ETV Bharat / state

Alipurduar Flyover Fire : ফ্লাইওভারের নিচে পুড়ছে মানুষ, ভয়ানক দৃশ্যের সাক্ষী আলিপুরদুয়ার - আলিপুরদুয়ারে রেল আসাম গেটে আগুন

ভয়ানক অগ্নিকাণ্ডে জীবন্ত পুড়ে মারা গেলেন এক ব্যক্তি ৷ এমনই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারে রেল আসাম গেট এলাকায় ৷ (Man burnt alive under flyover in Alipurduar)

Alipurduar Flyover Fire
আলিপুরদুয়ার ফ্লাইওভারের নিচে ভয়ানক অগ্নিকাণ্ড
author img

By

Published : Dec 31, 2021, 11:40 AM IST

Updated : Dec 31, 2021, 4:41 PM IST

আলিপুরদুয়ার, 31 ডিসেম্বর : ফ্লাইওভারের নিচে দাউদাউ করে জ্বলছে আগুন ৷ গলগল করে বেরোচ্ছে ধোঁয়া ৷ বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ আলিপুরদুয়ার রেল আসাম গেট এলাকায় ফ্লাইওভারের নিচে এই ঘটনা ঘটে ৷ ঘটনাস্থলে এসে পৌঁছায় আলিপুরদুয়ার দমকল বাহিনীর একটি ইঞ্জিন ৷ প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী । তবে এই আগুনে পুড়ে মারা গিয়েছেন ওই জায়গায় থাকা এক ব্যক্তি (Man burnt alive under flyover in Alipurduar) ৷ তাঁর নাম, পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷

বিগত বেশ কিছুদিনে আলিপুরদুয়ারে এই ফ্লাইওভারের তলায় অবৈধ ভাবে বেশ কয়েকটি দোকান গজিয়ে উঠেছে । এই অগ্নিকাণ্ডের জন্য তাদেরই দায়ী করছে দমকল, প্রশাসন ৷ ঘটনাস্থল পরিদর্শনে আসেন আলিপুরদুয়ার পৌর প্রশাসক প্রসেনজিৎ কর, প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী ।

আরও পড়ুন : Chamrail Wax Factory Fire : হাওড়ার মোম-কারখানায় বিধ্বংসী আগুন, দমকল দেরিতে আসায় ক্ষোভ স্থানীয়দের

প্রসেনজিৎ কর বলেন, "করোনা মহামারির জন্য ট্রান্সপোর্টের পিছনে থাকা বাজারটি এখানে চলে এসেছে ৷ কিন্তু তাদের পাশাপাশি আর কাউকে দোকানদারি করতে দেখিনি ৷" এই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি দমকল ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ৷ আগামিকাল থেকে এখানে যেন কেউ কোনও ভাবে অবৈধ ব্যবসা না করতে পারে, তার জন্য কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পৌরপ্রশাসক ৷ তিনি জোর দিয়ে জানান, এখানে দোকানদারির করার অনুমতি নেই ৷ শুধুমাত্র করোনা থেকে রক্ষা পেতে বাজারটি বসানো হয়েছে ৷ দিনের বেলা বাজার করে তারা চলে যায় ৷ তাঁর অনুমানে, এখানে কেউ কোনও দাহ্য বস্তু জড়ো করেছিল ৷ দমকল বাহিনী, পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে ৷

আলিপুরদুয়ার ফ্লাইওভারের নিচে আগুন, পুড়ে মারা গেলেন এক ব্যক্তি

দমকল বাহিনীর ইনচার্জ স্বপন দাস বলেন, "এই অগ্নিকাণ্ডে ব্রিজের খুব ক্ষতি হয়ে গেল ৷" ব্রিজের ক্ষমতা কিছু কমে গেল ৷ তবে অন্য জায়গায় ব্রিজ ধসে যাওয়ার মতো ঘটনা ঘটবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি ৷ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "যারা ফ্লাইওভারের নিচে দাহ্য পদার্থ জমায়, তাদের বিরুদ্ধে আপনারা লিখুন ৷" তিনিও জানান, এখানে হাতেনাতে কাউকে পাওয়া যায়নি, তাই সরাসরি কাউকে দায়ী করা যাচ্ছে না ৷ ফ্লাইওভারের নিচে স্থায়ী কোনও দোকান থাকলে, তার মালিককে বলা যেত ৷ তবে কোনও লোককে এখানে দাহ্য পদার্থ জমা করতে দেখলে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন আধাকারিক ৷

আলিপুরদুয়ার, 31 ডিসেম্বর : ফ্লাইওভারের নিচে দাউদাউ করে জ্বলছে আগুন ৷ গলগল করে বেরোচ্ছে ধোঁয়া ৷ বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ আলিপুরদুয়ার রেল আসাম গেট এলাকায় ফ্লাইওভারের নিচে এই ঘটনা ঘটে ৷ ঘটনাস্থলে এসে পৌঁছায় আলিপুরদুয়ার দমকল বাহিনীর একটি ইঞ্জিন ৷ প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী । তবে এই আগুনে পুড়ে মারা গিয়েছেন ওই জায়গায় থাকা এক ব্যক্তি (Man burnt alive under flyover in Alipurduar) ৷ তাঁর নাম, পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷

বিগত বেশ কিছুদিনে আলিপুরদুয়ারে এই ফ্লাইওভারের তলায় অবৈধ ভাবে বেশ কয়েকটি দোকান গজিয়ে উঠেছে । এই অগ্নিকাণ্ডের জন্য তাদেরই দায়ী করছে দমকল, প্রশাসন ৷ ঘটনাস্থল পরিদর্শনে আসেন আলিপুরদুয়ার পৌর প্রশাসক প্রসেনজিৎ কর, প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী ।

আরও পড়ুন : Chamrail Wax Factory Fire : হাওড়ার মোম-কারখানায় বিধ্বংসী আগুন, দমকল দেরিতে আসায় ক্ষোভ স্থানীয়দের

প্রসেনজিৎ কর বলেন, "করোনা মহামারির জন্য ট্রান্সপোর্টের পিছনে থাকা বাজারটি এখানে চলে এসেছে ৷ কিন্তু তাদের পাশাপাশি আর কাউকে দোকানদারি করতে দেখিনি ৷" এই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি দমকল ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ৷ আগামিকাল থেকে এখানে যেন কেউ কোনও ভাবে অবৈধ ব্যবসা না করতে পারে, তার জন্য কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পৌরপ্রশাসক ৷ তিনি জোর দিয়ে জানান, এখানে দোকানদারির করার অনুমতি নেই ৷ শুধুমাত্র করোনা থেকে রক্ষা পেতে বাজারটি বসানো হয়েছে ৷ দিনের বেলা বাজার করে তারা চলে যায় ৷ তাঁর অনুমানে, এখানে কেউ কোনও দাহ্য বস্তু জড়ো করেছিল ৷ দমকল বাহিনী, পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে ৷

আলিপুরদুয়ার ফ্লাইওভারের নিচে আগুন, পুড়ে মারা গেলেন এক ব্যক্তি

দমকল বাহিনীর ইনচার্জ স্বপন দাস বলেন, "এই অগ্নিকাণ্ডে ব্রিজের খুব ক্ষতি হয়ে গেল ৷" ব্রিজের ক্ষমতা কিছু কমে গেল ৷ তবে অন্য জায়গায় ব্রিজ ধসে যাওয়ার মতো ঘটনা ঘটবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি ৷ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "যারা ফ্লাইওভারের নিচে দাহ্য পদার্থ জমায়, তাদের বিরুদ্ধে আপনারা লিখুন ৷" তিনিও জানান, এখানে হাতেনাতে কাউকে পাওয়া যায়নি, তাই সরাসরি কাউকে দায়ী করা যাচ্ছে না ৷ ফ্লাইওভারের নিচে স্থায়ী কোনও দোকান থাকলে, তার মালিককে বলা যেত ৷ তবে কোনও লোককে এখানে দাহ্য পদার্থ জমা করতে দেখলে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন আধাকারিক ৷

Last Updated : Dec 31, 2021, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.