আলিপুরদুয়ার, 4 মে : পরিবারে অশান্তির জেরে তিনি যে কোনও দিন সুইসাইড করতে পারেন । গতকাল ফোকসাডাঙ্গা সারনা আদিবাসী উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা সহকর্মী সঞ্জয় শৈবকে নিয়ে ঠিক এই আলোচনাই করছিলেন । আর তার পাঁচ মিনিট পরেই স্কুলে খবর আসে সঞ্জয়বাবু আত্মহত্যা করেছেন । ঘটনাটি আলিপুরদুয়ার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকার । মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার মর্গে পাঠানো হয়েছে ।
সঞ্জয় শৈব ফালাকাটার নরসিংপুরের বাসিন্দা । পেশায় ফোকসাডাঙ্গা সারনা আদিবাসী উচ্চমাধ্যমিক স্কুলের ফিজ়িকাল এডুকেশনের শিক্ষক ছিলেন। সেই সূত্রে বর্তমানে তিনি আলিপুরদুয়ার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকায় থাকতেন । মৃতের স্ত্রী প্লাবিতাও পেশায় শিক্ষিকা । তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে । সহকর্মী গৌতম দাস জানান, দীর্ঘদিন ধরে সঞ্জয়বাবুর পরিবারে অশান্তি চলছিল ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের পকেট থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট । তাতে লেখা ছিল, "আমার বেঁচে থাকার ইচ্ছে ছিল । কিন্তু প্লাবিতার জন্য যেতে হচ্ছে । প্লাবিতার জন্য বাজারে আমার অনেক দেনা হয়েছে । আমি এরকম ছিলাম না ।" মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার মর্গে পাঠানো হয়েছে ।
সুইসাইড নোট পাওয়ার পর পুলিশ ফোনে মৃতের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে । তবে, তাঁকে ফোনে পাওয়া যায়নি ।
স্কুলের প্রধান শিক্ষক বলেন, "দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তির জেরে সঞ্জয় স্কুলে আসছিল না । আজ ওকে নিয়েই আলোচনা করছিলাম । আর তার পাঁচ মিনিটের মধ্যেই আমাদের কাছে ওর মৃত্যু সংবাদ আসে।"