ETV Bharat / state

নেই ত্রাণ, জীবাণুনাশক স্প্রে না হওয়ায় ক্ষোভ জয়ন্তীতে - ভারতে কোরোনা ভাইরাস

আসেনি সরকারি ত্রাণ । কোরোনা সংক্রমণ রুখতে এমনকী জীবাণুনাশক স্প্রে-ও করা হয়নি এখনও পর্যন্ত । ক্ষোভে ফুঁসছে জয়ন্তীবাসী ।

no precautionary measures amid coronavirus
no precautionary measures amid coronavirus
author img

By

Published : Apr 29, 2020, 8:21 PM IST

আলিপুরদুয়ার, 29 এপ্রিল : সরকারি ত্রাণ পৌঁছানো দূরের কথা, কোরোনা সংক্রমণ রুখতে এখনও পর্যন্ত জীবাণুনাশক স্প্রে না হওয়ায় ক্ষোভে ফুঁসছে জয়ন্তীবাসী ।

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভারত-ভুটান পাহাড়ের পাদদেশে অবস্থিত ছবির মতো ঝাঁ-চকচকে সবুজের গালিচায় মোড়া বনবস্তি জয়ন্তী জেলার অন্যতম পর্যটন কেন্দ্র । রাজ্যের সীমানা পেরিয়ে দেশ-বিদেশের পর্যটকদের কাছেও জনপ্রিয় এই জয়ন্তী । এই পর্যটন কেন্দ্রে 1500 মানুষের বসবাস । এই এলাকার মানুষের জীবিকা মূলত পর্যটন নির্ভর । ফি-বছর দেশ-বিদেশের পর্যটক ভিড় জমান এই এলাকায় ।

জয়ন্তীর হোটেল ব্যবসায়ী জগদীশ মাহাতো জানান, "আমাদের এখানে সরকারি ত্রাণ পৌঁছানো দূরের কথা, একবারের জন্যও জীবাণুনাশক স্প্রে করা হয়নি । একবারের জন্য সরকারি কোনও ব্যক্তি এই এলাকায় আসেননি ।" কোরোনা সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণার পর থেকে জেলাজুড়ে প্রশাসনিক উদ্যোগে শুরু হয়েছে জীবাণুনাশক স্প্রে । তবে জেলার এই বিখ্যাত পর্যটন কেন্দ্রে এখনও পর্যন্ত প্রশাসনিক ভাবে কোনও জীবাণুনাশক স্প্রে না হওয়ায় ক্ষোভ জমেছে এলাকায় ।

জয়ন্তীর টুরিস্ট গাইড অমিত কুর্মি জানান, "এলাকায় এত বাইরের মানুষ আসেন তা সত্ত্বেও এখনও পর্যন্ত একবারের জন্যও জীবাণুনাশক স্প্রে করা হয়নি । লকডাউনের আগে পর্যন্ত এই পর্যটন কেন্দ্রে প্রচুর মানুষের আগমন ঘটেছে । তা ছাড়াও শিবপুজো উপলক্ষে প্রচুর মানুষের ভিড় হয়েছিল এই অঞ্চলে । এই এলাকায় খুব প্রয়োজন ছিল জীবাণুনাশক স্প্রে করার ।"

আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. পূরণ শর্মা জানান, "বনবস্তি এলাকায় খুব একটা স্প্রে করা হয়নি । জনবসতি এলাকায় মূলত জীবাণুনাশক স্প্রে করা হয়ে থাকে । তবে জয়ন্তী বাসির দাবি অনুযায়ী ওখানেও স্প্রে করা হবে ।"

আলিপুরদুয়ার, 29 এপ্রিল : সরকারি ত্রাণ পৌঁছানো দূরের কথা, কোরোনা সংক্রমণ রুখতে এখনও পর্যন্ত জীবাণুনাশক স্প্রে না হওয়ায় ক্ষোভে ফুঁসছে জয়ন্তীবাসী ।

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভারত-ভুটান পাহাড়ের পাদদেশে অবস্থিত ছবির মতো ঝাঁ-চকচকে সবুজের গালিচায় মোড়া বনবস্তি জয়ন্তী জেলার অন্যতম পর্যটন কেন্দ্র । রাজ্যের সীমানা পেরিয়ে দেশ-বিদেশের পর্যটকদের কাছেও জনপ্রিয় এই জয়ন্তী । এই পর্যটন কেন্দ্রে 1500 মানুষের বসবাস । এই এলাকার মানুষের জীবিকা মূলত পর্যটন নির্ভর । ফি-বছর দেশ-বিদেশের পর্যটক ভিড় জমান এই এলাকায় ।

জয়ন্তীর হোটেল ব্যবসায়ী জগদীশ মাহাতো জানান, "আমাদের এখানে সরকারি ত্রাণ পৌঁছানো দূরের কথা, একবারের জন্যও জীবাণুনাশক স্প্রে করা হয়নি । একবারের জন্য সরকারি কোনও ব্যক্তি এই এলাকায় আসেননি ।" কোরোনা সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণার পর থেকে জেলাজুড়ে প্রশাসনিক উদ্যোগে শুরু হয়েছে জীবাণুনাশক স্প্রে । তবে জেলার এই বিখ্যাত পর্যটন কেন্দ্রে এখনও পর্যন্ত প্রশাসনিক ভাবে কোনও জীবাণুনাশক স্প্রে না হওয়ায় ক্ষোভ জমেছে এলাকায় ।

জয়ন্তীর টুরিস্ট গাইড অমিত কুর্মি জানান, "এলাকায় এত বাইরের মানুষ আসেন তা সত্ত্বেও এখনও পর্যন্ত একবারের জন্যও জীবাণুনাশক স্প্রে করা হয়নি । লকডাউনের আগে পর্যন্ত এই পর্যটন কেন্দ্রে প্রচুর মানুষের আগমন ঘটেছে । তা ছাড়াও শিবপুজো উপলক্ষে প্রচুর মানুষের ভিড় হয়েছিল এই অঞ্চলে । এই এলাকায় খুব প্রয়োজন ছিল জীবাণুনাশক স্প্রে করার ।"

আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. পূরণ শর্মা জানান, "বনবস্তি এলাকায় খুব একটা স্প্রে করা হয়নি । জনবসতি এলাকায় মূলত জীবাণুনাশক স্প্রে করা হয়ে থাকে । তবে জয়ন্তী বাসির দাবি অনুযায়ী ওখানেও স্প্রে করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.