ETV Bharat / state

Mamata talks to Tea workers: চা বাগানে গিয়ে শ্রমিকদের সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী - Mamata at Alipurduar

চা বাগানে (Mamata Banerjee visits Alipurduar tea gardens) গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata talks to Tea workers)৷

Mamata Banerjee visits Alipurduar tea gardens to know workers problem
চা বাগানে গিয়ে শ্রমিকদের সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : Jun 7, 2022, 5:41 PM IST

আলিপুরদুয়ার, 7 জুন: আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে কর্মিসভা সেরে মালঙ্গী চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata talks to Tea workers)। শ্রমিকদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনলেন মুখ্যমন্ত্রী ৷

এ দিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে হাসিমারাতে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee visits Alipurduar tea gardens)। আলিপুরদুয়ার কর্মিসভায় বক্তব্য রাখার পর হাসিমারা মালঙ্গী লজে ফেরার পথে হাসিমারা গুরুদ্বারেও যান মমতা (Mamata at Alipurduar)।

এ দিন হাসিমারা গুরুদ্বারের সামনে আচমকা মুখ‍্যমন্ত্রীর কনভয় থেমে যায় । গাড়ি থেকে নেমে তিনি গুরুদ্বারে গিয়ে প্রণাম করে প্রসাদ খান । গুরুদ্বারের বাইরে এক মহিলা তাঁর আবেদন নিয়ে যান মুখ্যমন্ত্রীর কাছে ৷ হাসিমারা গুরুদ্বার এলাকায় সুলভ শৌচালয় নির্মাণের আর্জি জানান তিনি । মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ জেলাশাসককে নির্দেশ দিয়ে বলেন, শিগগিরই যেন সেখানে সুলভ শৌচালয় নির্মাণ করা হয় ৷ উল্লেখ‍্য, প্রায় দেড় বছর আগে আলিপুরদুয়ারে গিয়ে হাসিমারা গুরুদ্বারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: Mamata Banerjee Comments : 'নিজের রক্ত দেব কিন্তু বিজেপি'কে বাংলা ভাগ করতে দেব না', হুঙ্কার মমতার

Mamata Banerjee visits Alipurduar tea gardens to know workers problem
চা বাগানে মুখ্যমন্ত্রী

মালঙ্গী বন বাংলোতে ঢোকার আগে এ দিন মালঙ্গীতে বনবস্তির বাসিন্দা ও শ্রমিকদের অভাব অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী । বাচ্চাদের চকোলেট দেন তিনি । এলাকার কী কী সমস্যা আছে তা তিনি শোনেন স্থানীয়দের থেকে ৷ সেই সময় তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা । মুখ্যমন্ত্রী কোদাল বস্তি, চিলাপাতা ফরেস্ট এলাকায় গিয়েও স্থানীয়দের সঙ্গে কথা বলেন ৷ সাধারণ মানুষ সরকারি পরিষেবা পাচ্ছেন কি না, তার তদারক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আলিপুরদুয়ার, 7 জুন: আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে কর্মিসভা সেরে মালঙ্গী চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata talks to Tea workers)। শ্রমিকদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনলেন মুখ্যমন্ত্রী ৷

এ দিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে হাসিমারাতে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee visits Alipurduar tea gardens)। আলিপুরদুয়ার কর্মিসভায় বক্তব্য রাখার পর হাসিমারা মালঙ্গী লজে ফেরার পথে হাসিমারা গুরুদ্বারেও যান মমতা (Mamata at Alipurduar)।

এ দিন হাসিমারা গুরুদ্বারের সামনে আচমকা মুখ‍্যমন্ত্রীর কনভয় থেমে যায় । গাড়ি থেকে নেমে তিনি গুরুদ্বারে গিয়ে প্রণাম করে প্রসাদ খান । গুরুদ্বারের বাইরে এক মহিলা তাঁর আবেদন নিয়ে যান মুখ্যমন্ত্রীর কাছে ৷ হাসিমারা গুরুদ্বার এলাকায় সুলভ শৌচালয় নির্মাণের আর্জি জানান তিনি । মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ জেলাশাসককে নির্দেশ দিয়ে বলেন, শিগগিরই যেন সেখানে সুলভ শৌচালয় নির্মাণ করা হয় ৷ উল্লেখ‍্য, প্রায় দেড় বছর আগে আলিপুরদুয়ারে গিয়ে হাসিমারা গুরুদ্বারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: Mamata Banerjee Comments : 'নিজের রক্ত দেব কিন্তু বিজেপি'কে বাংলা ভাগ করতে দেব না', হুঙ্কার মমতার

Mamata Banerjee visits Alipurduar tea gardens to know workers problem
চা বাগানে মুখ্যমন্ত্রী

মালঙ্গী বন বাংলোতে ঢোকার আগে এ দিন মালঙ্গীতে বনবস্তির বাসিন্দা ও শ্রমিকদের অভাব অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী । বাচ্চাদের চকোলেট দেন তিনি । এলাকার কী কী সমস্যা আছে তা তিনি শোনেন স্থানীয়দের থেকে ৷ সেই সময় তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা । মুখ্যমন্ত্রী কোদাল বস্তি, চিলাপাতা ফরেস্ট এলাকায় গিয়েও স্থানীয়দের সঙ্গে কথা বলেন ৷ সাধারণ মানুষ সরকারি পরিষেবা পাচ্ছেন কি না, তার তদারক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.