ETV Bharat / state

আলিপুরদুয়ারে দুর্গাপুজোয় মাইক বাজবে না !

আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসন জেলার মাইক ব্যবসায়ীদের প্রতিটি মাইকের অ্যামপ্লিফায়ারে 90 ডেসিবেল যুক্ত সাউন্ড লিমিটেড মিটার মেশিন লাগানোর নিয়ম জারি করে । এর জেরে ক্ষুব্ধ মাইক ব্যবসায়ীরা । তাই পুলিশ প্রশাসনের তরফে এই নিয়ম তুলে না নিলে মহালয়া থেকে কালীপুজা পর্যন্ত মাইক ধর্মঘটের সিদ্ধান্ত নেয় জেলা মাইক সংগঠন ।

author img

By

Published : Sep 14, 2019, 8:03 PM IST

মাইক

আলিপুরদুয়ার, 14 সেপ্টেম্বর : পুজো প্যান্ডেলে মাইক ব্যবহারে পুলিশ, প্রশাসনের নিয়ম অনেক । সেই নিয়মের চাপে মাইক ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিল আলিপুরদুয়ার জেলা মাইক ব্যবসায়ী কল্যাণ সমিতি । আজ সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্ত নেয় সংগঠনের 85 জন সদস্য ।

আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসন জেলার মাইক ব্যবসায়ীদের প্রতিটি মাইকের অ্যামপ্লিফায়ারে 90 ডেসিবেল যুক্ত সাউন্ড লিমিটেড মিটার মেশিন লাগানোর নিয়ম জারি করে । এর জেরে ক্ষুব্ধ মাইক ব্যবসায়ীরা । তাঁদের অভিযোগ, এই মেশিন খুব ব্যয়বহুল । প্রতি মাইকে এই মেশিন লাগালে আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে দাবি ব্যবসায়ীদের । তাই পুলিশ প্রশাসনের তরফে এই নিয়ম তুলে না নিলে মহালয়া থেকে কালীপুজা পর্যন্ত মাইক ধর্মঘটের সিদ্ধান্ত নেয় জেলা মাইক সংগঠন ।

আজ শহরের মনজিৎ নাগ বাস টার্মিনাসের কাছে সমিতির অফিস ঘরে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয় । মাইক ব্যাবসায়ীদের অভিযোগ, প্রতিবছর পুজোয় পুলিশ ও প্রশাসনের তরফে পুজো কমিটিগুলো নিয়ে সরকারি বৈঠক করলেও মাইক ব্যবসায়ীদের কোন দিন ডাকা হয় না । মাইকের শব্দ বিধি নিয়ে সরকারিভাবে তাঁরা কোনও চিঠিও পান না । তবে তাঁদের ওপরই কেন এত নিয়ম কানুন ?

সংগঠনের জেলা সম্পাদক বিষ্ণু সাহা বলেন, "পুলিশ প্রশাসনের এই জোর-জুলুমের প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।" সংগঠনের সভাপতি তপন সেন জানান, এক একটি সাউন্ড লিমিটেড মেশিনের দাম 15-16 হাজার টাকা । পুজা কমিটি যে টাকা দেয়, তাতে কোনও মতে এই মেশিন কেনা সম্ভব নয় । আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর কোনও পুজো প্যান্ডেলে আমরা মাইক ভাড়া দেব না ।

আলিপুরদুয়ার, 14 সেপ্টেম্বর : পুজো প্যান্ডেলে মাইক ব্যবহারে পুলিশ, প্রশাসনের নিয়ম অনেক । সেই নিয়মের চাপে মাইক ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিল আলিপুরদুয়ার জেলা মাইক ব্যবসায়ী কল্যাণ সমিতি । আজ সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্ত নেয় সংগঠনের 85 জন সদস্য ।

আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসন জেলার মাইক ব্যবসায়ীদের প্রতিটি মাইকের অ্যামপ্লিফায়ারে 90 ডেসিবেল যুক্ত সাউন্ড লিমিটেড মিটার মেশিন লাগানোর নিয়ম জারি করে । এর জেরে ক্ষুব্ধ মাইক ব্যবসায়ীরা । তাঁদের অভিযোগ, এই মেশিন খুব ব্যয়বহুল । প্রতি মাইকে এই মেশিন লাগালে আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে দাবি ব্যবসায়ীদের । তাই পুলিশ প্রশাসনের তরফে এই নিয়ম তুলে না নিলে মহালয়া থেকে কালীপুজা পর্যন্ত মাইক ধর্মঘটের সিদ্ধান্ত নেয় জেলা মাইক সংগঠন ।

আজ শহরের মনজিৎ নাগ বাস টার্মিনাসের কাছে সমিতির অফিস ঘরে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয় । মাইক ব্যাবসায়ীদের অভিযোগ, প্রতিবছর পুজোয় পুলিশ ও প্রশাসনের তরফে পুজো কমিটিগুলো নিয়ে সরকারি বৈঠক করলেও মাইক ব্যবসায়ীদের কোন দিন ডাকা হয় না । মাইকের শব্দ বিধি নিয়ে সরকারিভাবে তাঁরা কোনও চিঠিও পান না । তবে তাঁদের ওপরই কেন এত নিয়ম কানুন ?

সংগঠনের জেলা সম্পাদক বিষ্ণু সাহা বলেন, "পুলিশ প্রশাসনের এই জোর-জুলুমের প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।" সংগঠনের সভাপতি তপন সেন জানান, এক একটি সাউন্ড লিমিটেড মেশিনের দাম 15-16 হাজার টাকা । পুজা কমিটি যে টাকা দেয়, তাতে কোনও মতে এই মেশিন কেনা সম্ভব নয় । আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর কোনও পুজো প্যান্ডেলে আমরা মাইক ভাড়া দেব না ।

Intro:আলিপুরদুয়ার:-দুর্গা পূজায় মাইক বাজবে না জেলার কোন পূজোর প্যান্ডেলেই। পুলিশ ,প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলো জেলার মাইক সংগঠন ।


Body:পূজোর প্যান্ডেলে মাইক ব্যবহারে পুলিশ,প্রশাসনের পাহাড় প্রমান নিয়মের চাপে পড়ে মাইক না বাজানোর সিদ্ধান্ত নিলো আলিপুরদুয়ার জেলা মাইক ব্যাবসায়ী কল্যাণ সমিতি। শনিবার সাংবাদিক সম্মেলন করে জেলার সমস্ত পুজো প্যান্ডেলে মাইক না বাজানোর সিদ্ধান্ত নিলো সংগঠনের ৮৫ জন সদস্য। আসন্ন পুজোর মরশুমে জেলার মাইক ব্যবসায়ীদের প্রতিটি মাইকের এমপ্লিফায়ারে ৯০ ডেসিবেল যুক্ত সাউন্ড লিমিটেড মিটার মেশিন লাগানোর ফতোয়া জারি করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসন ।প্রশাসনের এই ফতোয়ায় ক্ষুব্ধ জেলার মাইক ব্যবসায়ী মহল । মাইক ব্যবসায়ীদের অভিযোগ এই মেশিন খুবই ব্যায়বহুল ।প্রতি মাইকে এই মেশিন লাগলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বেন মাইক ব্যাবসায়ীরা । তাই পুলিশ প্রশাসনের তরফ থেকে এই ফতোয়া তুলে না নিলে মহালয়া থেকে কালীপূজা পর্যন্ত মাইক ধর্ম ঘটের সিদ্ধান্ত নিয়েছে জেলা মাইক সংগঠন । শনিবার শহরের মনজিৎ নাগ বাস টার্মিনাসের কাছে সমিতির অফিস ঘরে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয় । মাইক ব্যাবসায়ীদের অভিযোগ প্রতিবছর পুজোয় পুলিশ ,প্রশাসন পূজো কমিটি গুলো নিয়ে সরকারি বৈঠক করলেও মাইক ব্যাবসায়ীদের কোন দিন ডাকা হয়না । মাইকের শব্দ বিধি নিয়ে সরকারি ভাবে তারা কোনও চিঠিও পান না । তবে তাদের ওপরই যত নিয়ম কানুন ,দমন পীড়ন নীতি । সংগঠনের জেলা সম্পাদক বিষ্ণু সাহা বলেন পুলিশ প্রশাসনের এই জোর জুলুমের প্রতিবাদে জেলার সমস্ত মাইক ব্যবসায়ী রা পুজোর প্যান্ডেলে মাইক না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।


Conclusion:সংগঠনের সভাপতি তপন সেন জানান এক একটি সাউন্ড লিমিটেড মেশিনের দাম ১৫-১৬ হাজার টাকা।পূজা কমিটির যে টাকা দেয় তাতে কোন মতেই এই মেশিন কেনা সম্ভব নয় ।আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর কোন পূজো প্যান্ডেলেই আমরা মাইক ভাড়া দেব না।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.