আলিপুরদুয়ার,22 জুলাই : নো মাস্ক, নো মাধ্যমিক রেজা়ল্ট। আলিপুরদুয়ার জেলা শহরের দুই নামী সরকারি স্কুলে এমন নির্দেশিকা জারি করল স্কুল কর্তৃপক্ষ।
বুধবার থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে মাধ্যমিক পরীক্ষার রেজা়ল্ট দেওয়া শুরু হয়েছে। রেজাল্ট দেবার আগে থেকেই স্কুলে এবং সোশাল মিডিয়ায়, এবং টেলিফোনে দুই স্কুল কর্তৃপক্ষ তাদের ছাত্র এবং অভিভাবকদের জানিয়ে দেওয়া হয় স্কুলে মাস্ক না পরে এলে কাউকে মার্কশিট দেওয়া হবে না।
এছাড়া ছাত্ররা এলেও তাদের হাতে মার্কশিট দেওয়া হবে না। মার্কশিট নিতে ছাত্রদের পরিবারকে স্কুলে আসতে হবে। এবং সঙ্গে আনতে হবে ছাত্রদের আ্যডমিট কার্ড অথবা রেজিট্রেশন ৷ তা না হলে মার্কশিট দেওয়া হবে না। স্কুলের নির্দেশে ছাত্রদের অভিভাবকরা এদিন সকলে মাস্ক পরে স্কুলে আসেন। এবং কোরোনার বিধিনিষেধ মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সকলে মার্কশিট নেন।
আলিপুরদুয়ার ম্যাকুইলিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু বিশ্বাস জানান, "সকলকে মাস্ক পরে রেজা়ল্ট নিতে আসতে বলা হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কেউ মাস্ক না পরে এলে রেজা়ল্ট দেওয়া হবে না" ৷ আলিপুরদুয়ার বাবুপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক শান্তনু দত্ত বলেন," আমাদের স্কুলেও একই নিয়ম করা হয়েছে। কোরোনা বিধি মেনে সকলকে স্কুলে আসতে বলা হয়েছে"।