাংস্কৃতিক মুক্ত মঞ্চ আজ আলিপুরদুয়ার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে যেন এক বিভীষিকা । মুক্ত মঞ্চে গেলেই নজরে পড়বে মদ,বিয়ারের বোতল, গাজার কল্কে সহ অনেক কিছুই । অথচ এই মঞ্চ থেকে ঢিল ছোড়া দূরত্বেই জেলার প্রধান প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা এবং জেলা সদর থানা । অভিযোগ, পুলিশ বা প্রশাসনের কর্তারা ফিরেও তাকায় না এই মুক্ত মঞ্চের দিকে ।
2016 সালে এই প্রকল্পের কাজ শুরু করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর । প্যারেড গ্রাউন্ডের উন্নয়নের জন্য বরাদ্দ হয় প্রায় আড়াই কোটি টাকা । শুধু এই মুক্ত মঞ্চের জন্য বরাদ্দ করা হয় এক কোটি টাকা । প্রায় ৪২ একর এলাকা নিয়ে এই প্রকল্পের কাজ শুরু হয় । 2017 সালে এই প্রকল্পের কাজ শেষ হয় । তবে আজ পর্যন্ত উদ্বোধন হয়নি কোটি টাকার এই প্রকল্পের ।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী বলেন, "আমাদের কাছে স্থানীয় স্তরে এই ব্যাপারে লিখিতভাবে কেউ অভিযোগ জানায়নি । তবে কিছু অভিযোগ মৌখিকভাবে পেয়েছি । থানাকে বলেছি নজর রাখতে ।" আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, "কিছু কাজ বাকি থাকায় মুক্ত মঞ্চটি উদ্বোধন করা হয়নি । তবে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে । পুলিশকে বলেছি মুক্ত মঞ্চের দিকে নজর রাখতে ।"