ETV Bharat / state

আলিপুরদুয়ারে বাঘ-মানুষে লড়াই ! - আলিপুরদুয়ারে

চিতাবাঘটিকে দেখতে ভিড় করে অনেকে । তাদের মধ্যে এক ট্রাক চালক কাছে গিয়ে ছবি তুলতে গেলে চিতা বাঘটি তাঁকে আক্রমণ করে । পরে লড়াই করে তিনি প্রাণে বাঁচেন ।

আলিপুরদুয়ারে বাঘ-মানুষে 'যুদ্ধ' : ভিডিয়ো
author img

By

Published : Aug 19, 2019, 4:33 PM IST

Updated : Aug 19, 2019, 4:38 PM IST

আলিপুরদুয়ার, 19 অগাস্ট : গেছিলেন জখম চিতাবাঘের ছবি তুলতে । বাঘ মামা রেগে লাল । ঝাঁপিয়ে পড়ল একজনের উপর । তখন বাঘ-মানুষে 'লড়াই' লেগেছে । অবশেষে বাঘকে ছাড়িয়ে বেঁচে ফিরে এলেন ওই ব্যক্তি । মাটিতে পড়ে চিতাবাঘ তখন কাতরাচ্ছে ।

আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ এশিয়ান হাইওয়ে পার হতে গিয়ে বেপরোয়া গতির এক ছোটো গাড়ির ধাক্কায় জখম হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ । দুর্ঘটনাটি বীরপাড়ার দলগাঁও চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়েতে ঘটে । এরপর পাশের চা বাগানের নালায় ছিটকে পড়ে ওই চিতাবাঘটি । কোমরে আঘাত লাগার ফলে চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে । শুরু হয় রক্তক্ষরণ ।

সেখানে চিতাবাঘটিকে দেখতে ভিড় করে অনেকে । তাদের মধ্যে এক ট্রাক চালক কাছে গিয়ে ছবি তুলতে গেলে চিতা বাঘটি তাকে আক্রমণ করে । পরে লড়াই করে তিনি প্রাণে বাঁচেন । চিতাবাঘের থেকে ছাড়া পায় সেই ট্রাক চালক ।

দুর্ঘটনার খবর পেয়ে দলগাঁওয়ে ছুটে আসেন বনকর্মীরা । জলদাপাড়া বনবিভাগের বিশেষজ্ঞ দল এসে ওই চিতাবাঘটিকে চিকিৎসার জন্য দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যায় ।

জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল জানিয়েছেন, গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে । আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে । দুর্ঘটনায় চিতাবাঘটির কোমর ভেঙে যায় এবং মাথায় আঘাত লাগে । চিকিৎসা শুরু হয়েছিল । পরে সেটি মারা যায় । জঙ্গলের পথে আইন না মেনেই সমস্ত গাড়ি দ্রুতগতিতে চলার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে ।

আলিপুরদুয়ার, 19 অগাস্ট : গেছিলেন জখম চিতাবাঘের ছবি তুলতে । বাঘ মামা রেগে লাল । ঝাঁপিয়ে পড়ল একজনের উপর । তখন বাঘ-মানুষে 'লড়াই' লেগেছে । অবশেষে বাঘকে ছাড়িয়ে বেঁচে ফিরে এলেন ওই ব্যক্তি । মাটিতে পড়ে চিতাবাঘ তখন কাতরাচ্ছে ।

আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ এশিয়ান হাইওয়ে পার হতে গিয়ে বেপরোয়া গতির এক ছোটো গাড়ির ধাক্কায় জখম হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ । দুর্ঘটনাটি বীরপাড়ার দলগাঁও চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়েতে ঘটে । এরপর পাশের চা বাগানের নালায় ছিটকে পড়ে ওই চিতাবাঘটি । কোমরে আঘাত লাগার ফলে চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে । শুরু হয় রক্তক্ষরণ ।

সেখানে চিতাবাঘটিকে দেখতে ভিড় করে অনেকে । তাদের মধ্যে এক ট্রাক চালক কাছে গিয়ে ছবি তুলতে গেলে চিতা বাঘটি তাকে আক্রমণ করে । পরে লড়াই করে তিনি প্রাণে বাঁচেন । চিতাবাঘের থেকে ছাড়া পায় সেই ট্রাক চালক ।

দুর্ঘটনার খবর পেয়ে দলগাঁওয়ে ছুটে আসেন বনকর্মীরা । জলদাপাড়া বনবিভাগের বিশেষজ্ঞ দল এসে ওই চিতাবাঘটিকে চিকিৎসার জন্য দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যায় ।

জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল জানিয়েছেন, গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে । আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে । দুর্ঘটনায় চিতাবাঘটির কোমর ভেঙে যায় এবং মাথায় আঘাত লাগে । চিকিৎসা শুরু হয়েছিল । পরে সেটি মারা যায় । জঙ্গলের পথে আইন না মেনেই সমস্ত গাড়ি দ্রুতগতিতে চলার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে ।

sample description
Last Updated : Aug 19, 2019, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.