আলিপুরদুয়ার, 31 মে : আলিপুরদুয়ারের আরও এক পরিযায়ী শ্রমিক কোরোনায় আক্রান্ত। ভিনরাজ্য ফেরত পাঁচ পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনা ভাইরাসের হদিস মেলে গতরাতে। এরপর ফের আজ এক শ্রমিক কোরোনায় আক্রান্ত হওয়ায় চিন্তিত জেলা প্রশাসন।
ফালাকাটার ট্রুনাট মেশিনে সোয়াব টেস্টে ওই পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনা সংক্রমণ ধরা পড়ে। রিপোর্ট পজ়িটিভ আসায় ওই রোগীকে আজ রাতেই তড়িঘড়ি শিলিগুড়ি COVID-১৯ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। জেলা স্বাস্থ্য বিভাগের এক অধিকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার মহারাষ্ট্র থেকে ফিরেছেন আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের ওই পরিযায়ী শ্রমিক। তাঁকে একটি কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছিল। রবিবার তাঁর ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতালে সোয়াব টেস্ট হয়। পজ়িটিভ রিপোর্ট আসায় তাঁকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে।
গ্রিন জ়োন আলিপুরদুয়ার জেলায় পরিযায়ী শ্রমিকরা ফিরে আসতে শুরু করেছেন। এরপর থেকেই জেলায় বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। এই পরিপ্রেক্ষিতে আর কতদিন আলিপুরদুয়ার গ্রিন জ়োন তকমা ধরে রাখতে পারবে তা নিয়ে উঠছে প্রশ্ন। সব মিলিয়ে রবিবার পর্যন্ত জেলায় ১৫ জন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। তবে বর্তমানে জেলায় চিকিৎসাধীন ১০ জন।