ETV Bharat / state

মাদারিহাটে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে , বিক্ষোভ BJP-র

author img

By

Published : Jul 4, 2020, 1:16 AM IST

Updated : Jul 4, 2020, 7:48 AM IST

তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মাদারিহাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন BJP কর্মীরা ৷ ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷

Madarihat
মাদারিহাটে প্রতিবাদ BJP-র

আলিপুরদুয়ার, 3 জুলাই : নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ সূত্রধরের বিরুদ্ধে ৷ দু'বার গর্ভপাত করানোর অভিযোগও উঠেছে ৷ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মাদারিহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এর প্রতিবাদে আজ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা ৷

ওই নাবালিকার বাবা বলেন, তিনি ও তাঁর স্ত্রী দু'বছর আগে নেপালে কাজ করতে যান । সেই সময় মেয়েকে তাঁর কাছে রেখে যেতে বলেন উপপ্রধান । সেই থেকে তাঁর বাড়িতেই পরিচারিকার কাজ শুরু করে ওই নাবালিকা ।

উপপ্রধানের বাড়িতে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে ৷ স্ত্রী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি করেন । তিনি সকালে সেন্টারে চলে যেতেন ৷ আর দুই ছেলে স্কুলে যেত । তখন ফাঁকা বাড়িতে তাকে একা পেয়ে উপপ্রধান টানা দু'বছর ধরে ধর্ষণ করেছে বলে অভিযোগ নাবালিকার । শুক্রবার তার পরিবার মাদারিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত উপপ্রধান এলাকা ছেড়ে পালিয়েছে ৷

এদিকে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে জেলা BJP । মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞার অভিযোগ, তৃণমূলের মদতে অভিযুক্ত উপপ্রধান গা ঢাকা দিয়েছে ।

যদিও এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, এই সমস্ত নোংরা বিষয়ে দল কারও পাশে দাঁড়াবে না । দল নোংরামি বরদাস্ত করবে না । পুলিশ তার নিজের মতো করে কাজ করবে । আইন আইনের পথে চলবে ।

এদিকে মাদারিহাটে যান রাজ্য BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় । তাঁর নেতৃত্বে মাদারিহাটের BJP কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান ৷ এদিকে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ তবে এই বিষয়ে এখনও পর্যন্ত জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আলিপুরদুয়ার, 3 জুলাই : নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ সূত্রধরের বিরুদ্ধে ৷ দু'বার গর্ভপাত করানোর অভিযোগও উঠেছে ৷ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মাদারিহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এর প্রতিবাদে আজ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা ৷

ওই নাবালিকার বাবা বলেন, তিনি ও তাঁর স্ত্রী দু'বছর আগে নেপালে কাজ করতে যান । সেই সময় মেয়েকে তাঁর কাছে রেখে যেতে বলেন উপপ্রধান । সেই থেকে তাঁর বাড়িতেই পরিচারিকার কাজ শুরু করে ওই নাবালিকা ।

উপপ্রধানের বাড়িতে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে ৷ স্ত্রী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি করেন । তিনি সকালে সেন্টারে চলে যেতেন ৷ আর দুই ছেলে স্কুলে যেত । তখন ফাঁকা বাড়িতে তাকে একা পেয়ে উপপ্রধান টানা দু'বছর ধরে ধর্ষণ করেছে বলে অভিযোগ নাবালিকার । শুক্রবার তার পরিবার মাদারিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত উপপ্রধান এলাকা ছেড়ে পালিয়েছে ৷

এদিকে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে জেলা BJP । মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞার অভিযোগ, তৃণমূলের মদতে অভিযুক্ত উপপ্রধান গা ঢাকা দিয়েছে ।

যদিও এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, এই সমস্ত নোংরা বিষয়ে দল কারও পাশে দাঁড়াবে না । দল নোংরামি বরদাস্ত করবে না । পুলিশ তার নিজের মতো করে কাজ করবে । আইন আইনের পথে চলবে ।

এদিকে মাদারিহাটে যান রাজ্য BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় । তাঁর নেতৃত্বে মাদারিহাটের BJP কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান ৷ এদিকে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ তবে এই বিষয়ে এখনও পর্যন্ত জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Last Updated : Jul 4, 2020, 7:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.