ETV Bharat / state

পশ্চিমবঙ্গ-অসম সীমান্তে আটক ৭১৮ কেজি গাজা - arrest

অসমের নম্বর প্লেট লাগানো একটি তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার হয় এই গাজা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লাখ টাকা। গ্রেপ্তার ট্যাঙ্কারচালক।

আটক ৭১৮ কেজি গাজা
author img

By

Published : Feb 27, 2019, 3:29 PM IST

আলিপুরদুয়ার, ২৭ ফেব্রুয়ারি : ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে পাচারের আগেই পুলিশের জালে আটক ৭১৮ কেজি গাজা। অসমের নম্বর প্লেট লাগানো একটি তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার হয় এই গাজা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লাখ টাকা। গ্রেপ্তার ট্যাঙ্কারচালক।

গোপনসূত্রের খবর পেয়ে কুমারগ্রাম থানার অন্তর্গত পশ্চিমবঙ্গ-অসম সীমান্তের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং করছিল বারোবিসা আউট পোষ্ট পুলিশ। সেই সময় একটি ছয় চাকার তেলের ট্যাঙ্কার আটক করেন পুলিশকর্মীরা। ট্যাঙ্কারের চালক কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি। আর এতেই সন্দেহ হয় পুলিশের। এরপর তল্লাশি চালিয়ে তেলের ট্যাঙ্কের ভিতরের চেম্বার থেকে উদ্ধার করে অনেকগুলি গাজা ভরতি প্যাকেট। গ্রেপ্তার করা হয় গাড়ির চালককে।

আলিপুরদুয়ারের SDPO শ্রীকান্ত জগন্নাথ বলেন, "গাজাভরতি তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার হয় ৪৭ প্যাকেট মনিপুরি গাজা। গ্রেপ্তার ট্যাঙ্কার চালককে আজ আলিপুরদুয়ার আদালতে তোলা হবে। পুলিশ হেপাজতের আবেদন করা হবে।"

আলিপুরদুয়ার, ২৭ ফেব্রুয়ারি : ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে পাচারের আগেই পুলিশের জালে আটক ৭১৮ কেজি গাজা। অসমের নম্বর প্লেট লাগানো একটি তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার হয় এই গাজা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লাখ টাকা। গ্রেপ্তার ট্যাঙ্কারচালক।

গোপনসূত্রের খবর পেয়ে কুমারগ্রাম থানার অন্তর্গত পশ্চিমবঙ্গ-অসম সীমান্তের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং করছিল বারোবিসা আউট পোষ্ট পুলিশ। সেই সময় একটি ছয় চাকার তেলের ট্যাঙ্কার আটক করেন পুলিশকর্মীরা। ট্যাঙ্কারের চালক কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি। আর এতেই সন্দেহ হয় পুলিশের। এরপর তল্লাশি চালিয়ে তেলের ট্যাঙ্কের ভিতরের চেম্বার থেকে উদ্ধার করে অনেকগুলি গাজা ভরতি প্যাকেট। গ্রেপ্তার করা হয় গাড়ির চালককে।

আলিপুরদুয়ারের SDPO শ্রীকান্ত জগন্নাথ বলেন, "গাজাভরতি তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার হয় ৪৭ প্যাকেট মনিপুরি গাজা। গ্রেপ্তার ট্যাঙ্কার চালককে আজ আলিপুরদুয়ার আদালতে তোলা হবে। পুলিশ হেপাজতের আবেদন করা হবে।"

Intro:আলিপুরদুয়ার:- শুন্য দর্শকাসনে অনুষ্ঠান করে চলছেন একের পর এক শিল্পীরা। পুরো ফাঁকা আলিপুরদুয়ারের ইনডোর স্টেডিয়াম। উদ্যোক্তারা কেউ কোথাও নেই। গুটিকয়েক অতি উৎসুখ শ্রোতা বসে উপভোগ করছেন সঙ্গীতানুষ্ঠান।


Body:আলিপুরদুয়ার জেলার শ্রমদপ্তর এর উদ্যোগে দুই দিনব্যাপী শ্রমিক মেলার আয়োজন করা হয় আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে। 19 ফেব্রুয়ারি এই মেলার উদ্বোধন করেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক।
এই মেলাকে কেন্দ্র করে জেলার শ্রমদপ্তর শ্রম মন্ত্রি মলয় ঘটকের উপস্থিতিতে 708 জন শ্রমিকদের মোট 72 লক্ষ 79 হাজার টাকা অনুদান দেন।
মেলা উপলক্ষে ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শ্রমদপ্তর।
আদিবাসী নৃত্য থেকে শুরু করে দেশাত্মবোধক গান, আবৃত্তি, শ্রুতি নাটক, হিন্দি আধুনিক গান, বাংলা গানের আয়োজন করে।
তবে উল্লেখ যোগ্যভাবে মন্ত্রীর অনুষ্ঠানের সময় জেলার শ্রমদপ্তর এর আধিকারিকরা উপস্থিত থাকলেও মন্ত্রী চলে যাবার পর থেকেই শ্রমিকদের মেলা কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে। শ্রমদপ্তর এর আধিকারিকরা উপস্থিত না থাকলেও শ্রমদপ্তর এর বেশ কিছু কর্মী নিজেদের উদ্যোগে দু'দিনব্যাপী এই মেলা কোনমতে টেনে নিয়ে যান।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শিল্পীরা থাকলেও দর্শক আসন কার্যত শুনশান।


Conclusion:এ ব্যাপারে জেলার শ্রমদপ্তর এর আধিকারিকদের কাউকেই ইন্ডোর স্টেডিয়ামে পাওয়া যায়নি। মেলেনি তাদের কোনো বক্তব্য।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.