ETV Bharat / state

হাসপাতালে চিকিৎসক মাত্র 1, সরকারকে আক্রমণ জন বারলার

আজ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মালঙ্গি সেন্ট্রাল হাসপাতাল পরিদর্শনে আসেন BJP সাংসদ জন বারলা ৷ গোটা হাসপাতাল চত্বর ঘুরে দেখেন ৷ কথা বলেন হাসপাতাল কর্মী ও চিকিৎসকের সঙ্গে ৷

author img

By

Published : Aug 27, 2019, 9:27 PM IST

Updated : Aug 27, 2019, 11:09 PM IST

জন বারলা

আলিপুরদুয়ার, 27 অগাস্ট : মালঙ্গি সেন্ট্রাল হাসপাতাল পরিদর্শনে এসে রাজ্য সরকারের উপর ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারের BJP সাংসদ জন বারলা ।

আজ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মালঙ্গি সেন্ট্রাল হাসপাতাল পরিদর্শনে আসেন জন বারলা ৷ গোটা হাসপাতাল চত্বর ঘুরে দেখেন ৷ কথা বলেন হাসপাতাল কর্মী ও চিকিৎসকের সঙ্গে ৷ তিনি বলেন, "কালচিনি ব্লকের ভারনাবাড়ি, সাঁতালি, বীচ চা বাগানের শ্রমিকদের জন্যই এই হাসপাতালই ভরসা । এই তিনটি চা বাগানের শ্রমিকরা এই হাসপাতালের উপর নির্ভর করেন ৷ কিন্তু দুঃখের বিষয় বর্তমানে হাসপাতালে শুধুমাত্র একজন চিকিৎসক রয়েছেন ৷ হাসপাতালে কর্মীরও অভাব আছে । হাসপাতালে ফ্যান, কম্পিউটার, ওষুধপত্র, যন্ত্রপাতি, বিছানা নেই ৷ ঠিক মতো খাবার দেওয়া হয় না রোগীদের ৷ হাসপাতাল থেকে রান্নাঘর সবই অপরিষ্কার ৷ হাসপাতালের একজন কর্মীর অবসরের পর আর নতুন করে নিয়োগ হচ্ছে না ৷ কিন্তু একটা সময় সব ছিল হাসপাতালে । কেন এই বিষয়গুলোতে কোনও ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার ?"

শুনুন জন বারলার বক্তব্য

তিনি আরও বলেন, "সম্প্রতি ৩৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে এই হাসপাতালের জন্য । কিন্তু তাতে শুধু হাসপাতাল রং করা হয়েছে । আমি এই বিষয়ে জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলব । ডুয়ার্সে বড় মাপের হাসপাতাল নেই ৷ আমি ডুয়ার্সে বড় মাপের হাসপাতাল তৈরির জন্য চেষ্টা করব ৷ কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে ৷ জমি খোঁজা হচ্ছে ৷"

আলিপুরদুয়ার, 27 অগাস্ট : মালঙ্গি সেন্ট্রাল হাসপাতাল পরিদর্শনে এসে রাজ্য সরকারের উপর ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারের BJP সাংসদ জন বারলা ।

আজ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মালঙ্গি সেন্ট্রাল হাসপাতাল পরিদর্শনে আসেন জন বারলা ৷ গোটা হাসপাতাল চত্বর ঘুরে দেখেন ৷ কথা বলেন হাসপাতাল কর্মী ও চিকিৎসকের সঙ্গে ৷ তিনি বলেন, "কালচিনি ব্লকের ভারনাবাড়ি, সাঁতালি, বীচ চা বাগানের শ্রমিকদের জন্যই এই হাসপাতালই ভরসা । এই তিনটি চা বাগানের শ্রমিকরা এই হাসপাতালের উপর নির্ভর করেন ৷ কিন্তু দুঃখের বিষয় বর্তমানে হাসপাতালে শুধুমাত্র একজন চিকিৎসক রয়েছেন ৷ হাসপাতালে কর্মীরও অভাব আছে । হাসপাতালে ফ্যান, কম্পিউটার, ওষুধপত্র, যন্ত্রপাতি, বিছানা নেই ৷ ঠিক মতো খাবার দেওয়া হয় না রোগীদের ৷ হাসপাতাল থেকে রান্নাঘর সবই অপরিষ্কার ৷ হাসপাতালের একজন কর্মীর অবসরের পর আর নতুন করে নিয়োগ হচ্ছে না ৷ কিন্তু একটা সময় সব ছিল হাসপাতালে । কেন এই বিষয়গুলোতে কোনও ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার ?"

শুনুন জন বারলার বক্তব্য

তিনি আরও বলেন, "সম্প্রতি ৩৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে এই হাসপাতালের জন্য । কিন্তু তাতে শুধু হাসপাতাল রং করা হয়েছে । আমি এই বিষয়ে জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলব । ডুয়ার্সে বড় মাপের হাসপাতাল নেই ৷ আমি ডুয়ার্সে বড় মাপের হাসপাতাল তৈরির জন্য চেষ্টা করব ৷ কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে ৷ জমি খোঁজা হচ্ছে ৷"

Intro:আলিপুরদুয়ারঃ- মালঙ্গী সেণ্ট্রাল হাসপাতাল পরিদর্শনে এসে রাজ‍্য সরকারের উপর ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা।

Body:আজ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মালঙ্গী সেণ্ট্রাল হাসপাতালে পরিদর্শনে আসেন সাংসদ জন বারলা।
পুরো হাসপাতাল চত্তর তিনি ঘুরে দেখেন এবং হাসপাতাল কর্মী ও ডাক্তার দের সাথে কথাবার্তা বলেন তিনি । সাংসদ জন বারলা জানান কালচিনি ব্লকের ভার্ণাবাড়ি, সাঁতালি, বীচ চা বাগানের শ্রমিকদের জন‍্য এই মালঙ্গী সেণ্ট্রাল হাসপাতাল । এই তিনটি চা বাগানের শ্রমিকরা এই হাসপাতালের উপর নির্ভর কিন্ত দুঃখের বিষয় এই যে বর্তমানে হাসপাতালে সুধুমাত্র একজন ডাক্তার রয়েছে এবং হাসপাতালে কর্মীর ও অভাব আছে।
হাসপাতালে ফ‍্যান নেই, ওষূধ পত্র নেই, যন্ত্রপাতি নেই, কিন্ত একটা সময় সব ছিল হাসপাতালে । সাংসদ রাজ‍্য সরকারের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন যে সরকার কোনো ব‍্যবস্থা গ্ৰহণ করেনি। সম্প্রতি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে হাসপাতালের জন‍্য। কিন্ত তাতে শুধু হাসপাতাল রং করা হয়েছে। সাংসদ বলেন আমি এই বিষয়ে জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিক দের কথা বলবো ।

Conclusion:সাংসদ এদিন আরো জানান ডুয়ার্সে বড় মাপের হাসপাতাল নেই আমি চেষ্টা চালাচ্ছি ডুয়ার্সে বড় মাপের হাসপাতাল তৈরি করার জন‍্য এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সাথে কথা হয়েছে এবং জমি খোঁজা হচ্ছে ।
Last Updated : Aug 27, 2019, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.