ETV Bharat / state

তৃণমূল সমর্থককে কুপিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত BJP - শামুকতলা

বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাওয়ার সময় একজন যুবককে কুপিয়ে মারার চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী । ঘটনাটি BJP ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের ।

ঘটনায় জখম রঞ্জন দাস
author img

By

Published : May 26, 2019, 7:28 PM IST

Updated : May 26, 2019, 7:40 PM IST

শামুকতলা, 26 মে : বাইক থেকে নামিয়ে এক যুবককে কুপিয়ে খুন করার চেষ্টা করল কয়েকজন দুষ্কৃতী । ঘটনাটি শামুকতলার ভাটিবাড়ির । তৃণমূল নেতৃত্বের দাবি, ওই যুবক তাদের দলের সমর্থক । তাই, BJP আক্রমণ চালিয়েছে । তবে এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব ।

জখম যুবকের নাম রঞ্জন দাস (25) । বাড়ি ভাটিবাড়ির দক্ষিণ কুমারীজান গ্রামে । আজ সকালে বাইকে করে দোকানে যাওয়ার সময় পাঁচজন দুষ্কৃতী ভোজালি ও দা নিয়ে অতর্কিতে তার উপর আক্রমণ চালায় । তারপর সেখান থেকে পালিয়ে যায় । রঞ্জনকে আলিপুরদুয়ার হাসপাতালে ভরতি করে স্থানীয়রা । পরে অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

রঞ্জনের দাদা চন্দন দাস ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে গ্রামেরই পাঁচজনের বিরুদ্ধে শামুকতলা থানায় অভিযোগ দায়ের করেন । তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার ব্লক 2 সভাপতি দেবজিৎ সরকার বলেন, "তৃণমূল সমর্থক রঞ্জনকে হামলায় অভিযুক্ত রমেন সরকার, বিষ্ণু সরকার, কৃষ্ণ সরকার, ভবেশ সরকার এবং যশকুমার দাস আগে CPI(M) সমর্থক ছিল । BJP-র জয়লাভের পর এরা BJP-র নামাবলি গায়ে দিয়ে আজকের এই হামলা করেছে । BJP নেতৃত্বের এদের উপর কোনও নিয়ন্ত্রণ নেই ।"

ঘটনায় জখম রঞ্জন দাস
তৃণমূল কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দেন BJP-র যুব মোর্চার আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক বিচিত্র ধর । তিনি বলেন "এই হামলার সঙ্গে BJP-র কোনও যোগ নেই । পারিবারিক শত্রুতার জন্য এই ঘটনা ঘটেছে কি না তা তদন্ত করে দেখুক পুলিশ ।" OC বিরাজ মুখোপাধ্যায় বলেন, "অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে । এখনও কেউ ধরা পড়েনি ।"

শামুকতলা, 26 মে : বাইক থেকে নামিয়ে এক যুবককে কুপিয়ে খুন করার চেষ্টা করল কয়েকজন দুষ্কৃতী । ঘটনাটি শামুকতলার ভাটিবাড়ির । তৃণমূল নেতৃত্বের দাবি, ওই যুবক তাদের দলের সমর্থক । তাই, BJP আক্রমণ চালিয়েছে । তবে এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব ।

জখম যুবকের নাম রঞ্জন দাস (25) । বাড়ি ভাটিবাড়ির দক্ষিণ কুমারীজান গ্রামে । আজ সকালে বাইকে করে দোকানে যাওয়ার সময় পাঁচজন দুষ্কৃতী ভোজালি ও দা নিয়ে অতর্কিতে তার উপর আক্রমণ চালায় । তারপর সেখান থেকে পালিয়ে যায় । রঞ্জনকে আলিপুরদুয়ার হাসপাতালে ভরতি করে স্থানীয়রা । পরে অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

রঞ্জনের দাদা চন্দন দাস ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে গ্রামেরই পাঁচজনের বিরুদ্ধে শামুকতলা থানায় অভিযোগ দায়ের করেন । তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার ব্লক 2 সভাপতি দেবজিৎ সরকার বলেন, "তৃণমূল সমর্থক রঞ্জনকে হামলায় অভিযুক্ত রমেন সরকার, বিষ্ণু সরকার, কৃষ্ণ সরকার, ভবেশ সরকার এবং যশকুমার দাস আগে CPI(M) সমর্থক ছিল । BJP-র জয়লাভের পর এরা BJP-র নামাবলি গায়ে দিয়ে আজকের এই হামলা করেছে । BJP নেতৃত্বের এদের উপর কোনও নিয়ন্ত্রণ নেই ।"

ঘটনায় জখম রঞ্জন দাস
তৃণমূল কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দেন BJP-র যুব মোর্চার আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক বিচিত্র ধর । তিনি বলেন "এই হামলার সঙ্গে BJP-র কোনও যোগ নেই । পারিবারিক শত্রুতার জন্য এই ঘটনা ঘটেছে কি না তা তদন্ত করে দেখুক পুলিশ ।" OC বিরাজ মুখোপাধ্যায় বলেন, "অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে । এখনও কেউ ধরা পড়েনি ।"
sample description
Last Updated : May 26, 2019, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.