ETV Bharat / state

মাদারিহাটের বিডিও-র বদলির দাবিতে ধর্নায় সামিল পঞ্চায়েত সমিতির সদস্যরা - Alipurduar

তাঁদের অভিযোগ, মাদারিহাট-বীরপাড়া ব্লকের বিডিও শ্যারন তামাং উন্নয়ন তহবিলের টাকা নিজের ইচ্ছেমতো কোনও প্রকার টেন্ডার ছাড়াই নিজের পছন্দের এজেন্সিকে পাইয়ে দিচ্ছেন ।

মাদারিহাটের বিডিও-র বদলির দাবিতে ধর্নায় সামিল পঞ্চায়েত সমিতির সদস্যরা
মাদারিহাটের বিডিও-র বদলির দাবিতে ধর্নায় সামিল পঞ্চায়েত সমিতির সদস্যরা
author img

By

Published : May 24, 2021, 5:03 PM IST

মাদারিহাট, 24 মে : একাধিক অভিযোগ এনে মাদারিহাটের বিডিও-র বদলির দাবিতে সরব হলেন মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ 15 জন সদস্য । সোমবার এই দাবি নিয়েই কোভিড আইন ভেঙে বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন তাঁরা ৷

তাঁদের অভিযোগ, মাদারিহাট-বীরপাড়া ব্লকের বিডিও শ্যারন তামাং উন্নয়ন তহবিলের টাকা নিজের ইচ্ছেমতো কোনও প্রকার টেন্ডার ছাড়াই নিজের পছন্দের এজেন্সিকে পাইয়ে দিচ্ছেন । পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি কোনও প্রকার সভা ছাড়াই উন্নয়ন তহবিল খরচ করছেন । পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতিকে অন্ধকারে রেখে কতিপয় সরকারি আধিকারিকদের নিয়ে অনিয়ম করে সরকারি তহবিল তছরুপ করছেন ।

তাঁরা আরও অভিযোগ করেন, বিডিও-র এহেন আচরণে পঞ্চায়েত সমিতির বেশিরভাগ সদস্যই ক্ষুব্ধ । তাঁদের দাবি, অতি সত্ত্বর এই অভিযোগগুলিকে খতিয়ে দেখে একটি তদন্ত কমিটি গঠন করা হোক এবং বর্তমান বিডিওকে তাঁর কাজের থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তাঁরা ।

আরও পড়ুন : রাস্তায় ফেলে এসেছে পরিবার, অসুস্থ বৃদ্ধার পাশে তৃণমূল নেতা

আলিপুরদুয়ারের জেলাশাসক দফতর থেকে যতক্ষণ না জেলাশাসক কিংবা তার কোনও প্রতিনিধি এসে এই বিষয়ে আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ তাঁদের ধরনা চলতে থাকবে বলে জানান সমিতির সদস্যরা ।

মাদারিহাট, 24 মে : একাধিক অভিযোগ এনে মাদারিহাটের বিডিও-র বদলির দাবিতে সরব হলেন মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ 15 জন সদস্য । সোমবার এই দাবি নিয়েই কোভিড আইন ভেঙে বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন তাঁরা ৷

তাঁদের অভিযোগ, মাদারিহাট-বীরপাড়া ব্লকের বিডিও শ্যারন তামাং উন্নয়ন তহবিলের টাকা নিজের ইচ্ছেমতো কোনও প্রকার টেন্ডার ছাড়াই নিজের পছন্দের এজেন্সিকে পাইয়ে দিচ্ছেন । পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি কোনও প্রকার সভা ছাড়াই উন্নয়ন তহবিল খরচ করছেন । পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতিকে অন্ধকারে রেখে কতিপয় সরকারি আধিকারিকদের নিয়ে অনিয়ম করে সরকারি তহবিল তছরুপ করছেন ।

তাঁরা আরও অভিযোগ করেন, বিডিও-র এহেন আচরণে পঞ্চায়েত সমিতির বেশিরভাগ সদস্যই ক্ষুব্ধ । তাঁদের দাবি, অতি সত্ত্বর এই অভিযোগগুলিকে খতিয়ে দেখে একটি তদন্ত কমিটি গঠন করা হোক এবং বর্তমান বিডিওকে তাঁর কাজের থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তাঁরা ।

আরও পড়ুন : রাস্তায় ফেলে এসেছে পরিবার, অসুস্থ বৃদ্ধার পাশে তৃণমূল নেতা

আলিপুরদুয়ারের জেলাশাসক দফতর থেকে যতক্ষণ না জেলাশাসক কিংবা তার কোনও প্রতিনিধি এসে এই বিষয়ে আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ তাঁদের ধরনা চলতে থাকবে বলে জানান সমিতির সদস্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.