ETV Bharat / sports

শতরান হাতছাড়া পন্তের, দুরন্ত প্রত্যাবর্তন সত্ত্বেও হারের ভ্রূকুটি ভারতীয় শিবিরে

চতুর্থদিনের শেষে বেঙ্গালুরু টেস্টে জয়ের গন্ধ কিউয়ি শিবিরে ৷ দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্য়াটারদের কামব্যাক সত্ত্বেও বড় লক্ষ্য়মাত্রা দেওয়া গেল না সফরকারী দলকে ৷

author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

RISHABH PANT
বেঙ্গালুরুতে মারমুখী পন্ত (AP Photo)

বেঙ্গালুরু, 19 অক্টোবর: তৃতীয় উইকেটে মূল্যবান 136 রান যোগ করে তৃতীয়দিনের শেষ বলে প্য়াভিলিয়নে ফিরেছিলেন বিরাট কোহলি ৷ তবে অপরাজিত ছিলেন তাঁর সঙ্গী সরফরাজ খান ৷ ঝোড়ো ব্যাটিংয়ে চতুর্থদিন মর্নিং সেশনে প্রথম টেস্ট শতরান পূর্ণ করেন মুম্বই ব্যাটার ৷ তবে শতরান মাঠে রেখে এলেন ঋষভ পন্ত ৷ দুরন্ত প্রত্যাবর্তন সত্ত্বেও চিন্নাস্বামীতে নিউজিল্যান্ডকে লড়াই করার মত লক্ষ্যমাত্রা ছুড়ে দিতে ব্যর্থ ভারতীয় দল ৷ ফলত চতুর্থদিনের শেষে হারের ভ্রূকুটি ভারতীয় শিবিরে ৷ পঞ্চমদিন ম্যাচ জিততে কিউয়িদের চাই 107 রান, আর ভারতরে দরকার 10টি উইকেট ৷

চতুর্থ উইকেটে এদিন সরফরাজ ও পন্তের জুটিতে ওঠে 177 রান ৷ দ্বিতীয় সেশনে দেড়শত রান পূর্ণ করার পর লম্বা হয়নি সরফরাজ খানের ইনিংস ৷ 150 রানে টিম সাউদির শিকার হন তিনি ৷ 18টি চার, তিনটি ছয় মেরে আউট হন মুম্বই ব্যাটার ৷ টেস্টে সপ্তম শতরান থেকে এক রান দূরে দাঁড়িয়ে উইলিয়াম ও'রুরকের গুড লেংথ ডেলিভারিতে প্লেড-অন হয়ে সাজঘরে ফিরতে হয় পন্তকে ৷ তবে আধা ফিট স্টাম্পার-ব্যাটারের 99 রানের ইনিংস এককথায় তারিফযোগ্য ৷

ইনিংসে এদিন ন'টি চার ও পাঁচটি ছয় মারেন পন্ত ৷ ও'রুরকে ও ম্যাট হেনরির দুরন্ত স্পেলে এরপর আর চওড়া হয়নি কোনও ভারতীয় ব্যাটারের ব্যাট ৷ ফলত একটা সময় বড় রানে লিড নিতে চলেছে মনে হওয়া ভারতীয় দল 462 রানে গুটিয়ে যায় ৷ শেষদিকে 12 রান করেন কেএল রাহুল, 15 রান আসে রবি অশ্বিনের ব্যাটে ৷ বোলারদের কামব্য়াকে বেঙ্গালুরু টেস্টে 'ব্ল্য়াক ক্যাপসে'র জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 107 রান ৷ শেষবেলায় এদিন মাঠেও নামেন দুই নিউজিল্যান্ড ওপেনার ৷ কিন্তু মন্দ আলোয় সময়ের আগেই খেলা শেষ করে দিতে বাধ্য হন দুই অন-ফিল্ড আম্পায়ার ৷

মাত্র চার বল খেলে দিনের শেষে বিনা উইকেটে শূন্য রান কিউয়িদের ৷ অর্থাৎ, পঞ্চমদিন শূন্য থেকেই শুরু করবেন ডেভন কনওয়ে ও টম ল্যাথাম ৷ অন্যদিকে ম্যাচ জিততে দ্রুত উইকেট তুলে নেওয়া ছাড়া কোনও গতি নেই ভারতীয় শিবিরের ৷ বৃষ্টি বাধা না-হলে আপাতদৃষ্টিতে সিরিজে পিছিয়ে পড়া স্রেফ সময়ের অপেক্ষা ভারতীয় দলের জন্য ৷ তবে ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা ৷

বেঙ্গালুরু, 19 অক্টোবর: তৃতীয় উইকেটে মূল্যবান 136 রান যোগ করে তৃতীয়দিনের শেষ বলে প্য়াভিলিয়নে ফিরেছিলেন বিরাট কোহলি ৷ তবে অপরাজিত ছিলেন তাঁর সঙ্গী সরফরাজ খান ৷ ঝোড়ো ব্যাটিংয়ে চতুর্থদিন মর্নিং সেশনে প্রথম টেস্ট শতরান পূর্ণ করেন মুম্বই ব্যাটার ৷ তবে শতরান মাঠে রেখে এলেন ঋষভ পন্ত ৷ দুরন্ত প্রত্যাবর্তন সত্ত্বেও চিন্নাস্বামীতে নিউজিল্যান্ডকে লড়াই করার মত লক্ষ্যমাত্রা ছুড়ে দিতে ব্যর্থ ভারতীয় দল ৷ ফলত চতুর্থদিনের শেষে হারের ভ্রূকুটি ভারতীয় শিবিরে ৷ পঞ্চমদিন ম্যাচ জিততে কিউয়িদের চাই 107 রান, আর ভারতরে দরকার 10টি উইকেট ৷

চতুর্থ উইকেটে এদিন সরফরাজ ও পন্তের জুটিতে ওঠে 177 রান ৷ দ্বিতীয় সেশনে দেড়শত রান পূর্ণ করার পর লম্বা হয়নি সরফরাজ খানের ইনিংস ৷ 150 রানে টিম সাউদির শিকার হন তিনি ৷ 18টি চার, তিনটি ছয় মেরে আউট হন মুম্বই ব্যাটার ৷ টেস্টে সপ্তম শতরান থেকে এক রান দূরে দাঁড়িয়ে উইলিয়াম ও'রুরকের গুড লেংথ ডেলিভারিতে প্লেড-অন হয়ে সাজঘরে ফিরতে হয় পন্তকে ৷ তবে আধা ফিট স্টাম্পার-ব্যাটারের 99 রানের ইনিংস এককথায় তারিফযোগ্য ৷

ইনিংসে এদিন ন'টি চার ও পাঁচটি ছয় মারেন পন্ত ৷ ও'রুরকে ও ম্যাট হেনরির দুরন্ত স্পেলে এরপর আর চওড়া হয়নি কোনও ভারতীয় ব্যাটারের ব্যাট ৷ ফলত একটা সময় বড় রানে লিড নিতে চলেছে মনে হওয়া ভারতীয় দল 462 রানে গুটিয়ে যায় ৷ শেষদিকে 12 রান করেন কেএল রাহুল, 15 রান আসে রবি অশ্বিনের ব্যাটে ৷ বোলারদের কামব্য়াকে বেঙ্গালুরু টেস্টে 'ব্ল্য়াক ক্যাপসে'র জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 107 রান ৷ শেষবেলায় এদিন মাঠেও নামেন দুই নিউজিল্যান্ড ওপেনার ৷ কিন্তু মন্দ আলোয় সময়ের আগেই খেলা শেষ করে দিতে বাধ্য হন দুই অন-ফিল্ড আম্পায়ার ৷

মাত্র চার বল খেলে দিনের শেষে বিনা উইকেটে শূন্য রান কিউয়িদের ৷ অর্থাৎ, পঞ্চমদিন শূন্য থেকেই শুরু করবেন ডেভন কনওয়ে ও টম ল্যাথাম ৷ অন্যদিকে ম্যাচ জিততে দ্রুত উইকেট তুলে নেওয়া ছাড়া কোনও গতি নেই ভারতীয় শিবিরের ৷ বৃষ্টি বাধা না-হলে আপাতদৃষ্টিতে সিরিজে পিছিয়ে পড়া স্রেফ সময়ের অপেক্ষা ভারতীয় দলের জন্য ৷ তবে ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.