ETV Bharat / state

মাদারিহাটে হাতির হামলায় মৃত ব্যক্তি - হাতির হানা মৃত 1

মৃতের নাম এতোয়া অসুর (50) । পেশায় দিনমজুর । শনিবার সকাল 10টা নাগাদ মাদারিহাট হান্টাপাড়া জামতলা নদীতে পাথর ভাঙতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হয় তাঁর ।

image
মৃত ব্যক্তি
author img

By

Published : Jan 11, 2020, 5:41 PM IST

আলিপুরদুয়ার, 11 জানুয়ারি : ফের হাতির হানায় মৃত্যু হল এক শ্রমিকের । মাদারিহাটের হান্টাপাড়ার ঘটনা ।

মৃতের নাম এতোয়া অসুর (50) । হান্টাপাড়া চা বাগান এলাকার বাসিন্দা । পেশায় দিনমজুর । প্রতিদিনের মতো আজও ওই ব্যক্তি হান্টাপাড়া জামতলা নদীতে পাথর ভাঙতে যান । সকাল 10 টা নাগাদ আচমকা এক বুনো হাতি পিছন দিক থেকে তাঁকে আক্রমণ করে । ঘটনাস্থানেই হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় এতোয়ার ।

নতুন বছরের শুরুতেই হাতির হানায় মৃত্যু হয়েছে এক দম্পতি সহ চারজনের । তারপর আজ আবার এতোয়ার মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । এরকম দিনের আলোতে হাতির হানায় আতঙ্কে এলাকাবাসীরা । মাদারিহাটে পুলিশ ও জলদাপাড়া বনবিভাগ ঘটনাস্থানে পৌঁছালে ক্ষোভে ফেটে পড়ে তারা । এ প্রসঙ্গে জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল বলেন, "বনবিভাগের নিয়ম মেনে মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ।"

আলিপুরদুয়ার, 11 জানুয়ারি : ফের হাতির হানায় মৃত্যু হল এক শ্রমিকের । মাদারিহাটের হান্টাপাড়ার ঘটনা ।

মৃতের নাম এতোয়া অসুর (50) । হান্টাপাড়া চা বাগান এলাকার বাসিন্দা । পেশায় দিনমজুর । প্রতিদিনের মতো আজও ওই ব্যক্তি হান্টাপাড়া জামতলা নদীতে পাথর ভাঙতে যান । সকাল 10 টা নাগাদ আচমকা এক বুনো হাতি পিছন দিক থেকে তাঁকে আক্রমণ করে । ঘটনাস্থানেই হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় এতোয়ার ।

নতুন বছরের শুরুতেই হাতির হানায় মৃত্যু হয়েছে এক দম্পতি সহ চারজনের । তারপর আজ আবার এতোয়ার মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । এরকম দিনের আলোতে হাতির হানায় আতঙ্কে এলাকাবাসীরা । মাদারিহাটে পুলিশ ও জলদাপাড়া বনবিভাগ ঘটনাস্থানে পৌঁছালে ক্ষোভে ফেটে পড়ে তারা । এ প্রসঙ্গে জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল বলেন, "বনবিভাগের নিয়ম মেনে মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ।"

Intro:আলিপুরদুয়ার:- ফের হাতির হামলায় মৃত্যু হলো এক শ্রমিকের। নতুন বছরের শুরতেই এক দম্পতি সহ হাতির হামলায় মাদারিহাট ব্লকে চার জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

Body:শনিবার প্রকাশ্যে দিনের আলোতেই হাতির হানায় মৃত্যু হলো এক শ্রমিকের ।এদিন সকাল ১০ টা নাগাদ হাতির পদপিষ্টে মৃত্যু হল মাদারিহাটের হাণ্টাপাড়া চা বাগান নিবাসী পেশায় দিনমজুর এতোয়া অসুর (৫০) । ঘটনাস্থলে জলদাপাড়া জাতীয় উদ্যানের কর্মীরা গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রের খবর প্রতিদিনের মতো এদিনও এতোয়া মাদারিহাট হাণ্টাপাড়া জামতলা নদীতে পাথর ভাঙতে যায়। সকাল ১০ টা নাগাদ জামতলা নদীতে সে পাথর ভাঙছিল উক্ত সময় আচমকা এক বুনো হাতি পেছন দিক থেকে এতোয়াকে আক্রমণ করে। ঘটনা স্থলেই হাতির পদপিষ্টে মৃত্যু হয় এতোয়ার।এই ঘটনায় এলাকায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে মাদারিহাট পুলিশ ও জলদাপাড়া বনদপ্তর পৌছেছে। দিনের আলোতে হাতির হানায় মৃত্যু ঘটনায় আতঙ্কে এলাকার বাসিন্দারা।

Conclusion:জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি,এফ,ও কুমার বিমল জানিয়েছেন বন দফতরের নিয়ম মেনে মৃত ব্যাক্তির পরিবারকে খতিপূরন দেওয়া হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.