আলিপুরদুয়ার, 6 ডিসেম্বর : বুধবার আলিপুরদুয়ারের মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েতে ডাম্পিং গ্রাউন্ড বা সলিড ওয়েস্ট ম্যাজেনমেন্ট নির্মাণকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীদের সংঘর্ষ বাধে । ঘটনায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নির্মাণের ভবিষ্যৎ এখন প্রশ্ন চিহ্নের মুখে । ঘটনার পর থেকে শুনসান মাঝেরডাবরি কালকূট বস্তি এলাকা ।
আলিপুরদুয়ারের মাঝেরডাবরি গ্রামপঞ্চায়েত । প্রশাসনের কথা অনুযায়ী, এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রস্তাবিত এলাকা তিনটি বস্তি থেকে 500 কিলোমিটার দূরে । ফলে এলাকায় ডাম্পিং গ্রাউন্ড করতে কোনও সমস্যা নেই । কিন্তু বস্তিবাসীদের দাবি, ডাম্পিং গ্রাউন্ডের প্রস্তাবিত এলাকা থেকে তাদের বস্তির দূরত্ব মেরেকেটে একশো মিটার । ফলে ওই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড হলে সমস্যায় পড়বে তিন বস্তির কয়েকশো মানুষ ।
বুধবার গ্রাউন্ডের কাজ শুরু হওয়ায় তাই আটকাতে পুলিশের সঙ্গে ঝামেলা বাধে বস্তিবাসীর । পরে সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় । বাকি হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে । গতকাল দুপুরে কালকূট, সিকিয়াঝরা বস্তি গুলোতে গিয়ে দেখা যায় পুলিশি ধরপাকড়ের ভয়ে গ্রাম প্রায় পুরুষশূন্য । বুধবারের ঘটনার পর থেকে থমথমে মাঝেরডাবরি গ্রামপঞ্চায়েতের তিনটি বস্তিই । ঘটনার পর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টর প্রস্তাবিত এলাকায় রাজ্যে সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করেছে জেলা পুলিশ, প্রশাসন । সরকারি কাজে বাধা এবং পুলিশের উপর হামলার অভিযোগে জেলা পুলিশ মোট ১৩ জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে । আরও কয়েকজনের খোঁজে পুলিশ বস্তিগুলোতে অভিযান জারি রেখেছে ।
উত্তেজিত বস্তিবাসীদের তান্ডবে অস্থায়ী পুলিশ ক্যাম্প ও নির্মিয়মান সংস্থার কর্মীদের ক্যাম্প কার্যত ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে । ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে টিয়ারগ্যাসের শেল । পড়ে আছে বস্তিবাসীদের আন্দোলনের পোষ্টার । আপাতত প্রকল্পের থেকে হাত গুটিয়ে নিচ্ছে নির্মীয়মান সংস্থা । সংস্থার তরফে জানানো হয়েছে, প্রশাসন বস্তিবাসীদের সাথে কথা বলে সমস্যার স্থায়ী সমাধান করার পর ফের তারা প্রকল্পের কাজ শুরু করবেন ।
আরও পড়ুন : জমি দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার আলিপুরদুয়ারে, জখম 5 পুলিশকর্মী
নির্মীয়মান সংস্থার কর্নধার চিন্ময় চ্যাটার্জি বলেন, "বুধবার গন্ডগোলের জেরে সংস্থার প্রায় ২২ লাখ টাকার যন্ত্রাংশ নষ্ট হয়েছে ।" আলিপুরদুয়ারের মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ বলেন, "সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টর কাজ খুব দ্রুত চালু হবে । এখন বাউন্ডারির কাজ চলছে । বুধবার সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের উপর হামলার অভিযোগে কয়েকজনের খোঁজ করছে জেলা পুলিশ ।"
নির্মীয়মান সংস্থার ম্যানেজার ভিক্টর রায়ের কথায়, ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে যারা গন্ডগোল করে, তাদের মধ্যে বেশিরভাগই বহিরাগত ছিল । বলেন, "বুধবারের ঘটনায় দু-একজন গ্রামবাসী বাদে বাকি সব ভাড়া করা লোকজন ছিস । তারা গিয়ে গন্ডগোল শুরু করে । হাতে তির- ধনুক, তলোয়ার সহ আরও অস্ত্র ছিল । ওইদিন হামলায় ৫-৭ জন পুলিশ কর্মী জখম হয়েছে । গ্রামবাসীরা বলছে তারা এখানে প্রকল্পটি করতে দেবে না । ১০০ মিটারের মধ্যেই না কি তাদের বাড়ি । তবে প্রকল্প থেকে তাদের বাড়ি অনন্ত ৫০০ মিটার দূরে । কেন আচমকা এমন ঘটনা ঘটল তা বুঝতে পারছি না ।"
এদিকে, আন্দোলনকারীদের তরফে দিলীপ সাংমা বলেন, "এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে দেব না । আমরা শুরু থেকে চার বার প্রশাসনের দ্বারস্থ হয়েছি । প্রশাসন আমাদের কোনও কথা শোনেনি ।"
আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, ১৩ জনকে এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে । বাকীদের খোঁজে তল্লাশি চলছে ।